নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের হর্ন বাজানোকে কেন্দ্র করে বাসচালককে মারধরের ঘটনা ঘটেছে। এর জেরে দুই দফা সংঘর্ষের পর কেন্দ্রীয় টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সে সময় বাস মালিক সমিতির একটি পক্ষের শ্রমিকেরা সড়কে বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন এবং বিক্ষোভ করেন। এতে তিন ঘণ্টার মতো টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকে। বর্তমানে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে আজ সন্ধ্যার পর দ্বিতীয় দফায় টার্মিনাল এলাকায় শ্রমিকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিক্ষুব্ধ বাস শ্রমিকেরা টেম্পোতে যাত্রী পরিবহন বন্ধ করতে গেলে টেম্পো শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় অর্ধশতাধিক টেম্পো ভাঙচুর করেন বাস শ্রমিকেরা।
টার্মিনাল এলাকায় প্রায় আধা কিলোমিটারজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দক্ষিণাঞ্চলের সঙ্গে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বাস টার্মিনাল নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
বাস শ্রমিক ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে মাদারীপুরগামী একটি বাস হর্ন বাজাচ্ছিল। এ সময় বাস মালিক সমিতির কর্মচারী বাবাই এসে চালককে বাসটি সরাতে বলেন, কিন্তু তা না শোনায় বাবাই ওই চালককে মারধর করেন। ওই ঘটনায় দুই শ্রমিক সৌরভ ও সাকিল ভিডিও করতে গেলে তাঁদেরও আটকে মারধর করে বাবাইয়ের লোকজন।
এ খবর ছড়িয়ে পড়লে দুই শ্রমিককে উদ্ধারের দাবিতে শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভ মিছিল করে টার্মিনালের ভেতর ও বাইরে। পরে শতাধিক শ্রমিক টার্মিনালের বাইরে থাকা মেয়র খোকনের ব্যানার এবং বাস মালিক সমিতির সভাপতি অসীম দেওয়ানের ছবি ছিঁড়ে ফেলেন। একপর্যায়ে টার্মিনালের ভেতর আসবাব এবং মালিক সমিতির কার্যালয় ভাঙচুরের চেষ্টা চালান শ্রমিকেরা। এ সময় প্রতিপক্ষ শ্রমিক নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা বাস টার্মিনালে উপস্থিত ছিলেন।
শ্রমিকেরা অভিযোগ করেছেন, সদ্য গঠিত শ্রমিক ইউনিয়ন সভাপতি কাজী কবির আহমেদ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি কোনো বাধা দেননি। এতে ক্ষুব্ধ হন সাধারণ শ্রমিকেরা। তাঁরা সংঘবদ্ধ হয়ে সংঘাতে জড়িয়ে পড়েন। শ্রমিকদের মারধর করার অভিযোগে বহিরাগত অজাদ ও সৈয়দ রাব্বী নামে দুই যুবককে আটকে শ্রমিকেরা মারধর করেন। এ সময় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ঢুকে তছনছ করা হয়।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, টার্মিনাল নিয়ন্ত্রণ করছে বাহিরাগতরা। শ্রমিক ইউনিয়নের সভাপতির সামনে একজন চালককে মারধরের সময় তিনি বাধা দেননি। শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই। তাঁরা এর প্রতিবাদ করেছেন মাত্র।
তবে জেলা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি কাজী কবির বলেন, এ ঘটনায় তিনি ও বাবাই জড়িত নন। শ্রমিক নেতা লিটন মোল্লা উপস্থিত হয়ে শ্রমিকদের উত্তেজিত করেছেন। এর নেপথ্যে অন্য কোনো মহলের ইন্ধন রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) মো. ফারুক হোসেন বলেন, শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে একদল শ্রমিক ক্ষুব্ধ ছিলেন। বহিরাগতরা এক চালককে মারধরের ঘটনার জের ধরে ক্ষুব্ধ ব্যক্তিরা শ্রমিক ইউনিয়ন কার্যালয় ও টার্মিনাল এলাকায় ভাঙচুর করেছেন। মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে। তবে বর্তমানে বাস চলাচল বন্ধ আছে।

বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের হর্ন বাজানোকে কেন্দ্র করে বাসচালককে মারধরের ঘটনা ঘটেছে। এর জেরে দুই দফা সংঘর্ষের পর কেন্দ্রীয় টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সে সময় বাস মালিক সমিতির একটি পক্ষের শ্রমিকেরা সড়কে বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন এবং বিক্ষোভ করেন। এতে তিন ঘণ্টার মতো টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকে। বর্তমানে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে আজ সন্ধ্যার পর দ্বিতীয় দফায় টার্মিনাল এলাকায় শ্রমিকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিক্ষুব্ধ বাস শ্রমিকেরা টেম্পোতে যাত্রী পরিবহন বন্ধ করতে গেলে টেম্পো শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় অর্ধশতাধিক টেম্পো ভাঙচুর করেন বাস শ্রমিকেরা।
টার্মিনাল এলাকায় প্রায় আধা কিলোমিটারজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দক্ষিণাঞ্চলের সঙ্গে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বাস টার্মিনাল নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
বাস শ্রমিক ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে মাদারীপুরগামী একটি বাস হর্ন বাজাচ্ছিল। এ সময় বাস মালিক সমিতির কর্মচারী বাবাই এসে চালককে বাসটি সরাতে বলেন, কিন্তু তা না শোনায় বাবাই ওই চালককে মারধর করেন। ওই ঘটনায় দুই শ্রমিক সৌরভ ও সাকিল ভিডিও করতে গেলে তাঁদেরও আটকে মারধর করে বাবাইয়ের লোকজন।
এ খবর ছড়িয়ে পড়লে দুই শ্রমিককে উদ্ধারের দাবিতে শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভ মিছিল করে টার্মিনালের ভেতর ও বাইরে। পরে শতাধিক শ্রমিক টার্মিনালের বাইরে থাকা মেয়র খোকনের ব্যানার এবং বাস মালিক সমিতির সভাপতি অসীম দেওয়ানের ছবি ছিঁড়ে ফেলেন। একপর্যায়ে টার্মিনালের ভেতর আসবাব এবং মালিক সমিতির কার্যালয় ভাঙচুরের চেষ্টা চালান শ্রমিকেরা। এ সময় প্রতিপক্ষ শ্রমিক নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা বাস টার্মিনালে উপস্থিত ছিলেন।
শ্রমিকেরা অভিযোগ করেছেন, সদ্য গঠিত শ্রমিক ইউনিয়ন সভাপতি কাজী কবির আহমেদ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি কোনো বাধা দেননি। এতে ক্ষুব্ধ হন সাধারণ শ্রমিকেরা। তাঁরা সংঘবদ্ধ হয়ে সংঘাতে জড়িয়ে পড়েন। শ্রমিকদের মারধর করার অভিযোগে বহিরাগত অজাদ ও সৈয়দ রাব্বী নামে দুই যুবককে আটকে শ্রমিকেরা মারধর করেন। এ সময় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ঢুকে তছনছ করা হয়।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, টার্মিনাল নিয়ন্ত্রণ করছে বাহিরাগতরা। শ্রমিক ইউনিয়নের সভাপতির সামনে একজন চালককে মারধরের সময় তিনি বাধা দেননি। শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই। তাঁরা এর প্রতিবাদ করেছেন মাত্র।
তবে জেলা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি কাজী কবির বলেন, এ ঘটনায় তিনি ও বাবাই জড়িত নন। শ্রমিক নেতা লিটন মোল্লা উপস্থিত হয়ে শ্রমিকদের উত্তেজিত করেছেন। এর নেপথ্যে অন্য কোনো মহলের ইন্ধন রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) মো. ফারুক হোসেন বলেন, শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে একদল শ্রমিক ক্ষুব্ধ ছিলেন। বহিরাগতরা এক চালককে মারধরের ঘটনার জের ধরে ক্ষুব্ধ ব্যক্তিরা শ্রমিক ইউনিয়ন কার্যালয় ও টার্মিনাল এলাকায় ভাঙচুর করেছেন। মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে। তবে বর্তমানে বাস চলাচল বন্ধ আছে।

দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
১৫ মিনিট আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
২০ মিনিট আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী একটি বাড়ির শোয়ার কক্ষে। ওই গুলির খোসাটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ৩২ নম্বর পিলারের অদূরে ঘুমধুম বেতবুনিয়া সীমান্ত এলাকায়।
২ ঘণ্টা আগে