গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরের এক চাল ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন্দরের সহস্রাধিক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা আজ সোমবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে গৌরনদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে ব্যবসায়ীরা মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেন।
টরকী বন্দরের চাল ব্যবসায়ী কালাচাঁদ মণ্ডলের অভিযোগ, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও টরকী বন্দরের বাসিন্দা সিকদার শফিকুর রহমান রেজাউল কয়েক দিন ধরে তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে রেজাউল ও তাঁর দুই সহযোগী আবারও কালাচাঁদের দোকানে এসে চাঁদা দাবি করেন। এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল ও তাঁর সহযোগীরা তাঁকে হত্যার হুমকি দেন। এ খবর ছড়িয়ে পড়ার পর বাজারের সব ব্যবসায়ী একজোট হয়ে দোকানপাট বন্ধ করে টরকী বণিক সমিতির কার্যালয়ের সামনে জড়ো হন এবং দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করে টরকী বাসস্ট্যান্ড এলাকার বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে গৌরনদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে ব্যবসায়ীরা মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। এভাবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন যানজটে আটকে পড়া যাত্রীরা।
অভিযোগ অস্বীকার করে সিকদার শফিকুর রহমান রেজাউল বলেন, ‘আমি কারও কাছে কোনো ধরনের চাঁদা চাইনি। টরকী বন্দরের ব্যবসায়ী ও কালকিনি উপজেলার জুরঘা এলাকার বাসিন্দা কালাচাঁদ মণ্ডল ও তাঁর ভাই পলাশ মণ্ডল জুরঘা এলাকার স্বপন মণ্ডলের কাছ থেকে জমি বিক্রি বাবদ প্রায় ৬ লাখ টাকা নিয়েছেন। টাকা নিয়েও স্বপনকে দলিল না দিয়ে অন্যত্র জমি বিক্রি করে দেন কালাচাঁদ। পরে উভয় পক্ষ আমার বাসায় সালিস নিয়ে এলে কালাচাঁদকে জমি অথবা টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এই বিষয়কে ভিন্ন দিকে প্রভাবিত করার জন্য কালাচাঁদ আমার প্রতিপক্ষদের সঙ্গে নিয়ে আমার ওপর চাঁদা দাবির মিথ্যা অভিযোগ তুলেছেন।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের শান্ত করে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।

বরিশালের গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরের এক চাল ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন্দরের সহস্রাধিক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা আজ সোমবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে গৌরনদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে ব্যবসায়ীরা মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেন।
টরকী বন্দরের চাল ব্যবসায়ী কালাচাঁদ মণ্ডলের অভিযোগ, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও টরকী বন্দরের বাসিন্দা সিকদার শফিকুর রহমান রেজাউল কয়েক দিন ধরে তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে রেজাউল ও তাঁর দুই সহযোগী আবারও কালাচাঁদের দোকানে এসে চাঁদা দাবি করেন। এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল ও তাঁর সহযোগীরা তাঁকে হত্যার হুমকি দেন। এ খবর ছড়িয়ে পড়ার পর বাজারের সব ব্যবসায়ী একজোট হয়ে দোকানপাট বন্ধ করে টরকী বণিক সমিতির কার্যালয়ের সামনে জড়ো হন এবং দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করে টরকী বাসস্ট্যান্ড এলাকার বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে গৌরনদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে ব্যবসায়ীরা মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। এভাবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন যানজটে আটকে পড়া যাত্রীরা।
অভিযোগ অস্বীকার করে সিকদার শফিকুর রহমান রেজাউল বলেন, ‘আমি কারও কাছে কোনো ধরনের চাঁদা চাইনি। টরকী বন্দরের ব্যবসায়ী ও কালকিনি উপজেলার জুরঘা এলাকার বাসিন্দা কালাচাঁদ মণ্ডল ও তাঁর ভাই পলাশ মণ্ডল জুরঘা এলাকার স্বপন মণ্ডলের কাছ থেকে জমি বিক্রি বাবদ প্রায় ৬ লাখ টাকা নিয়েছেন। টাকা নিয়েও স্বপনকে দলিল না দিয়ে অন্যত্র জমি বিক্রি করে দেন কালাচাঁদ। পরে উভয় পক্ষ আমার বাসায় সালিস নিয়ে এলে কালাচাঁদকে জমি অথবা টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এই বিষয়কে ভিন্ন দিকে প্রভাবিত করার জন্য কালাচাঁদ আমার প্রতিপক্ষদের সঙ্গে নিয়ে আমার ওপর চাঁদা দাবির মিথ্যা অভিযোগ তুলেছেন।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের শান্ত করে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে রোগীর স্বজনেরা। পরে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
৭ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। দলীয় সূত্র বলছে, বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
৩৫ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় এক শিফটের পরীক্ষা শেষ হয়েছে। বেলা ৩টায় আরেক শিফটে পরীক্ষা হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা, বনানী ও রূপনগর থানা-পুলিশ। এর মধ্যে মুগদা থানায় ৯ জন, বনানী থানায় ৭ জন ও রূপনগর থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে