আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী পৌরসভার দুটি ওয়ার্ডে কাউন্সিলর পদ শূন্য প্রায় তিন বছর ধরে। এতে দুই ওয়ার্ডের সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ভুক্তভোগীদের দাবি উপনির্বাচনের মাধ্যমে দ্রুত কাউন্সিলর পদ পূরণের।
জেলা নির্বাচন অফিস জানায়, পৌরসভার দুই ওয়ার্ডের শূন্য পদের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা উপনির্বাচনে পদক্ষেপ নিচ্ছে না।
নির্বাচন অফিস ও স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সালের ২৮ ফেরুয়ারি আমতলী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড থেকে মো. মঞ্জুরুল ইসলাম সেলিম পঞ্চায়েত এবং ৮ নম্বর ওয়ার্ড থেকে কালু খলিফা কাউন্সিলর নির্বাচিত হন। শপথ গ্রহণের ছয় মাসের মধ্যে অর্থাৎ ওই বছরের ৬ সেপ্টেম্বর কাউন্সিলর মো. সেলিম পঞ্চায়েত এবং ২০২০ সালের ১৭ জুলাই কালু খলিফা মারা যান।
এতে দুই ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য হয়। কাউন্সিলর সেলিম মারা যাওয়ার তিন বছর চার মাস এবং কালু খলিফা মারা যাওয়ার দুই বছর ছয় মাস পেরিয়ে গেলেও ওই দুই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়নি।
কাউন্সিলর না থাকায় ওই দুই ওয়ার্ডের সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় আসলাম, জাকির, শাহিনসহ অনেকে বলেন, ‘একটি পরিচয়পত্র সংগ্রহ করতে গেলে অন্য ওয়ার্ডের কাউন্সিলর অথবা নারী কাউন্সিলরদের কাছে ধরনা দিতে হয়। তাঁরা পরিচয়পত্রসহ ও অন্য সরকারি সেবা প্রদানে গড়িমসি করেন। এতে আমাদের বেশ হয়রানির শিকার হতে হয়।’
ভুক্তভোগী শাহানাজ আজকের পত্রিকাকে বলেন, ‘এক কাউন্সিলরের কাছে পরিচয়পত্র আনতে গিয়েছিলাম। এক সপ্তাহ ঘুরে ফিরে এসেছি। পরিচয়পত্র পাইনি।’
ভুক্তভোগী মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কাউন্সিলর না থাকায় হয়রানির শেষ নেই। সরকারি সব সেবা থেকে বঞ্চিত ৮ নম্বর ওয়ার্ডের মানুষ।’
আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুই ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য হওয়ায় চিঠি দিতে পারিনি। দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানানো হবে।’
আমতলী উপজেলা নির্বাচন অফিসার মো. সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। নির্বাচন অফিস থেকে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনা জেলা নির্বাচন অফিসার দীলিপ কুমার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘পৌরসভার দুই ওয়ার্ডের শূন্য পদের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বেশ কয়েকবার চিঠি দিয়েছি। কিন্তু তারা ওই দুই ওয়ার্ডে উপনির্বাচনের পদক্ষেপ নিচ্ছে না।’

বরগুনার আমতলী পৌরসভার দুটি ওয়ার্ডে কাউন্সিলর পদ শূন্য প্রায় তিন বছর ধরে। এতে দুই ওয়ার্ডের সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ভুক্তভোগীদের দাবি উপনির্বাচনের মাধ্যমে দ্রুত কাউন্সিলর পদ পূরণের।
জেলা নির্বাচন অফিস জানায়, পৌরসভার দুই ওয়ার্ডের শূন্য পদের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা উপনির্বাচনে পদক্ষেপ নিচ্ছে না।
নির্বাচন অফিস ও স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সালের ২৮ ফেরুয়ারি আমতলী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড থেকে মো. মঞ্জুরুল ইসলাম সেলিম পঞ্চায়েত এবং ৮ নম্বর ওয়ার্ড থেকে কালু খলিফা কাউন্সিলর নির্বাচিত হন। শপথ গ্রহণের ছয় মাসের মধ্যে অর্থাৎ ওই বছরের ৬ সেপ্টেম্বর কাউন্সিলর মো. সেলিম পঞ্চায়েত এবং ২০২০ সালের ১৭ জুলাই কালু খলিফা মারা যান।
এতে দুই ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য হয়। কাউন্সিলর সেলিম মারা যাওয়ার তিন বছর চার মাস এবং কালু খলিফা মারা যাওয়ার দুই বছর ছয় মাস পেরিয়ে গেলেও ওই দুই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়নি।
কাউন্সিলর না থাকায় ওই দুই ওয়ার্ডের সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় আসলাম, জাকির, শাহিনসহ অনেকে বলেন, ‘একটি পরিচয়পত্র সংগ্রহ করতে গেলে অন্য ওয়ার্ডের কাউন্সিলর অথবা নারী কাউন্সিলরদের কাছে ধরনা দিতে হয়। তাঁরা পরিচয়পত্রসহ ও অন্য সরকারি সেবা প্রদানে গড়িমসি করেন। এতে আমাদের বেশ হয়রানির শিকার হতে হয়।’
ভুক্তভোগী শাহানাজ আজকের পত্রিকাকে বলেন, ‘এক কাউন্সিলরের কাছে পরিচয়পত্র আনতে গিয়েছিলাম। এক সপ্তাহ ঘুরে ফিরে এসেছি। পরিচয়পত্র পাইনি।’
ভুক্তভোগী মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কাউন্সিলর না থাকায় হয়রানির শেষ নেই। সরকারি সব সেবা থেকে বঞ্চিত ৮ নম্বর ওয়ার্ডের মানুষ।’
আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুই ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য হওয়ায় চিঠি দিতে পারিনি। দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানানো হবে।’
আমতলী উপজেলা নির্বাচন অফিসার মো. সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। নির্বাচন অফিস থেকে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনা জেলা নির্বাচন অফিসার দীলিপ কুমার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘পৌরসভার দুই ওয়ার্ডের শূন্য পদের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বেশ কয়েকবার চিঠি দিয়েছি। কিন্তু তারা ওই দুই ওয়ার্ডে উপনির্বাচনের পদক্ষেপ নিচ্ছে না।’

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৫ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২১ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৬ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে