নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়রসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। আজ মঙ্গলবার বরিশাল জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এই নালিশি অভিযোগ দেওয়া হয়। বিচারক হাসিবুল হাসান অভিযোগের বিষয়ে পরবর্তীতে আদেশের জন্য রেখেছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাস থেকে হঠাৎ করে ভুক্তভোগীর বেতন-ভাতা বন্ধ ও সরকারি বিধিবিধান না মেনে একই পদে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়। তিনি বেতন-ভাতাসহ অবৈধ নিয়োগ বাতিলের বিষয়ে প্রতিকার চেয়েছেন।
বাদী শেখ মো. সোয়েব কবির বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এবং নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের বাসিন্দা।
বিবাদীরা হলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা, চুক্তিভিত্তিক নিয়োগ কমিটির সদস্যসচিব, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা ও নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং পদে বর্তমানে কর্মরত ওবায়দুর রহমান।
আদালতের বেঞ্চ সহকারী মো. বায়জিদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদী অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তাকে চাকরিচ্যুত না করে সরকারি বিধিবিধান না মেনে একই পদে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর সিটি করপোরেশনে গিয়ে বিবাদীদের কার্যালয়ে গিয়ে বেতন-ভাতা দেওয়া ও অবৈধ নিয়োগ বাতিলের অনুরোধ করেন। কিন্তু তারা বেতন-ভাতা ও নিয়োগ বাতিল করবে না জানালে তিনি নালিশিতে এর প্রতিকার চান।
বাদীর আইনজীবী আজাদ রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘২০২০ সালের ১৯ নভেম্বর নেটওয়ার্কিং পদে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে বাদী সোয়েব কবির। এরপর ২০২১ সালের ৯ মে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত নিয়মিত বেতন-ভাতা দেওয়া হয়। এরপর অজ্ঞাত কারণে বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।’

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়রসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। আজ মঙ্গলবার বরিশাল জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এই নালিশি অভিযোগ দেওয়া হয়। বিচারক হাসিবুল হাসান অভিযোগের বিষয়ে পরবর্তীতে আদেশের জন্য রেখেছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাস থেকে হঠাৎ করে ভুক্তভোগীর বেতন-ভাতা বন্ধ ও সরকারি বিধিবিধান না মেনে একই পদে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়। তিনি বেতন-ভাতাসহ অবৈধ নিয়োগ বাতিলের বিষয়ে প্রতিকার চেয়েছেন।
বাদী শেখ মো. সোয়েব কবির বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এবং নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের বাসিন্দা।
বিবাদীরা হলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা, চুক্তিভিত্তিক নিয়োগ কমিটির সদস্যসচিব, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা ও নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং পদে বর্তমানে কর্মরত ওবায়দুর রহমান।
আদালতের বেঞ্চ সহকারী মো. বায়জিদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদী অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তাকে চাকরিচ্যুত না করে সরকারি বিধিবিধান না মেনে একই পদে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর সিটি করপোরেশনে গিয়ে বিবাদীদের কার্যালয়ে গিয়ে বেতন-ভাতা দেওয়া ও অবৈধ নিয়োগ বাতিলের অনুরোধ করেন। কিন্তু তারা বেতন-ভাতা ও নিয়োগ বাতিল করবে না জানালে তিনি নালিশিতে এর প্রতিকার চান।
বাদীর আইনজীবী আজাদ রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘২০২০ সালের ১৯ নভেম্বর নেটওয়ার্কিং পদে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে বাদী সোয়েব কবির। এরপর ২০২১ সালের ৯ মে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত নিয়মিত বেতন-ভাতা দেওয়া হয়। এরপর অজ্ঞাত কারণে বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।’

ভূমি জালিয়াতির অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক কানুনগো মো. তফিকুর রহমান ও একই উপজেলার মাধবপাশা ইউনিয়নের সাবেক তহশিলদার আব্দুল বারেককে কারাগারে পাঠানো হয়েছে।
৬ মিনিট আগে
বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
৩১ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
৩৩ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
৩৮ মিনিট আগে