মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে কৃষক দলের উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের পরদিন বিলুপ্ত করা হয়েছে। গত শুক্রবার জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান টিটু ও সদস্যসচিব মো. তরিকুল ইসলাম ইভান সিকদার এক পত্রের মাধ্যমে ৫১ সদস্যের এ কমিটির অনুমোদন দেন।
এক দিন পর গতকাল শনিবার ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে চিঠি দিয়েছেন জেলা কৃষক দলের সদস্যসচিব মো. তরিকুল ইসলাম ইভান সিকদার। বিষয়টি নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ভেতরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
কমিটিতে আহ্বায়ক করা হয় মো. রাসেল মোল্লা ও সদস্যসচিব করা হয় গোলাম রসুল হাওলাদার মিলনকে। এর মধ্যে রাসেল মোল্লা গত উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হন।
কমিটি বাতিলের বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা কৃষক দলের সদস্যসচিব মো. তরিকুল ইসলাম ইভান শিকদার বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে পাতানো কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। দলের নীতি-নির্ধারকেরা নির্বাচন বর্জনের জন্য সবাইকে নির্দেশ দেন। কিন্তু রাসেল মোল্লা দলের সিদ্ধান্ত অমান্য করে গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। বিষয়টি আমাদের জানা ছিল না। এ জন্য কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে যাচাই-বাছাই করে কমিটি করা হবে।’
এ বিষয়ে মো. রাসেল মোল্লা বলেন, ‘আমাকে আহ্বায়ক করে গত শুক্রবার কৃষক দলের কমিটি করা হয়েছিল। আজ জানতে পারি ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। কী জন্য বিলুপ্ত করা হয়েছে যারা কমিটি দিয়েছেন তারাই ভালো বলতে পারবেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

পটুয়াখালীর মির্জাগঞ্জে কৃষক দলের উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের পরদিন বিলুপ্ত করা হয়েছে। গত শুক্রবার জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান টিটু ও সদস্যসচিব মো. তরিকুল ইসলাম ইভান সিকদার এক পত্রের মাধ্যমে ৫১ সদস্যের এ কমিটির অনুমোদন দেন।
এক দিন পর গতকাল শনিবার ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে চিঠি দিয়েছেন জেলা কৃষক দলের সদস্যসচিব মো. তরিকুল ইসলাম ইভান সিকদার। বিষয়টি নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ভেতরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
কমিটিতে আহ্বায়ক করা হয় মো. রাসেল মোল্লা ও সদস্যসচিব করা হয় গোলাম রসুল হাওলাদার মিলনকে। এর মধ্যে রাসেল মোল্লা গত উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হন।
কমিটি বাতিলের বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা কৃষক দলের সদস্যসচিব মো. তরিকুল ইসলাম ইভান শিকদার বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে পাতানো কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। দলের নীতি-নির্ধারকেরা নির্বাচন বর্জনের জন্য সবাইকে নির্দেশ দেন। কিন্তু রাসেল মোল্লা দলের সিদ্ধান্ত অমান্য করে গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। বিষয়টি আমাদের জানা ছিল না। এ জন্য কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে যাচাই-বাছাই করে কমিটি করা হবে।’
এ বিষয়ে মো. রাসেল মোল্লা বলেন, ‘আমাকে আহ্বায়ক করে গত শুক্রবার কৃষক দলের কমিটি করা হয়েছিল। আজ জানতে পারি ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। কী জন্য বিলুপ্ত করা হয়েছে যারা কমিটি দিয়েছেন তারাই ভালো বলতে পারবেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
২৮ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
৪৪ মিনিট আগে