নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দখল-বাণিজ্যের অভিযোগ ওঠে বরিশাল মহানগর বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। দুটি বাস টার্মিনাল, মাছের মোকাম, বিআরটিসি বাস কাউন্টার দখল করতে গিয়ে নিজেদের মধ্যে বিরোধেও জড়ান তাঁরা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘ছায়া তদন্তে’ নেমেছে দলটির কেন্দ্র। এ কারণে নগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদনও ঝুলে গেছে। দলটির দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।
দুর্গাপূজায় বরিশাল মহানগরের মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ৫ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স সেখানে গিয়ে প্রস্তুতিসভা করেন। এ সময় তিনি বরিশাল নগরসহ হিজলা ও মেহেন্দীগঞ্জের বিভিন্ন বিষয়ে তদন্ত করেছেন বলে জানা গেছে; বিশেষ করে দুটি বাস টার্মিনাল দখলসহ বিভিন্ন ঘটনা খতিয়ে দেখেন।
বিএনপির সাংগঠনিক দায়িত্বে থাকা এক নেতা আবার পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র দখলের বিষয়ে তদন্ত করছেন। মৎস্য অবতরণ কেন্দ্রে সম্প্রতি জিয়াউর রহমানের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে জেলা (দক্ষিণ) বিএনপি ক্ষোভ প্রকাশ করে বিবৃতিও দিয়েছে।
তদন্তের বিষয়ে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, ‘মজিবর রহমান সরোয়ারের অনুসারী বাবলা নথুল্লাবাদ বিআরটিসি বাস কাউন্টার দখলের চেষ্টা করেছেন। পোর্ট রোড মৎস্য মোকাম কারা দখল করছে, তা জানা নেই।’
সম্প্রতি বরিশালে দখলের ঘটনাগুলো নিয়ে বিএনপি ছায়া তদন্ত করছে কি না, এ প্রসঙ্গে নাসরিন বলেন, ‘তদন্তের বিষয়ে কিছু জানা নেই। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভাই অনেক আগে এসেছিলেন। কেন এসেছিলেন, তা তিনিই বলতে পারবেন।’
এদিকে মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি করার জন্য দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ সেপ্টেম্বর জুম মিটিং করে দুই দিনের সময় বেঁধে দেন। পরদিন ৪২ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেয় নগর বিএনপি। কিন্তু এ কমিটি নিয়ে পদবঞ্চিত একাধিক নেতা অভিযোগ তোলেন।
তাঁদের অভিযোগ, এ কমিটিতে যেমন মাদক পাচারকারী রয়েছেন, তেমনি জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদ-বাণিজ্যও করা হয়েছে। এ বিষয়েও ছায়া তদন্ত চলছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘শুনছি, বিএনপির কেন্দ্র থেকে বরিশালের নানা বিষয়ে তদন্ত চলছে। তদন্ত তো চলতেই পারে।’ তিনি বলেন, ‘আহ্বায়ক কমিটি এখনো পূর্ণাঙ্গ হয়নি। পূজার ছুটি গেল, হয়তো সে জন্য দেরি হচ্ছে। তবে শিগগির আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ হবে।’
সার্বিক বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দখল-বাণিজ্যের অভিযোগ ওঠে বরিশাল মহানগর বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। দুটি বাস টার্মিনাল, মাছের মোকাম, বিআরটিসি বাস কাউন্টার দখল করতে গিয়ে নিজেদের মধ্যে বিরোধেও জড়ান তাঁরা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘ছায়া তদন্তে’ নেমেছে দলটির কেন্দ্র। এ কারণে নগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদনও ঝুলে গেছে। দলটির দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।
দুর্গাপূজায় বরিশাল মহানগরের মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ৫ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স সেখানে গিয়ে প্রস্তুতিসভা করেন। এ সময় তিনি বরিশাল নগরসহ হিজলা ও মেহেন্দীগঞ্জের বিভিন্ন বিষয়ে তদন্ত করেছেন বলে জানা গেছে; বিশেষ করে দুটি বাস টার্মিনাল দখলসহ বিভিন্ন ঘটনা খতিয়ে দেখেন।
বিএনপির সাংগঠনিক দায়িত্বে থাকা এক নেতা আবার পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র দখলের বিষয়ে তদন্ত করছেন। মৎস্য অবতরণ কেন্দ্রে সম্প্রতি জিয়াউর রহমানের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে জেলা (দক্ষিণ) বিএনপি ক্ষোভ প্রকাশ করে বিবৃতিও দিয়েছে।
তদন্তের বিষয়ে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, ‘মজিবর রহমান সরোয়ারের অনুসারী বাবলা নথুল্লাবাদ বিআরটিসি বাস কাউন্টার দখলের চেষ্টা করেছেন। পোর্ট রোড মৎস্য মোকাম কারা দখল করছে, তা জানা নেই।’
সম্প্রতি বরিশালে দখলের ঘটনাগুলো নিয়ে বিএনপি ছায়া তদন্ত করছে কি না, এ প্রসঙ্গে নাসরিন বলেন, ‘তদন্তের বিষয়ে কিছু জানা নেই। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভাই অনেক আগে এসেছিলেন। কেন এসেছিলেন, তা তিনিই বলতে পারবেন।’
এদিকে মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি করার জন্য দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ সেপ্টেম্বর জুম মিটিং করে দুই দিনের সময় বেঁধে দেন। পরদিন ৪২ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেয় নগর বিএনপি। কিন্তু এ কমিটি নিয়ে পদবঞ্চিত একাধিক নেতা অভিযোগ তোলেন।
তাঁদের অভিযোগ, এ কমিটিতে যেমন মাদক পাচারকারী রয়েছেন, তেমনি জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদ-বাণিজ্যও করা হয়েছে। এ বিষয়েও ছায়া তদন্ত চলছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘শুনছি, বিএনপির কেন্দ্র থেকে বরিশালের নানা বিষয়ে তদন্ত চলছে। তদন্ত তো চলতেই পারে।’ তিনি বলেন, ‘আহ্বায়ক কমিটি এখনো পূর্ণাঙ্গ হয়নি। পূজার ছুটি গেল, হয়তো সে জন্য দেরি হচ্ছে। তবে শিগগির আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ হবে।’
সার্বিক বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
২ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৩ ঘণ্টা আগে