Ajker Patrika

মির্জাগঞ্জে সাপের ছোবলে নারীর মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
মির্জাগঞ্জে সাপের ছোবলে নারীর মৃত্যু

পটুয়াখালীর মির্জাগঞ্জে সাপের ছোবলে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ছৈলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত ওই নারীর নাম মাহিনুর বেগম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানান, শনিবার বিকেলে মাহিনুর বেগমের নিজের ঘরের খাটের নিচে বিষধর সাপ ছোবল দেয়। পরে তাঁকে বাড়ির লোকজন উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সন্ধ্যায় বাড়ি নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পর তিনি আবার অসুস্থ বোধ করলে পুনরায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত। 

নিহতের ছেলে মো. ইদ্রিস হোসেন বলেন, ‘ওইদিন বিকেলে আমার মায়ের পায়ে খাটের নিচ থেকে বিষাক্ত সাপ ছোবল দেয়। প্রথমে আমরা বুঝতে পারিনি যে সাপে ছোবল দিয়েছে। পরে তিনি অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তাকে বাঁচাতে পারলাম না।’ 

মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক মো. শামসুল ইসলাম সোহেল বলেন, ‘রোগীর স্বজনেরা প্রথমে নিশ্চিত করে বলতে পারেননি যে তাকে সাপ ছোবল দিয়েছে। তাই সাপে কাটা রোগীর টিকা অ্যান্টিভেনম ইনজেকশন পুশ করা হয়নি। সাধারণ চিকিৎসা দেওয়া হয়েছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত