নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে নাজেহাল ও রোগীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার শিকার রোগী বীথি আক্তার (৩৪) গৌরনদী মডেল থানায় গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বীথি নামক ওই নারী অভিযোগে উল্লেখ করেছেন তাঁকে বিএনপি নেতা মিন্টু চড়থাপ্পড় দিয়েছেন। অভিযোগটি তাঁরা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।
প্রসঙ্গত, গতকাল দুপুরে গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু হাসপাতালে যান। সেখানে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. প্লাবন হালদারকে পা কেটে যাওয়ার জন্য ব্যবস্থাপত্র চান। ওই ডাক্তার তাঁকে টিটেনাস ইনজেকশন নিতে বললে তা মনঃপূত হয় না মিন্টুর। একপর্যায়ে মিন্টু ব্যবস্থাপত্র ছিঁড়ে ফেলেন।
চিকিৎসক তখন বলেন, ‘এসব লোক কোথা থেকে আসে।’ তাতে মিন্টু ঘুরে মারতে তাঁর দিকে তেড়ে আসেন। তিনি (প্লাবন) পেছন দিকে সরে গেলে তাঁকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষা বলতে থাকেন। সামনে থাকা বীথি নামে এক নারী রোগী এর প্রতিবাদ করলে তাঁকে থাপ্পড় দেন মিন্টু।
বিএনপি নেতা মিন্টু অবশ্য দাবি করেছেন, ডাক্তারের সঙ্গে কথা-কাটাকাটি ছাড়া কিছুই হয়নি। এ সময় চিকিৎসকের সামনে থাকা ডায়াগনস্টিক দালাল এক মহিলা তাঁর সঙ্গে তর্কে জড়ান।

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে নাজেহাল ও রোগীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার শিকার রোগী বীথি আক্তার (৩৪) গৌরনদী মডেল থানায় গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বীথি নামক ওই নারী অভিযোগে উল্লেখ করেছেন তাঁকে বিএনপি নেতা মিন্টু চড়থাপ্পড় দিয়েছেন। অভিযোগটি তাঁরা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।
প্রসঙ্গত, গতকাল দুপুরে গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু হাসপাতালে যান। সেখানে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. প্লাবন হালদারকে পা কেটে যাওয়ার জন্য ব্যবস্থাপত্র চান। ওই ডাক্তার তাঁকে টিটেনাস ইনজেকশন নিতে বললে তা মনঃপূত হয় না মিন্টুর। একপর্যায়ে মিন্টু ব্যবস্থাপত্র ছিঁড়ে ফেলেন।
চিকিৎসক তখন বলেন, ‘এসব লোক কোথা থেকে আসে।’ তাতে মিন্টু ঘুরে মারতে তাঁর দিকে তেড়ে আসেন। তিনি (প্লাবন) পেছন দিকে সরে গেলে তাঁকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষা বলতে থাকেন। সামনে থাকা বীথি নামে এক নারী রোগী এর প্রতিবাদ করলে তাঁকে থাপ্পড় দেন মিন্টু।
বিএনপি নেতা মিন্টু অবশ্য দাবি করেছেন, ডাক্তারের সঙ্গে কথা-কাটাকাটি ছাড়া কিছুই হয়নি। এ সময় চিকিৎসকের সামনে থাকা ডায়াগনস্টিক দালাল এক মহিলা তাঁর সঙ্গে তর্কে জড়ান।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১০ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১৯ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৯ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
১ ঘণ্টা আগে