পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় এক স্কুলছাত্রীকে (১৩) লাইব্রেরিতে আটকে ধর্ষণ ও ভিডিও ধারণ করায় সে ‘আত্মহত্যা’ করে। এ ঘটনায় বরগুনা নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মামলার পরপরই ময়নাতদন্তের রিপোর্ট ‘ভালোমতো’ করে দেওয়ার কথা বলে এক ব্যক্তি টাকা দাবি করেছেন।
আজ শনিবার বেলা ২টার দিকে স্কুলছাত্রীর বাবা মোস্তফার মোবাইল ফোনে ঢাকা মহাখালী রাসায়নিক পরীক্ষাগারের দিলীপ কুমার সাহা পরিচয় দিয়ে টাকা দাবি করেন।
এর আগে, গত ২৭ জুন সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চরদুয়ানী বাজারের মিনা লাইব্রেরি অ্যান্ড কসমেটিকসের দোকানে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ২৮ জুন ওই ছাত্রী আত্মহত্যা করলে ৩ জুলাই তাঁর মা লিলি বেগম বাদী হয়ে বরগুনা নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
স্কুলছাত্রী চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং কাঁঠালতলী ইউনিয়নে উত্তর কাঁঠালতলী এলাকার মোস্তফা মিয়ার মেয়ে।
স্কুলছাত্রীর বাবা গোলাম মোস্তফা জানান, আজ শনিবার বেলা ২টার দিকে মহাখালী রাসায়নিক পরীক্ষাগারের দিলীপ কুমার সাহা পরিচয় দিয়ে এক ব্যক্তি একটি মোবাইল নম্বর থেকে কল দিয়ে ১২ হাজার টাকা দাবি করেন। এর বিনিময়ে তিনি তাঁর মেয়ের ময়নাতদন্তে ধর্ষণের ভালো করে প্রতিবেদন দেবেন। যাতে করে তিনি মামলা করলে ভালো ফলাফল পাবেন।
স্কুলছাত্রীর বাবা গোলাম মোস্তফার কাছে টাকা দাবি করা নম্বরে (০১৯১৫২৩২০৮৮) একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, বরগুনার নারী ও শিশু ট্রাইব্যুনালে রুজুকৃত মামলার আদেশ এখনো থানায় পৌঁছায়নি। আদালতের আদেশ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাউকে টাকা দিতে হবে না। এমন কোনো প্রতারক যদি ফোন করে, তবে যেন তাঁরা এড়িয়ে যান।’
এদিকে আগামী রোববার (৭ জুলাই) সকাল ১০টার সময় পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় উপযুক্ত বিচার দাবি করে মানববন্ধনের আয়োজন করেছেন মহিলা পরিষদ, মাধ্যমিক শিক্ষক সমিতি, বিভিন্ন এনজিও, সাংবাদিক এবং সচেতন মহল।

বরগুনার পাথরঘাটায় এক স্কুলছাত্রীকে (১৩) লাইব্রেরিতে আটকে ধর্ষণ ও ভিডিও ধারণ করায় সে ‘আত্মহত্যা’ করে। এ ঘটনায় বরগুনা নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মামলার পরপরই ময়নাতদন্তের রিপোর্ট ‘ভালোমতো’ করে দেওয়ার কথা বলে এক ব্যক্তি টাকা দাবি করেছেন।
আজ শনিবার বেলা ২টার দিকে স্কুলছাত্রীর বাবা মোস্তফার মোবাইল ফোনে ঢাকা মহাখালী রাসায়নিক পরীক্ষাগারের দিলীপ কুমার সাহা পরিচয় দিয়ে টাকা দাবি করেন।
এর আগে, গত ২৭ জুন সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চরদুয়ানী বাজারের মিনা লাইব্রেরি অ্যান্ড কসমেটিকসের দোকানে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ২৮ জুন ওই ছাত্রী আত্মহত্যা করলে ৩ জুলাই তাঁর মা লিলি বেগম বাদী হয়ে বরগুনা নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
স্কুলছাত্রী চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং কাঁঠালতলী ইউনিয়নে উত্তর কাঁঠালতলী এলাকার মোস্তফা মিয়ার মেয়ে।
স্কুলছাত্রীর বাবা গোলাম মোস্তফা জানান, আজ শনিবার বেলা ২টার দিকে মহাখালী রাসায়নিক পরীক্ষাগারের দিলীপ কুমার সাহা পরিচয় দিয়ে এক ব্যক্তি একটি মোবাইল নম্বর থেকে কল দিয়ে ১২ হাজার টাকা দাবি করেন। এর বিনিময়ে তিনি তাঁর মেয়ের ময়নাতদন্তে ধর্ষণের ভালো করে প্রতিবেদন দেবেন। যাতে করে তিনি মামলা করলে ভালো ফলাফল পাবেন।
স্কুলছাত্রীর বাবা গোলাম মোস্তফার কাছে টাকা দাবি করা নম্বরে (০১৯১৫২৩২০৮৮) একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, বরগুনার নারী ও শিশু ট্রাইব্যুনালে রুজুকৃত মামলার আদেশ এখনো থানায় পৌঁছায়নি। আদালতের আদেশ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাউকে টাকা দিতে হবে না। এমন কোনো প্রতারক যদি ফোন করে, তবে যেন তাঁরা এড়িয়ে যান।’
এদিকে আগামী রোববার (৭ জুলাই) সকাল ১০টার সময় পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় উপযুক্ত বিচার দাবি করে মানববন্ধনের আয়োজন করেছেন মহিলা পরিষদ, মাধ্যমিক শিক্ষক সমিতি, বিভিন্ন এনজিও, সাংবাদিক এবং সচেতন মহল।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে