Ajker Patrika

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি 
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১০: ০৫
ভোলার বোরহানউদ্দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক তরমুজচাষি। ছবি: আজকের পত্রিকা
ভোলার বোরহানউদ্দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক তরমুজচাষি। ছবি: আজকের পত্রিকা

ভোলার বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গংগাপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীর চর শরীফিয়ারে এ ঘটনা ঘটে।

আহত চাষিদের অভিযোগ, গংগাপুর ইউনিয়নের সাদ্দাম, রেজাউল, নুর ইসলাম, ইমন, হেলালসহ ১৫-২০ জন এই হামলা চালান। তাঁরা কয়েক দফায় তরমুজচাষিদের কাছ থেকে চাঁদা আদায় করেন। আবার চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে হামলা চলান। এ সময় চাষিদের কাছ থেকে তরমুজ বিক্রির ১৫ লাখ টাকা ছিনিয়ে নেন তাঁরা।

হামলায় গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন আবুল কালাম। তিনি জানান, চাঁদা দিতে না পারায় গতকাল রাতে সাদ্দাম, রেজাউলসহ ১৫ থেকে ২০ জন হামলা চালিয়ে পাঁচ চাষিকে আহত করেন। এ সময় তাঁদের কাছ থেকে তরমুজ বিক্রির ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলায় আহত আরও দুই চাষি ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা। ছবি: আজকের পত্রিকা
বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা। ছবি: আজকের পত্রিকা

তরমুজচাষি আব্দুল মান্নান, কবির হোসেনসহ বেশ কয়েকজন অভিযোগ তুলে বলেন, ‘আমরা চরের ১০০ একর জমিতে তরমুজ চাষ করেছি। আমাদের খেতের তরমুজপ্রতি চাঁদা দিতে বলা হয়। স্থানীয় একটি চাঁদাবাজ চক্র এই চাঁদা দাবি করছে। আমরা এতে রাজি না হওয়ায় হামলা চালানো হয়। এ সময় কৃষকদের কাছ থেকে টাকাপয়সার পাশাপাশি ১০-১২টি মোবাইল ফোনও ছিনিয়ে নেন হামলাকারীরা। আমাদের বাড়ি চরফ্যাশনসহ বিভিন্ন জেলায়। যাঁরা হামলা চালিয়েছেন, তাঁরা স্থানীয় বাসিন্দা। এ জন্য তাঁদের কিছু বলতে পারছি না। বিভিন্ন সময়ে আমরা তাঁদের হামলার শিকার হচ্ছি।’

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা। ছবি: আজকের পত্রিকা
বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে সরেজমিনে গেলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ‘চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত