নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের মেয়র হতে চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের করা মামলা খারিজ করে দেওয়া হয়েছে। আজ সোমবার বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক হাসিবুল হাসান এ রায় ঘোষণা করেন।
২০২৩ সালের ১২ জুন সিটি নির্বাচন হয়। এতে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির ও চরমোনাই পীরের ভাই ফয়জুল ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়ে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন। নির্বাচনে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র হয়েছিলেন আবুল খায়ের আবদুল্লাহ। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। আওয়ামী লীগের কর্মী ও প্রশাসন কেন্দ্র দখল করে ফয়জুলকে পরাজিত করেছিল—এমন অভিযোগ এনে তিনি ১৭ এপ্রিল মামলা করেন।
ফয়জুলের আইনজীবী আবদুল্লাহ নাসের জানান, ১৭ এপ্রিল মামলা করার পর ওই দিন ও ২৪ এপ্রিল শুনানি হয়েছিল। আজ পরবর্তী নির্ধারিত দিনে অধিকতর শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণযোগ্য নয় বলে জানান। এ ক্ষেত্রে বিচারক উল্লেখ করেছেন, নির্বাচনী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে মামলা করতে হয়। ফয়জুল মামলা করেছেন ৪৪৫ দিন পর।
আইনজীবী নাসের বলেন, তাঁরা তামাদি আইনে মামলাটি করেছিলেন। এখন বরিশাল ট্রাইব্যুনালের রায়ে তাঁরা সন্তুষ্ট নন। এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
এদিকে মামলার শুনানির নির্ধারিত দিন আজ আদালত প্রাঙ্গণে চরমোনাই পীরের শত শত অনুসারী হাজির হয়েছিলেন। আগের দুই দিন তাঁরা আদালত চত্বরে বিক্ষোভের নামে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে সমালোচিত হন। এর জেরে গত শনিবার ফয়জুল বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিক্ষোভ না করার জন্য অনুসারীদের প্রতি আহ্বান জানান। যে কারণে আজ রায়ে অসন্তুষ্ট হলেও পীরের অনুসারীরা আদালতপাড়ায় দৃশ্যমান কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখাননি।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র হতে চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের করা মামলা খারিজ করে দেওয়া হয়েছে। আজ সোমবার বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক হাসিবুল হাসান এ রায় ঘোষণা করেন।
২০২৩ সালের ১২ জুন সিটি নির্বাচন হয়। এতে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির ও চরমোনাই পীরের ভাই ফয়জুল ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়ে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন। নির্বাচনে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র হয়েছিলেন আবুল খায়ের আবদুল্লাহ। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। আওয়ামী লীগের কর্মী ও প্রশাসন কেন্দ্র দখল করে ফয়জুলকে পরাজিত করেছিল—এমন অভিযোগ এনে তিনি ১৭ এপ্রিল মামলা করেন।
ফয়জুলের আইনজীবী আবদুল্লাহ নাসের জানান, ১৭ এপ্রিল মামলা করার পর ওই দিন ও ২৪ এপ্রিল শুনানি হয়েছিল। আজ পরবর্তী নির্ধারিত দিনে অধিকতর শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণযোগ্য নয় বলে জানান। এ ক্ষেত্রে বিচারক উল্লেখ করেছেন, নির্বাচনী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে মামলা করতে হয়। ফয়জুল মামলা করেছেন ৪৪৫ দিন পর।
আইনজীবী নাসের বলেন, তাঁরা তামাদি আইনে মামলাটি করেছিলেন। এখন বরিশাল ট্রাইব্যুনালের রায়ে তাঁরা সন্তুষ্ট নন। এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
এদিকে মামলার শুনানির নির্ধারিত দিন আজ আদালত প্রাঙ্গণে চরমোনাই পীরের শত শত অনুসারী হাজির হয়েছিলেন। আগের দুই দিন তাঁরা আদালত চত্বরে বিক্ষোভের নামে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে সমালোচিত হন। এর জেরে গত শনিবার ফয়জুল বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিক্ষোভ না করার জন্য অনুসারীদের প্রতি আহ্বান জানান। যে কারণে আজ রায়ে অসন্তুষ্ট হলেও পীরের অনুসারীরা আদালতপাড়ায় দৃশ্যমান কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখাননি।

বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১০ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১১ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৭ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে