নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিভিন্ন হাট-বাজার ও বাসাবাড়িতে সম্প্রতি চুরির প্রবণতা বেড়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা সজাগ থাকলেও ধরা পড়ছিল না চোর। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) গভীর রাতে উত্তর ছারছিনা গ্রামে একটি দোকানে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন এক যুবক। তিনি সেসব চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
সেই যুবকের নাম মো. জিসান (৩৫)। তিনি বানারীপাড়া উপজেলার বৌশের চর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে উত্তর ছারছিনা গ্রামের ইভা নার্সারির পাশে একটি দোকানের টিনের চালা খুলে চুরি করতে গিয়ে স্থানীয়রা তাঁকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিসানকে আটক করে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জিসান নেছারাবাদ উপজেলার বিভিন্ন হাট-বাজার ও বাসাবাড়িতে একাধিক চুরির কথা স্বীকার করেছে। তিনি স্বরূপকাঠি পৌর শহরের জগন্নাথকাঠি বাজারে এক রাতে ছয়টি দোকানে চুরি করেছিলেন। এ ছাড়া, পূর্বে ছারছিনা লোড় পয়েন্টের হাসানের পেট্রল দোকানে চুরির কথাও জানিয়েছেন।
জিসানের মা জানিয়েছেন, তার ছেলে হয়তো সঙ্গদোষে খারাপ হয়ে গেছে। আগে ঢাকায় গার্মেন্টস অপারেটর হিসেবে কাজ করত। স্ত্রীর অসুস্থতার কারণে সে তিন মাস ধরে বাড়িতে অবস্থান করছিল।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় আমরা চোরকে আটক করতে পেরেছি। জিসান চুরির মালামাল উদ্ধারের তথ্য দিয়েছে এবং টিনের চালা খোলার স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নতুন করে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।’

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিভিন্ন হাট-বাজার ও বাসাবাড়িতে সম্প্রতি চুরির প্রবণতা বেড়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা সজাগ থাকলেও ধরা পড়ছিল না চোর। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) গভীর রাতে উত্তর ছারছিনা গ্রামে একটি দোকানে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন এক যুবক। তিনি সেসব চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
সেই যুবকের নাম মো. জিসান (৩৫)। তিনি বানারীপাড়া উপজেলার বৌশের চর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে উত্তর ছারছিনা গ্রামের ইভা নার্সারির পাশে একটি দোকানের টিনের চালা খুলে চুরি করতে গিয়ে স্থানীয়রা তাঁকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিসানকে আটক করে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জিসান নেছারাবাদ উপজেলার বিভিন্ন হাট-বাজার ও বাসাবাড়িতে একাধিক চুরির কথা স্বীকার করেছে। তিনি স্বরূপকাঠি পৌর শহরের জগন্নাথকাঠি বাজারে এক রাতে ছয়টি দোকানে চুরি করেছিলেন। এ ছাড়া, পূর্বে ছারছিনা লোড় পয়েন্টের হাসানের পেট্রল দোকানে চুরির কথাও জানিয়েছেন।
জিসানের মা জানিয়েছেন, তার ছেলে হয়তো সঙ্গদোষে খারাপ হয়ে গেছে। আগে ঢাকায় গার্মেন্টস অপারেটর হিসেবে কাজ করত। স্ত্রীর অসুস্থতার কারণে সে তিন মাস ধরে বাড়িতে অবস্থান করছিল।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় আমরা চোরকে আটক করতে পেরেছি। জিসান চুরির মালামাল উদ্ধারের তথ্য দিয়েছে এবং টিনের চালা খোলার স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নতুন করে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।’

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
১২ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১৮ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে