মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৩৫ ঘণ্টায়ও বিদ্যুৎ পাননি কয়েক হাজার গ্রাহক। গতকাল রোববার বেলা ১১টা থেকে আজ সোমবার রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ বিহীন এ সব গ্রাহকেরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, রোববার বেলা ১১ টার দিকে ঝড়ের কারণে গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের লাইনের ওপরে পড়ে। এরপর কাঁঠালতলি কেন্দ্রের ইনচার্জ মো.আল-আমিন ও লাইনম্যান সম্রাট গ্রাহকদের গাছের ডালপালা পরিষ্কার করতে বলেন।
আজ সোমবার সকালে এলাকাবাসী বিদ্যুতের লাইনে পড়ে থাকা গাছপালা সরিয়ে ফেলেন। এরপর কাঁঠালতলি অভিযোগ কেন্দ্রের ইনচার্জকে লাইনটি চালু করার জন্য অনুরোধ করে এলাকাবাসী। ১০ ঘণ্টা সময় পার হলেও তিনি ওই লাইনগুলো চালু করেননি।
মাধবখালি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, মুন্সিরহাট বাজারসহ কিসমত ঝাটিবুনিয়া, বাজিতা চতুর্থ খন্ড ও মাধবখালী গ্রামে অনেকগুলো গ্রাহক রয়েছে। ঝড়ের পরে বিদ্যুৎ বিভাগের কোনো লোকজন এখন পর্যন্ত এখানে আসেনি।
কাঁঠালতলি অভিযোগ কেন্দ্রের ইনচার্জ আমাদেরকে ডাল কেটে সরিয়ে দিতে বলেন। আমরা নিজেরা লোকজন দিয়ে ডাল-পালা সরিয়ে দিলেও এখন পর্যন্ত বিদ্যুৎ দেয়নি। অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. আল আমিনের সাহেবের সঙ্গে যোগাযোগ করলে তিনি গ্রাহকদের সঙ্গে খারাপ আচরণ করেন।
এ বিষয়ে কাঁঠালতলি অভিযোগ কেন্দ্রের ইনর্চাজ মো. আল আমিন হোসেন বলেন, ‘ওই এলাকার গ্রাহকেরা নিজেরাই ডালপালা কেটে সরিয়ে দিয়েছেন। আমি অনেক দূরে আছি। রাতে লাইনটি চালু করা হবে।’
মির্জাগঞ্জ সাব জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মেহেদী হাসান বলেন, ‘ওই লাইনে যাতে দ্রুত সংযোগ দেওয়া হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রাহকদের সঙ্গে খারাপ আচরণ করলে বিষয়টি আমি দেখব।’

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৩৫ ঘণ্টায়ও বিদ্যুৎ পাননি কয়েক হাজার গ্রাহক। গতকাল রোববার বেলা ১১টা থেকে আজ সোমবার রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ বিহীন এ সব গ্রাহকেরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, রোববার বেলা ১১ টার দিকে ঝড়ের কারণে গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের লাইনের ওপরে পড়ে। এরপর কাঁঠালতলি কেন্দ্রের ইনচার্জ মো.আল-আমিন ও লাইনম্যান সম্রাট গ্রাহকদের গাছের ডালপালা পরিষ্কার করতে বলেন।
আজ সোমবার সকালে এলাকাবাসী বিদ্যুতের লাইনে পড়ে থাকা গাছপালা সরিয়ে ফেলেন। এরপর কাঁঠালতলি অভিযোগ কেন্দ্রের ইনচার্জকে লাইনটি চালু করার জন্য অনুরোধ করে এলাকাবাসী। ১০ ঘণ্টা সময় পার হলেও তিনি ওই লাইনগুলো চালু করেননি।
মাধবখালি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, মুন্সিরহাট বাজারসহ কিসমত ঝাটিবুনিয়া, বাজিতা চতুর্থ খন্ড ও মাধবখালী গ্রামে অনেকগুলো গ্রাহক রয়েছে। ঝড়ের পরে বিদ্যুৎ বিভাগের কোনো লোকজন এখন পর্যন্ত এখানে আসেনি।
কাঁঠালতলি অভিযোগ কেন্দ্রের ইনচার্জ আমাদেরকে ডাল কেটে সরিয়ে দিতে বলেন। আমরা নিজেরা লোকজন দিয়ে ডাল-পালা সরিয়ে দিলেও এখন পর্যন্ত বিদ্যুৎ দেয়নি। অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. আল আমিনের সাহেবের সঙ্গে যোগাযোগ করলে তিনি গ্রাহকদের সঙ্গে খারাপ আচরণ করেন।
এ বিষয়ে কাঁঠালতলি অভিযোগ কেন্দ্রের ইনর্চাজ মো. আল আমিন হোসেন বলেন, ‘ওই এলাকার গ্রাহকেরা নিজেরাই ডালপালা কেটে সরিয়ে দিয়েছেন। আমি অনেক দূরে আছি। রাতে লাইনটি চালু করা হবে।’
মির্জাগঞ্জ সাব জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মেহেদী হাসান বলেন, ‘ওই লাইনে যাতে দ্রুত সংযোগ দেওয়া হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রাহকদের সঙ্গে খারাপ আচরণ করলে বিষয়টি আমি দেখব।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২৫ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে