বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ে (ল কলেজ) ঢুকে শিক্ষক ও ছাত্রদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় ছাত্রলীগ কর্মীসহ তিনজনের নাম এবং অজ্ঞাতনামা ৪৫ জনকে আসামি করা হয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানায় গতকাল বুধবার রাতে এ মামলাটি দায়ের করেন কলেজ অধ্যক্ষ মোস্তফা জামাল খোকন। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক।
ওসি বলেন, বরিশাল ল কলেজের অধ্যক্ষ মোস্তফা জামাল খোকন বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রলীগ কর্মী আরিফুর রহমান অপু, আজিমসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৪৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর হাসপাতাল রোডে ল কলেজ ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটে। তখন ছাত্রলীগ নেতা আরিফ হোসেন অপুর নেতৃত্বে ছাত্রদল নেতা আজিমসহ একদল যুবক কলেজে প্রবেশ করে গভর্নিং বডির সভাপতি, অধ্যক্ষ, অধ্যাপকসহ ছয়জনকে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
৮ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১২ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৫ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপহৃত কর্মচারী আব্দুর রহমানকে (৪৫) উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. রাকিব হাসান আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
২২ মিনিট আগে