আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবীর রাষ্ট্রীয় ছুটির দিনে বরিশালের আগৈলঝাড়ায় একটি কলেজে একাধিক পরীক্ষা নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজে।
পরীক্ষায় অংশগ্রহণকারী ওই কলেজের একাধিক শিক্ষার্থীরা জানায়, আজ বৃহস্পতিবার সকালে তাঁদের প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন দুপুরে এইচএসসি পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রহণ করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই দিনে যেখানে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে, সেখানে কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে তারা পরীক্ষায় বসতে বাধ্য হয়েছে।
এক শিক্ষার্থীর অভিভাবক শওকত হোসেন বলেন, ‘আজকে (বৃহস্পতিবার) রাষ্ট্রীয় ছুটির দিনেও কলেজে আসতে হলো। এভাবে ছুটির দিনে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া ঠিক হয়নি।’
বোর্ডের নির্দেশনা অনুযায়ী ৪ অক্টোবরের মধ্যে এইচএসসির প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রহণের নির্দেশনা আছে। তবে কলেজের অভ্যন্তরীণ বার্ষিক পরীক্ষার বিষয়ে কোনো বাধ্যতামূলক তারিখের নির্দেশনা নেই। তা সত্ত্বেও এমন দিনে কেন পরীক্ষা নেওয়া হলো, তার কোনো সদুত্তর মেলেনি কলেজ কর্তৃপক্ষের কাছে।
এ বিষয়ে সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দিন আলী আযম আজকের পত্রিকাকে বলেন, ঈদে মিলাদুন্নবী ও সরকারি ছুটির দিনে পরীক্ষা নেওয়ার বিষয়ে পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও এটা বোর্ড বা সরকারের কোনো সিদ্ধান্ত নয়। তবে ভবিষ্যতে তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ার সময়ে সরকারি ছুটির বিষয়ে তাঁরা আরও সতর্ক হবেন বলেও জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির দিনে এবং সরকারি ছুটির মধ্যে পরীক্ষা নেওয়া ঠিক হয়নি। কেন পরীক্ষা নেওয়া হলো সে বিষয়ে অধ্যক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে। রাষ্ট্রীয় ছুটির দিনে পরীক্ষা গ্রহণের বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবীর রাষ্ট্রীয় ছুটির দিনে বরিশালের আগৈলঝাড়ায় একটি কলেজে একাধিক পরীক্ষা নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজে।
পরীক্ষায় অংশগ্রহণকারী ওই কলেজের একাধিক শিক্ষার্থীরা জানায়, আজ বৃহস্পতিবার সকালে তাঁদের প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন দুপুরে এইচএসসি পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রহণ করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই দিনে যেখানে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে, সেখানে কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে তারা পরীক্ষায় বসতে বাধ্য হয়েছে।
এক শিক্ষার্থীর অভিভাবক শওকত হোসেন বলেন, ‘আজকে (বৃহস্পতিবার) রাষ্ট্রীয় ছুটির দিনেও কলেজে আসতে হলো। এভাবে ছুটির দিনে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া ঠিক হয়নি।’
বোর্ডের নির্দেশনা অনুযায়ী ৪ অক্টোবরের মধ্যে এইচএসসির প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রহণের নির্দেশনা আছে। তবে কলেজের অভ্যন্তরীণ বার্ষিক পরীক্ষার বিষয়ে কোনো বাধ্যতামূলক তারিখের নির্দেশনা নেই। তা সত্ত্বেও এমন দিনে কেন পরীক্ষা নেওয়া হলো, তার কোনো সদুত্তর মেলেনি কলেজ কর্তৃপক্ষের কাছে।
এ বিষয়ে সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দিন আলী আযম আজকের পত্রিকাকে বলেন, ঈদে মিলাদুন্নবী ও সরকারি ছুটির দিনে পরীক্ষা নেওয়ার বিষয়ে পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও এটা বোর্ড বা সরকারের কোনো সিদ্ধান্ত নয়। তবে ভবিষ্যতে তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ার সময়ে সরকারি ছুটির বিষয়ে তাঁরা আরও সতর্ক হবেন বলেও জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির দিনে এবং সরকারি ছুটির মধ্যে পরীক্ষা নেওয়া ঠিক হয়নি। কেন পরীক্ষা নেওয়া হলো সে বিষয়ে অধ্যক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে। রাষ্ট্রীয় ছুটির দিনে পরীক্ষা গ্রহণের বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
৩ ঘণ্টা আগে