পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে গতকাল সোমবার দুপুরে প্রভাব ফেলতে শুরু করে ঘূর্ণিঝড় সিত্রাং। এ সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) অপারেশন চলছিল। ঝড়ে বিদ্যুৎ চলে যাওয়ার পর টর্চ লাইট ও মোবাইল ফোনের আলোতে এক নারীর অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের একটি ছবি ফেসবুকে আপলোড করার পর তা ভাইরাল হয়ে যায়। অপারেশনে অংশ নেওয়া চিকিৎসকেরা এখন প্রশংসায় ভাসছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটরে সমস্যা রয়েছে। গত দুদিন ধরে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা বেশি হয়। গতকাল এটিতে জরায়ু অপারেশন শুরু করতে গেলে বিদ্যুৎ চলে যায়। ওটিতে থাকা চিকিৎসকেরা মুঠোফোনের লাইট ও একটি টর্চ লাইট দিয়ে অপারেশন কার্যক্রম শুরু করেন। তাৎক্ষণিকভাবে ওই নারীর অস্ত্রোপচার করা না হলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা বলেন, ‘ওই নারীর গর্ভনালী ব্রিডিং হচ্ছিল। এ কারণেই দ্রুত অপারেশন করা। বাস্তবতা হচ্ছে জীবন বাঁচাতে কোনো সংকটই বাধা হতে পারে না। আমরা প্রতিনিয়ত এভাবেই কাজ করে যাচ্ছি।’
চিকিৎসক হাবিবুর রহমান বলেন, ‘প্রচণ্ড ঝড়ে, কোথাও বিদ্যুৎ নেই। হাসপাতালের জেনারেটর নষ্ট। অস্ত্রোপচার না করলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা যখন ক্ষীণ, তখন তো ঝুঁকি নিতেই হয়। মোবাইল আর টর্চের আলোতে দলের সহযোগিতায় অস্ত্রোপচার সম্পন্ন করি।’
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তত্ত্বাবধায়ক আবদুল মতিন বলেন, ‘হাসপাতালে জেনারেটর নেই, জেনারেটর চেয়ে আবেদনও করা হয়েছে। আশা করি দ্রুত পেয়ে যাব। আমরা সংকটের মধ্যেও হাসপাতালে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা থাকে।’

পটুয়াখালীতে গতকাল সোমবার দুপুরে প্রভাব ফেলতে শুরু করে ঘূর্ণিঝড় সিত্রাং। এ সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) অপারেশন চলছিল। ঝড়ে বিদ্যুৎ চলে যাওয়ার পর টর্চ লাইট ও মোবাইল ফোনের আলোতে এক নারীর অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের একটি ছবি ফেসবুকে আপলোড করার পর তা ভাইরাল হয়ে যায়। অপারেশনে অংশ নেওয়া চিকিৎসকেরা এখন প্রশংসায় ভাসছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটরে সমস্যা রয়েছে। গত দুদিন ধরে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা বেশি হয়। গতকাল এটিতে জরায়ু অপারেশন শুরু করতে গেলে বিদ্যুৎ চলে যায়। ওটিতে থাকা চিকিৎসকেরা মুঠোফোনের লাইট ও একটি টর্চ লাইট দিয়ে অপারেশন কার্যক্রম শুরু করেন। তাৎক্ষণিকভাবে ওই নারীর অস্ত্রোপচার করা না হলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা বলেন, ‘ওই নারীর গর্ভনালী ব্রিডিং হচ্ছিল। এ কারণেই দ্রুত অপারেশন করা। বাস্তবতা হচ্ছে জীবন বাঁচাতে কোনো সংকটই বাধা হতে পারে না। আমরা প্রতিনিয়ত এভাবেই কাজ করে যাচ্ছি।’
চিকিৎসক হাবিবুর রহমান বলেন, ‘প্রচণ্ড ঝড়ে, কোথাও বিদ্যুৎ নেই। হাসপাতালের জেনারেটর নষ্ট। অস্ত্রোপচার না করলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা যখন ক্ষীণ, তখন তো ঝুঁকি নিতেই হয়। মোবাইল আর টর্চের আলোতে দলের সহযোগিতায় অস্ত্রোপচার সম্পন্ন করি।’
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তত্ত্বাবধায়ক আবদুল মতিন বলেন, ‘হাসপাতালে জেনারেটর নেই, জেনারেটর চেয়ে আবেদনও করা হয়েছে। আশা করি দ্রুত পেয়ে যাব। আমরা সংকটের মধ্যেও হাসপাতালে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা থাকে।’

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২৫ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে