নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অক্সিজেনের অভাবে মো. শহীদ হাওলাদার নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনেরা চিকিৎসকের কক্ষ ভাঙচুর করেছেন। আজ রোববার হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ড-২-এ এই ঘটনা ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করেছে।
শহীদ হাওলাদার (৪৮) বরিশাল মহানগর বিমানবন্দর থানার কলসগ্রামের মো. আলী হোসেনের ছেলে। ঘটনার পর হামলাকারী একজনকে পুলিশ আটক করলেও চিকিৎসকদের অনুরোধে পরে ছেড়ে দেওয়া হয়।
নিহতের ছেলে মো. জুম্মান হাওলাদারের অভিযোগ, তাঁর বাবা বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে আজ সকালের দিকে ভর্তি হন। এ সময় তাঁর অক্সিজেনের দরকার ছিল। কিন্তু অক্সিজেন দেওয়ার মতো কোনো চিকিৎসক বা স্টাফ পাওয়া যায়নি। একপর্যায়ে অক্সিজেনের অভাবে তাঁর বাবা মৃত্যুবরণ করেন। খবর পেয়ে কর্তব্যরত চিকিৎসক এসে নার্সদের বকাবকি করেন। এ ঘটনায় আত্মীয়স্বজনেরা ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত চিকিৎসকের রুমে টেবিলের গ্লাস ভাঙচুর করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মো. জুম্মানকে আটক করা হয়। পরে ইন্টার্ন চিকিৎসক এবং কর্তব্যরত চিকিৎসকেরা এসে বিষয়টি মানবিক বিবেচনা করে মো. জুম্মানকে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মো. মাইনুল আজকের পত্রিকাকে বলেন, জুম্মান চিকিৎসকের কক্ষে টেবিলের গ্লাস, চেয়ার ও কাপ-পিরিচ ভেঙে ফেলে। বাবার মৃত্যুর কারণে বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, চিকিৎসকের তুলনায় রোগীর সংখ্যা বেশি। তাই চিকিৎসকেরা রোগীদের পর্যাপ্ত সময় দিতে পারেন না। কিন্তু চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু হয়, সেটা সঠিক নয়। তাঁরা যথাসাধ্য চেষ্টা করেন। চিকিৎকদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অক্সিজেনের অভাবে মো. শহীদ হাওলাদার নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনেরা চিকিৎসকের কক্ষ ভাঙচুর করেছেন। আজ রোববার হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ড-২-এ এই ঘটনা ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করেছে।
শহীদ হাওলাদার (৪৮) বরিশাল মহানগর বিমানবন্দর থানার কলসগ্রামের মো. আলী হোসেনের ছেলে। ঘটনার পর হামলাকারী একজনকে পুলিশ আটক করলেও চিকিৎসকদের অনুরোধে পরে ছেড়ে দেওয়া হয়।
নিহতের ছেলে মো. জুম্মান হাওলাদারের অভিযোগ, তাঁর বাবা বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে আজ সকালের দিকে ভর্তি হন। এ সময় তাঁর অক্সিজেনের দরকার ছিল। কিন্তু অক্সিজেন দেওয়ার মতো কোনো চিকিৎসক বা স্টাফ পাওয়া যায়নি। একপর্যায়ে অক্সিজেনের অভাবে তাঁর বাবা মৃত্যুবরণ করেন। খবর পেয়ে কর্তব্যরত চিকিৎসক এসে নার্সদের বকাবকি করেন। এ ঘটনায় আত্মীয়স্বজনেরা ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত চিকিৎসকের রুমে টেবিলের গ্লাস ভাঙচুর করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মো. জুম্মানকে আটক করা হয়। পরে ইন্টার্ন চিকিৎসক এবং কর্তব্যরত চিকিৎসকেরা এসে বিষয়টি মানবিক বিবেচনা করে মো. জুম্মানকে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মো. মাইনুল আজকের পত্রিকাকে বলেন, জুম্মান চিকিৎসকের কক্ষে টেবিলের গ্লাস, চেয়ার ও কাপ-পিরিচ ভেঙে ফেলে। বাবার মৃত্যুর কারণে বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, চিকিৎসকের তুলনায় রোগীর সংখ্যা বেশি। তাই চিকিৎসকেরা রোগীদের পর্যাপ্ত সময় দিতে পারেন না। কিন্তু চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু হয়, সেটা সঠিক নয়। তাঁরা যথাসাধ্য চেষ্টা করেন। চিকিৎকদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১৪ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে