
বরগুনার আমতলী পৌরসভার বর্তমান মেয়র ও ৯ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে মোবাইল ফোন প্রতীকের মেয়র পদপ্রার্থী মো. মতিয়ার রহমানের ওপর হামলা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার মধ্যরাতে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের পূজামণ্ডপের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
মেয়র মতিয়ার রহমানের অভিযোগ, ‘ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের মা অসুস্থ। তাই গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে আমি তাঁকে দেখতে গিয়েছিলাম। তাঁকে দেখে ফেরার পথে হেঁটে রামকৃষ্ণ মন্দিরের সামনে এলে হ্যাঙ্গার প্রতীকের সমর্থক নয়ন মৃধা ও সোহেল গাজীর নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলার চেষ্টা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় দৌড়ে মন্দিরের ভেতরে গিয়ে আশ্রয় নিই। পরে খবর দিলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’
মতিয়ার রহমানের দাবি, ‘প্রতিদ্বন্দ্বী মেয়র পদপ্রার্থী নাজমুল আহসান নান্নুর নির্দেশে আমার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় মিজান, সোহাগ বিশ্বাস, সাইদুল, রনি, তারেক, ডালিমসহ অন্তত ১০ জন আহত হয়েছে।’
এই মেয়র প্রার্থী বলেন, ‘বহিরাগত কিছু সন্ত্রাসী পৌর শহরে ঢুকেছে। তারা পরিকল্পিতভাবে আমার ওপর হামলার চেষ্টা করেছিল। এই বহিরাগতদের কারণে নির্বাচনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’ তাদের ব্যাপারে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান মতিয়ার রহমান।
এ বিষয়ে জানতে হ্যাঙ্গার প্রতীকের প্রার্থী নাজমুল আহসান নান্নুর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে হামলার বিষয়টি অস্বীকার করে তাঁর সমর্থক আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম ওসমানি হাসান বলেন, ‘রাতের আঁধারে ভোটারদের টাকা দিতে ওই এলাকায় গিয়েছিলেন মতিয়ার রহমান। এলাকাবাসী তাঁকে প্রতিরোধ করেছে। এর সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মেয়র মতিয়ার রহমানকে উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে