পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ উঠেছে। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ উদ্দিন দুলাল (হাতপাখা) ইউনিয়নের বিভিন্ন স্থানে মাহফিলের নামে নির্বাচনী সভা করে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। এ সময় ধর্মের দোহাই দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছেন। কোথাও কোথাও জিহাদের ঘোষণাও দিচ্ছেন এবং হাতপাখায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে বলা হচ্ছে। যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী হেমায়েত উদ্দীন হিরণ বলেন, ‘আমার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেজবাহ উদ্দীন দুলাল বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। তাঁরা বলছেন, হাতপাখায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। এ ছাড়া হাতপাখায় ভোট দেওয়ার মাধ্যমে জিহাদের সওয়াব পাওয়া যাবে বলেও তাঁরা প্রচার চালাচ্ছেন। এর প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছি।’
এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ উদ্দীন দুলাল বলেন, ‘এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এসব অভিযোগের কেউ প্রমাণ দিতে পারলে আমি নিজেই প্রার্থিতা থেকে সরে দাঁড়াব। এসব গুজব, গুজবে কান দেবেন না।’
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ‘অভিযোগ পেয়েছি এবং অভিযোগের সত্যতা যাচাই করতে থানা-পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ উঠেছে। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ উদ্দিন দুলাল (হাতপাখা) ইউনিয়নের বিভিন্ন স্থানে মাহফিলের নামে নির্বাচনী সভা করে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। এ সময় ধর্মের দোহাই দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছেন। কোথাও কোথাও জিহাদের ঘোষণাও দিচ্ছেন এবং হাতপাখায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে বলা হচ্ছে। যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী হেমায়েত উদ্দীন হিরণ বলেন, ‘আমার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেজবাহ উদ্দীন দুলাল বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। তাঁরা বলছেন, হাতপাখায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। এ ছাড়া হাতপাখায় ভোট দেওয়ার মাধ্যমে জিহাদের সওয়াব পাওয়া যাবে বলেও তাঁরা প্রচার চালাচ্ছেন। এর প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছি।’
এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ উদ্দীন দুলাল বলেন, ‘এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এসব অভিযোগের কেউ প্রমাণ দিতে পারলে আমি নিজেই প্রার্থিতা থেকে সরে দাঁড়াব। এসব গুজব, গুজবে কান দেবেন না।’
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ‘অভিযোগ পেয়েছি এবং অভিযোগের সত্যতা যাচাই করতে থানা-পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।
৭ মিনিট আগে
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় শুটার জিনাত এবং হত্যার পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক অপর একজন তাঁদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়ার অভিযোগে আকাশ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাতে শ্রীপুর উপজেলার মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকা থেকে তাঁকে
৩১ মিনিট আগে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
১ ঘণ্টা আগে