Ajker Patrika

ভোলায় নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি
ভোলায় নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

ভোলার তজুমদ্দিনে নিখোঁজের আট ঘণ্টা পর বাড়ির পাশের একটি পুকুর থেকে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মো. হোসেন নামের ওই শিশুটি মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যায়।

গতকাল মঙ্গলবার (২০ মে) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আট ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার করে। নিহত শিশু হোসেন উপজেলার চাঁদপুর ইউনিয়নের পশ্চিম শশীগঞ্জ গ্রামের আব্দুল হালিম মাঝির ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা ১টার দিকে হোসেনের মা তাকে নিয়ে পাশের পুকুরে গোসল করতে গেলে হঠাৎ শিশুটি পানিতে ডুবে যায়।

স্থানীয় বাসিন্দারা বেলা ৩টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস বেলা সাড়ে ৩টায় ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতার পাশাপাশি বরিশালে তাদের একটি ডুবুরি দলকে খবর দেয়।

বরিশাল থেকে রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রাত প্রায় ৯টায় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

খবরের সত্যতা নিশ্চিত করে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মোখলেছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মঙ্গলবার বেলা ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চেষ্টার পাশাপাশি বরিশাল ডুবুরি দলকে খবর দেই। রাত সাড়ে ৮টার দিকে পুকুরে অভিযান চালিয়ে আধা ঘণ্টা পর রাত ৯টার দিকে শিশুর লাশ উদ্ধার করে তার চাচা আব্দুর রহমান ভুট্টুর কাছে হস্তান্তর করি।’

এর আগে স্থানীয় বাসিন্দারা জাল দিয়ে বিভিন্নভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। তিনি আরও বলেন, ওই সময় শিশুর বাবা ও মা দুজনেই বেহুঁশ ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

কুমিল্লা-৪: শত চেষ্টার পরও ঋণখেলাপির জালেই আটকে গেলেন বিএনপির মঞ্জুরুল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত