প্রতিনিধি, বরিশাল

করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের তৃতীয় দিনে অর্থাৎ আজ শনিবার থেকে হঠাৎ করে বরিশাল নগরীর সকল হোটেল-রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের নেওয়া এ সিদ্ধান্তের কারণে দুর্ভোগে পড়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন ২ হাজারের বেশি রোগী ও তাঁদের সঙ্গে থাকা স্বজনরা। পরে খাবার না পেয়ে কয়েক হাজার স্বজনের হা-হুতাশ দেখে ৯টি হোটেল মালিক ৬ মণ চাল-ডালের খিচুড়ি রান্না করে বিনা মূল্যে বিতরণ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের প্রধান এ চিকিৎসাকেন্দ্রে প্রতিদিন ২ হাজারের বেশি রোগী ভর্তি থাকেন। প্রতি রোগীর সঙ্গে গড়ে ৩ জন স্বজনও থাকেন। সে হিসেবে প্রতিদিন শেবাচিমকে প্রায় ৬ হাজার লোক রাত্রি যাপন করেন। হাসপাতাল থেকে শুধুমাত্র রোগীদের খাবার দেওয়া হলেও তা মানসম্পন্ন না হওয়ায় বেশির ভাগ রোগী তা খায় না। তাই তাঁরা হাসপাতাল এলাকার বিভিন্ন হোটেল থেকে তিনবেলা খাবার কিনে খায়। গতকাল শুক্রবার রাতে প্রশাসন হোটেলগুলো বন্ধ করে দেওয়ায় আজ সকালে থেকে খাবার সংকটে পড়েন চিকিৎসাধীন রোগী ও স্বজনরা।
শেবাচিম হাসপাতাল সংলগ্ন বান্দরোডে 'নন্দিনী' হোটেলের মালিক পবিত্র দেবনাথ বলেন, শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের বেশির ভাগই তিনবেলা খাবার চাহিদা মেটায় হাসপাতাল সংলগ্ন বাঁধ রোডে অবস্থিত ৯টি খাবার হোটেল। কিন্তু গতকাল রাতে পুলিশ সদস্যরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটেলগুলো বন্ধ রাখার নির্দেশ দেন। ফলে আজ থেকে হাসপাতাল এলাকার সবগুলো খাবার হোটেল বন্ধ রয়েছে।
পবিত্র দেবনাথ আরও বলেন, আজ সকালে হোটেল বন্ধ দেখে খাবার নিতে রোগীর স্বজনদের মধ্যে হাহাকার শুরু হয়। গোটা নগরীর হোটেল বন্ধ থাকায় তাঁরা বিপাকে পড়েন। খাবারের জন্য হইচই শুরু করে দেন। ঝুপড়ি চায়ের দোকানের রুটি-কলাও মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। স্বজনদের এমন দুর্দশা দেখে ৯টি হোটেল মালিক একত্রিত হয়ে ৬ মণ চাল-ডাল দিয়ে ৮টি হাঁড়িতে খিচুড়ি রান্না করে বিনা মূল্যে বিতরণ করেন। পরে রোগীদের স্বজনরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সকালের খাবার জোগাড় করেন। কিন্তু দুপুর থেকে পরবর্তী বেলার খাবারের অনিশ্চয়তা রয়েছেন তাঁরা।
শেবাচিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন বরগুনার আয়লা গ্রামের বাবুল হাওলাদার বলেন, আমি হোটেল থেকে প্রতিদিন খাবার কিনে খাই। কিন্তু আজ সকাল থেকে খাবার কিনতে না পেরে আমার মেয়েকে লাইন দাঁড়িয়ে খিচুড়ি সংগ্রহ করতে হয়। পরবর্তীতে আমরা কীভাবে খাবারের চাহিদা পূরণ করব সে বিষয়ে খুব চিন্তাই রয়েছি।
এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুর রাজ্জাক বলেন, প্রশাসন হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। জেলা প্রশাসক, মেয়র, বিভাগীয় কমিশনাররা এটি দেখছেন। আমাদের হাতে এ ক্ষেত্রে কিছুই করার নেই।

করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের তৃতীয় দিনে অর্থাৎ আজ শনিবার থেকে হঠাৎ করে বরিশাল নগরীর সকল হোটেল-রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের নেওয়া এ সিদ্ধান্তের কারণে দুর্ভোগে পড়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন ২ হাজারের বেশি রোগী ও তাঁদের সঙ্গে থাকা স্বজনরা। পরে খাবার না পেয়ে কয়েক হাজার স্বজনের হা-হুতাশ দেখে ৯টি হোটেল মালিক ৬ মণ চাল-ডালের খিচুড়ি রান্না করে বিনা মূল্যে বিতরণ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের প্রধান এ চিকিৎসাকেন্দ্রে প্রতিদিন ২ হাজারের বেশি রোগী ভর্তি থাকেন। প্রতি রোগীর সঙ্গে গড়ে ৩ জন স্বজনও থাকেন। সে হিসেবে প্রতিদিন শেবাচিমকে প্রায় ৬ হাজার লোক রাত্রি যাপন করেন। হাসপাতাল থেকে শুধুমাত্র রোগীদের খাবার দেওয়া হলেও তা মানসম্পন্ন না হওয়ায় বেশির ভাগ রোগী তা খায় না। তাই তাঁরা হাসপাতাল এলাকার বিভিন্ন হোটেল থেকে তিনবেলা খাবার কিনে খায়। গতকাল শুক্রবার রাতে প্রশাসন হোটেলগুলো বন্ধ করে দেওয়ায় আজ সকালে থেকে খাবার সংকটে পড়েন চিকিৎসাধীন রোগী ও স্বজনরা।
শেবাচিম হাসপাতাল সংলগ্ন বান্দরোডে 'নন্দিনী' হোটেলের মালিক পবিত্র দেবনাথ বলেন, শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের বেশির ভাগই তিনবেলা খাবার চাহিদা মেটায় হাসপাতাল সংলগ্ন বাঁধ রোডে অবস্থিত ৯টি খাবার হোটেল। কিন্তু গতকাল রাতে পুলিশ সদস্যরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটেলগুলো বন্ধ রাখার নির্দেশ দেন। ফলে আজ থেকে হাসপাতাল এলাকার সবগুলো খাবার হোটেল বন্ধ রয়েছে।
পবিত্র দেবনাথ আরও বলেন, আজ সকালে হোটেল বন্ধ দেখে খাবার নিতে রোগীর স্বজনদের মধ্যে হাহাকার শুরু হয়। গোটা নগরীর হোটেল বন্ধ থাকায় তাঁরা বিপাকে পড়েন। খাবারের জন্য হইচই শুরু করে দেন। ঝুপড়ি চায়ের দোকানের রুটি-কলাও মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। স্বজনদের এমন দুর্দশা দেখে ৯টি হোটেল মালিক একত্রিত হয়ে ৬ মণ চাল-ডাল দিয়ে ৮টি হাঁড়িতে খিচুড়ি রান্না করে বিনা মূল্যে বিতরণ করেন। পরে রোগীদের স্বজনরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সকালের খাবার জোগাড় করেন। কিন্তু দুপুর থেকে পরবর্তী বেলার খাবারের অনিশ্চয়তা রয়েছেন তাঁরা।
শেবাচিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন বরগুনার আয়লা গ্রামের বাবুল হাওলাদার বলেন, আমি হোটেল থেকে প্রতিদিন খাবার কিনে খাই। কিন্তু আজ সকাল থেকে খাবার কিনতে না পেরে আমার মেয়েকে লাইন দাঁড়িয়ে খিচুড়ি সংগ্রহ করতে হয়। পরবর্তীতে আমরা কীভাবে খাবারের চাহিদা পূরণ করব সে বিষয়ে খুব চিন্তাই রয়েছি।
এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুর রাজ্জাক বলেন, প্রশাসন হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। জেলা প্রশাসক, মেয়র, বিভাগীয় কমিশনাররা এটি দেখছেন। আমাদের হাতে এ ক্ষেত্রে কিছুই করার নেই।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে