ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ প্রায় ১৪ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। এই ১৪ বছরে বিএনপির ওপর কোনো জুলুম-নির্যাতন করা হয়নি। কিন্তু বিএনপি যখনই সুযোগ পেয়েছে ঠিক তখনই আওয়ামী লীগের ওপর অত্যাচার-নির্যাতন ও জুলুম করেছে।’
আজ সোমবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। সদর উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
তোফায়েল আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করে না। আর ভবিষ্যতেও করবে না। আওয়ামী লীগ কোনো নেতার দল নয়, আওয়ামী লীগ হচ্ছে কর্মীর দল। তাই আপনারা প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলুন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন। তা আজ বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে দৃশ্যমান।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন—জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রমুখ।

দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে বিল্লালকে আজ আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। এরপর তাঁকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তি দিতে রাজি হননি। হত্যাকাণ্ডের দায় না নেওয়ায় ফের এই আসামিকে...
৭ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
১৮ মিনিট আগে