Ajker Patrika

মাতাল অবস্থায় ১২ তরুণকে আটক করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১৯: ৩২
মাতাল অবস্থায় ১২ তরুণকে আটক করল সেনাবাহিনী

বরিশালে উজিরপুরে মাতাল অবস্থায় ১২ তরুণকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার এম এ জলিল সেতুর ওপর থেকে ওই তরুণদের গ্রেপ্তার করা হয়।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ওই ১২ তরুণকে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার তরুণেরা হলেন—মোহাম্মদ উৎসব, মেহেদী হাসান, শাওন, মোহাম্মদ সৈকত হাসান, মেহেদী হাসান, সাব্বির হোসেন, আরমান সিন্দিত, নাহিয়ান সাহাব, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ তরিকুল ইসলাম, আব্দুল্লাহ আকাশ ও মোহাম্মদ ফেরদৌস। তাঁদের বয়স ২০-২২ বছরের মধ্যে। এর মধ্যে কয়েকজনের বাড়ি বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা এলাকায় ও কয়েকজনের বাড়ি এয়ারপোর্ট থানায়। 

সেনাবাহিনীর উজিরপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত সাংবাদিকদের জানান, রাতে একটি টহল দল উজিরপুর এলাকার এম এ জলিল সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। এ সময় ব্রিজের ওপর ১২ তরুণকে পাওয়া যায়। পরে তাঁদের জেরা করে নিশ্চিত হওয়া যায় তাঁরা মদ্যপ অবস্থায় আছেন। এ সময় তাঁদের কাছ থেকে চারটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত