বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে বাসচাপায় দুজন নিহত হয়েছেন। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন মানিককাঠি এলাকার মো. জলিল হাওলাদারের স্ত্রী শামিমা আক্তার পলি (৩৫) এবং একই এলাকার মৃত আ. লতিফের ছেলে মো. ফজলুল হক (৬৫)। এ ছাড়া এতে ভ্যানচালক মো. জয়নাল খান (৪৫), মোসা. রাফিয়া (১২) ও অজ্ঞাত এক নারী আহত হয়েছেন।
স্থানীয় ও নিহতদের প্রতিবেশী মো. বেলাল হাওলাদার জানান, ভ্যানচালক মো. জয়নাল খান মানিককাঠি থেকে পাঁচজন যাত্রী নিয়ে রহমতপুর ব্রিজের দিকে আসছিলেন। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস রহমতপুর বাসস্ট্যান্ডে এলে তাঁদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর শুনে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে জরুরি ভিত্তিতে গতিরোধক স্থাপনের দাবি জানান। পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফাতিমার আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসি। সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ইউএনও নুসরাত ফাতিমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঢাকা বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে গতিরোধক স্থাপনের আশ্বাস দিয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন উপপুলিশ কমিশনার আব্দুল ওয়ারেস বলেন, ‘দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ছাড়া দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। আমরা এসে তাঁদের বোঝাতে সক্ষম হয়েছি। বর্তমানে সড়ক ছেড়ে দিয়েছেন জনতা। যান চলাচল স্বাভাবিক অবস্থায় এসেছে।’

বরিশালের বাবুগঞ্জে বাসচাপায় দুজন নিহত হয়েছেন। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন মানিককাঠি এলাকার মো. জলিল হাওলাদারের স্ত্রী শামিমা আক্তার পলি (৩৫) এবং একই এলাকার মৃত আ. লতিফের ছেলে মো. ফজলুল হক (৬৫)। এ ছাড়া এতে ভ্যানচালক মো. জয়নাল খান (৪৫), মোসা. রাফিয়া (১২) ও অজ্ঞাত এক নারী আহত হয়েছেন।
স্থানীয় ও নিহতদের প্রতিবেশী মো. বেলাল হাওলাদার জানান, ভ্যানচালক মো. জয়নাল খান মানিককাঠি থেকে পাঁচজন যাত্রী নিয়ে রহমতপুর ব্রিজের দিকে আসছিলেন। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস রহমতপুর বাসস্ট্যান্ডে এলে তাঁদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর শুনে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে জরুরি ভিত্তিতে গতিরোধক স্থাপনের দাবি জানান। পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফাতিমার আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসি। সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ইউএনও নুসরাত ফাতিমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঢাকা বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে গতিরোধক স্থাপনের আশ্বাস দিয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন উপপুলিশ কমিশনার আব্দুল ওয়ারেস বলেন, ‘দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ছাড়া দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। আমরা এসে তাঁদের বোঝাতে সক্ষম হয়েছি। বর্তমানে সড়ক ছেড়ে দিয়েছেন জনতা। যান চলাচল স্বাভাবিক অবস্থায় এসেছে।’

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২১ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে