নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে থানার ভারপ্রপ্ত কর্মকর্তার (ওসি) নাম করে বিধান মৃধা নামের এক দোকানির কাছ থেকে দশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মো. মনির হোসেন নামের এক সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে। মনির হোসেন উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামের বাসিন্দা। ওই ভুক্তভোগী একই ইউনিয়নের জুলুহার গ্রামের বাসিন্দা।
ওসিকে টাকা দেওয়ার কথা বলে দোকানি বিধান মৃধার কাছ থেকে মনির হোসেনের ঘুষ নেওয়ার একটি অডিও কলরেকর্ড আজকের পত্রিকার হাতে এসেছে। ওই ভুক্তভোগী বিধান মৃধা মোবাইল ফোনেও সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেছেন।
অভিযোগে বিধান মৃধা বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে একটি বিষয় নিয়ে আমার বিরোধ চলতেছিল। বিষয়টি নিয়ে ভাই নেছারাবাদ থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে থানা থেকে আমাকে ডাকা হয়েছিল। পরে থানা–পুলিশের হস্তক্ষেপ এড়াতে সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেনের কাছে গিয়েছিলাম। তিনি আমার সমস্যার কথা শুনে থানার ওসির নামে দশ হাজার টাকা দাবি করেন। আমি ঝামেলা এড়াতে তাঁকে দশ হাজার টাকা দেই। তবে তাঁকে টাকা দিয়েও আমার কোনো লাভ হয়নি। আমার মনে হয়, ওসি ওই টাকার ব্যাপারে কিছু জানেন না।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেনকে একাধিকবার ফোন দিলেও তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমীন বলেন, ‘বিষয়টি অবশ্যই গুরুত্বসহকারে দেখা হবে। তা ছাড়া বিধান মৃধার ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে। ইচ্ছে করে তার ছেলে গুজব ছড়াতে পারে।’

পিরোজপুরের নেছারাবাদে থানার ভারপ্রপ্ত কর্মকর্তার (ওসি) নাম করে বিধান মৃধা নামের এক দোকানির কাছ থেকে দশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মো. মনির হোসেন নামের এক সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে। মনির হোসেন উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামের বাসিন্দা। ওই ভুক্তভোগী একই ইউনিয়নের জুলুহার গ্রামের বাসিন্দা।
ওসিকে টাকা দেওয়ার কথা বলে দোকানি বিধান মৃধার কাছ থেকে মনির হোসেনের ঘুষ নেওয়ার একটি অডিও কলরেকর্ড আজকের পত্রিকার হাতে এসেছে। ওই ভুক্তভোগী বিধান মৃধা মোবাইল ফোনেও সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেছেন।
অভিযোগে বিধান মৃধা বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে একটি বিষয় নিয়ে আমার বিরোধ চলতেছিল। বিষয়টি নিয়ে ভাই নেছারাবাদ থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে থানা থেকে আমাকে ডাকা হয়েছিল। পরে থানা–পুলিশের হস্তক্ষেপ এড়াতে সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেনের কাছে গিয়েছিলাম। তিনি আমার সমস্যার কথা শুনে থানার ওসির নামে দশ হাজার টাকা দাবি করেন। আমি ঝামেলা এড়াতে তাঁকে দশ হাজার টাকা দেই। তবে তাঁকে টাকা দিয়েও আমার কোনো লাভ হয়নি। আমার মনে হয়, ওসি ওই টাকার ব্যাপারে কিছু জানেন না।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেনকে একাধিকবার ফোন দিলেও তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমীন বলেন, ‘বিষয়টি অবশ্যই গুরুত্বসহকারে দেখা হবে। তা ছাড়া বিধান মৃধার ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে। ইচ্ছে করে তার ছেলে গুজব ছড়াতে পারে।’

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
৭ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিকসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির পেছনের দরজা ছিটকে গিয়ে পেছনে থাকা একটি অটোরিকশার চালকসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
১২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
২৪ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
২৫ মিনিট আগে