পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

শেষতক হাসপাতালের বিছানায় প্রাণ গেল ছোট্ট ফারজানার (৮)। গতকাল সোমবার রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যায় সে। এর আগে দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে খেলার সময় তার শরীরে আগুন ধরে যায়।
ফারজানা বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ওই এলাকার ফারুক খানের মেয়ে। ফারজানার মা চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করেন। অসুস্থ বাবার সঙ্গে দাদার বাড়িতে থেকে সে লেখাপড়া করত।
ফারজানার বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের পুরোনো ভবনের এক কোনায় কে বা কারা ময়লা পোড়ানোর জন্য আবর্জনার স্তূপে আগুন দেয়। খেলার সময় ফারজানা আগুনের কাছে গেলে তার পোশাকে আগুন ধরে যায়। স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ফয়সাল দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পুকুরে ঝাঁপ দেন। পরে দগ্ধ ফারজানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শিক্ষকেরা।
শিক্ষকেরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে ফারজানাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১টার দিকে মারা যায় সে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, ‘ফারজানাদের শিফটের ছুটি হয়েছে বেলা সাড়ে ১১টার দিকে। তবে সে বাড়িতে না গিয়ে স্কুলের মাঠে খেলছিল। দ্বিতীয় শিফট দুপুর ১২টায় শুরু হলে আমরা ক্লাসে ঢুকে যাই। কিছুক্ষণ পর চিৎকার শুনে শ্রেণিকক্ষ থেকে বাইরে এসে দেখি ফারজানার গায়ে আগুন জ্বলছে। স্বাস্থ্যকর্মী ফয়সাল আগুন নেভানোর জন্য তাকে উদ্ধার করে পুকুরে ঝাঁপ দেন।’
চিকিৎসকের বরাত দিয়ে পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা টি এম শাহ্ আলম জানান, উন্নত চিকিৎসার জন্য ফারজানাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।

শেষতক হাসপাতালের বিছানায় প্রাণ গেল ছোট্ট ফারজানার (৮)। গতকাল সোমবার রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যায় সে। এর আগে দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে খেলার সময় তার শরীরে আগুন ধরে যায়।
ফারজানা বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ওই এলাকার ফারুক খানের মেয়ে। ফারজানার মা চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করেন। অসুস্থ বাবার সঙ্গে দাদার বাড়িতে থেকে সে লেখাপড়া করত।
ফারজানার বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের পুরোনো ভবনের এক কোনায় কে বা কারা ময়লা পোড়ানোর জন্য আবর্জনার স্তূপে আগুন দেয়। খেলার সময় ফারজানা আগুনের কাছে গেলে তার পোশাকে আগুন ধরে যায়। স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ফয়সাল দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পুকুরে ঝাঁপ দেন। পরে দগ্ধ ফারজানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শিক্ষকেরা।
শিক্ষকেরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে ফারজানাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১টার দিকে মারা যায় সে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, ‘ফারজানাদের শিফটের ছুটি হয়েছে বেলা সাড়ে ১১টার দিকে। তবে সে বাড়িতে না গিয়ে স্কুলের মাঠে খেলছিল। দ্বিতীয় শিফট দুপুর ১২টায় শুরু হলে আমরা ক্লাসে ঢুকে যাই। কিছুক্ষণ পর চিৎকার শুনে শ্রেণিকক্ষ থেকে বাইরে এসে দেখি ফারজানার গায়ে আগুন জ্বলছে। স্বাস্থ্যকর্মী ফয়সাল আগুন নেভানোর জন্য তাকে উদ্ধার করে পুকুরে ঝাঁপ দেন।’
চিকিৎসকের বরাত দিয়ে পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা টি এম শাহ্ আলম জানান, উন্নত চিকিৎসার জন্য ফারজানাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।

ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১১ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
১৪ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
৩১ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে