পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি

করোনাকালে দেড় বছর বন্ধ থাকার পর রোববার খুলছে স্কুল–কলেজ। ফলে বছরের শেষের দিকে এসে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন করে স্কুল ড্রেস বানাতে হচ্ছে। কারণ দেড় বছর আগে বানানো স্কুল ড্রেস অনেক ছোট হয়ে গেছে। এ কারণে ফুসরত পাচ্ছে না বরগুনার পাথরঘাটার দর্জির দোকানগুলো।
পাথরঘাটা পৌর শহরে প্রায় দুই ডজন দর্জির দোকান রয়েছে । প্রত্যেক দোকানেই চলছে স্কুল পোশাক তৈরির কাজ। পাশাপাশি বিভিন্ন নারী উদ্যোক্তারা ও তাদের বাসাবাড়িতে স্কুল ড্রেস বানাচ্ছেন বলে জানা যায়। পাথরঘাটা শহরের প্রবীন দর্জি দেলাওয়ার হোসেন জানান, প্রতিবছরের শুরুতে যে চাপ থাকে তার চেয়ে কয়েকগুণ বেশি চাপ পরেছে বছরের শেষ সময়ে। আরেক ব্যাবসায়ী ফারুক হোসেন জানান শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ নির্ধারণ হওয়ার পর থেকেই অভিভাবকরা নতুন স্কুল ড্রেস বানাতে দিচ্ছে । এখন শেষ সময়ে তাঁদের উপর চাপ একটু বেশিই বলে জানান ফাইজুল মুন্সি, মাসুম বিল্লাহ, সবুর খানসহ একাধিক ব্যাবসায়ী।
কয়েক জন অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের বাড়িতে বসে অনলাইনে ক্লাস করা ছাড়া সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ ছিল না । ফলে দেড় বছর আগে বানানো স্কুল ড্রেস ও জুতা আর পরা হয়নি। এত দিন পর সেগুলোও ছোট হয়ে গেছে।
পাথরঘাটা তাসলিমা মেমোরিয়াল একডেমির চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী আফিয়া বিনতে মামুন স্কুল খোলার খবরে অনেক খুশি। সে বলে , স্কুল ড্রেস ও জুতা সবই নতুন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। তাই বাবাকে বলেছি নতুন ড্রেস বানিয়ে দিতে।
অভিভাবক নাসরিন আক্তার জানান, দেড় বছর পর স্কুল খুলছে। এটা শিশু শিক্ষার্থীদের অনেক বেশি আনন্দের। কারণ তারা এই দীর্ঘ সময়ে বাসায় কাটিয়েছে । এখন তাদের স্কুল খুলছে বলে নতুন স্কুল ড্রেস ও জুতা পরতে চায়। আগের স্কুল ড্রেস ও জুতা নতুন হলেও দেড় বছর আগের হওয়ায় ছোট হয়ে গেছে। তারা এখন বায়না ধরেছে এসব নতুন কিনে দেওয়ার। তাই বছর শেষের দিকে তাদের নতুন পোশাক বানিয়ে দিতে হচ্ছে।

করোনাকালে দেড় বছর বন্ধ থাকার পর রোববার খুলছে স্কুল–কলেজ। ফলে বছরের শেষের দিকে এসে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন করে স্কুল ড্রেস বানাতে হচ্ছে। কারণ দেড় বছর আগে বানানো স্কুল ড্রেস অনেক ছোট হয়ে গেছে। এ কারণে ফুসরত পাচ্ছে না বরগুনার পাথরঘাটার দর্জির দোকানগুলো।
পাথরঘাটা পৌর শহরে প্রায় দুই ডজন দর্জির দোকান রয়েছে । প্রত্যেক দোকানেই চলছে স্কুল পোশাক তৈরির কাজ। পাশাপাশি বিভিন্ন নারী উদ্যোক্তারা ও তাদের বাসাবাড়িতে স্কুল ড্রেস বানাচ্ছেন বলে জানা যায়। পাথরঘাটা শহরের প্রবীন দর্জি দেলাওয়ার হোসেন জানান, প্রতিবছরের শুরুতে যে চাপ থাকে তার চেয়ে কয়েকগুণ বেশি চাপ পরেছে বছরের শেষ সময়ে। আরেক ব্যাবসায়ী ফারুক হোসেন জানান শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ নির্ধারণ হওয়ার পর থেকেই অভিভাবকরা নতুন স্কুল ড্রেস বানাতে দিচ্ছে । এখন শেষ সময়ে তাঁদের উপর চাপ একটু বেশিই বলে জানান ফাইজুল মুন্সি, মাসুম বিল্লাহ, সবুর খানসহ একাধিক ব্যাবসায়ী।
কয়েক জন অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের বাড়িতে বসে অনলাইনে ক্লাস করা ছাড়া সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ ছিল না । ফলে দেড় বছর আগে বানানো স্কুল ড্রেস ও জুতা আর পরা হয়নি। এত দিন পর সেগুলোও ছোট হয়ে গেছে।
পাথরঘাটা তাসলিমা মেমোরিয়াল একডেমির চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী আফিয়া বিনতে মামুন স্কুল খোলার খবরে অনেক খুশি। সে বলে , স্কুল ড্রেস ও জুতা সবই নতুন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। তাই বাবাকে বলেছি নতুন ড্রেস বানিয়ে দিতে।
অভিভাবক নাসরিন আক্তার জানান, দেড় বছর পর স্কুল খুলছে। এটা শিশু শিক্ষার্থীদের অনেক বেশি আনন্দের। কারণ তারা এই দীর্ঘ সময়ে বাসায় কাটিয়েছে । এখন তাদের স্কুল খুলছে বলে নতুন স্কুল ড্রেস ও জুতা পরতে চায়। আগের স্কুল ড্রেস ও জুতা নতুন হলেও দেড় বছর আগের হওয়ায় ছোট হয়ে গেছে। তারা এখন বায়না ধরেছে এসব নতুন কিনে দেওয়ার। তাই বছর শেষের দিকে তাদের নতুন পোশাক বানিয়ে দিতে হচ্ছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে