নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অক্সিজেনের অভাবে মো. শহীদ হাওলাদার নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনেরা চিকিৎসকের কক্ষ ভাঙচুর করেছেন। আজ রোববার হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ড-২-এ এই ঘটনা ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করেছে।
শহীদ হাওলাদার (৪৮) বরিশাল মহানগর বিমানবন্দর থানার কলসগ্রামের মো. আলী হোসেনের ছেলে। ঘটনার পর হামলাকারী একজনকে পুলিশ আটক করলেও চিকিৎসকদের অনুরোধে পরে ছেড়ে দেওয়া হয়।
নিহতের ছেলে মো. জুম্মান হাওলাদারের অভিযোগ, তাঁর বাবা বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে আজ সকালের দিকে ভর্তি হন। এ সময় তাঁর অক্সিজেনের দরকার ছিল। কিন্তু অক্সিজেন দেওয়ার মতো কোনো চিকিৎসক বা স্টাফ পাওয়া যায়নি। একপর্যায়ে অক্সিজেনের অভাবে তাঁর বাবা মৃত্যুবরণ করেন। খবর পেয়ে কর্তব্যরত চিকিৎসক এসে নার্সদের বকাবকি করেন। এ ঘটনায় আত্মীয়স্বজনেরা ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত চিকিৎসকের রুমে টেবিলের গ্লাস ভাঙচুর করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মো. জুম্মানকে আটক করা হয়। পরে ইন্টার্ন চিকিৎসক এবং কর্তব্যরত চিকিৎসকেরা এসে বিষয়টি মানবিক বিবেচনা করে মো. জুম্মানকে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মো. মাইনুল আজকের পত্রিকাকে বলেন, জুম্মান চিকিৎসকের কক্ষে টেবিলের গ্লাস, চেয়ার ও কাপ-পিরিচ ভেঙে ফেলে। বাবার মৃত্যুর কারণে বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, চিকিৎসকের তুলনায় রোগীর সংখ্যা বেশি। তাই চিকিৎসকেরা রোগীদের পর্যাপ্ত সময় দিতে পারেন না। কিন্তু চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু হয়, সেটা সঠিক নয়। তাঁরা যথাসাধ্য চেষ্টা করেন। চিকিৎকদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অক্সিজেনের অভাবে মো. শহীদ হাওলাদার নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনেরা চিকিৎসকের কক্ষ ভাঙচুর করেছেন। আজ রোববার হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ড-২-এ এই ঘটনা ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করেছে।
শহীদ হাওলাদার (৪৮) বরিশাল মহানগর বিমানবন্দর থানার কলসগ্রামের মো. আলী হোসেনের ছেলে। ঘটনার পর হামলাকারী একজনকে পুলিশ আটক করলেও চিকিৎসকদের অনুরোধে পরে ছেড়ে দেওয়া হয়।
নিহতের ছেলে মো. জুম্মান হাওলাদারের অভিযোগ, তাঁর বাবা বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে আজ সকালের দিকে ভর্তি হন। এ সময় তাঁর অক্সিজেনের দরকার ছিল। কিন্তু অক্সিজেন দেওয়ার মতো কোনো চিকিৎসক বা স্টাফ পাওয়া যায়নি। একপর্যায়ে অক্সিজেনের অভাবে তাঁর বাবা মৃত্যুবরণ করেন। খবর পেয়ে কর্তব্যরত চিকিৎসক এসে নার্সদের বকাবকি করেন। এ ঘটনায় আত্মীয়স্বজনেরা ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত চিকিৎসকের রুমে টেবিলের গ্লাস ভাঙচুর করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মো. জুম্মানকে আটক করা হয়। পরে ইন্টার্ন চিকিৎসক এবং কর্তব্যরত চিকিৎসকেরা এসে বিষয়টি মানবিক বিবেচনা করে মো. জুম্মানকে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মো. মাইনুল আজকের পত্রিকাকে বলেন, জুম্মান চিকিৎসকের কক্ষে টেবিলের গ্লাস, চেয়ার ও কাপ-পিরিচ ভেঙে ফেলে। বাবার মৃত্যুর কারণে বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, চিকিৎসকের তুলনায় রোগীর সংখ্যা বেশি। তাই চিকিৎসকেরা রোগীদের পর্যাপ্ত সময় দিতে পারেন না। কিন্তু চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু হয়, সেটা সঠিক নয়। তাঁরা যথাসাধ্য চেষ্টা করেন। চিকিৎকদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন দাস (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
উত্তরের জেলা পঞ্চগড়ে এক সপ্তাহের বেশি সময় তাপমাত্রা কিছুটা বাড়তি থাকার পর বছরের প্রথম দিনেই হঠাৎ কমে গেছে। জেলায় তাপমাত্রা ফের এক অঙ্কের ঘরে নেমেছে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড...
২ ঘণ্টা আগে