নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গরমে হাঁসফাঁস করছেন বরিশাল নগরের মানুষ। সূর্যের তেজ যেন বাড়ছেই। আজ বুধবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গরম বাড়ায় হাসপাতালগুলোয় রোগীর চাপ বাড়ছে। এর মধ্যে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।
বরিশাল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী টানা ৭ দিন মাঝারি তাপপ্রবাহ (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে। বরিশাল নগরে গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, বরিশালে আগামী ১৮ এপ্রিলের আগে বৃষ্টির সম্ভাবনা নেই। এ বছর বরিশালের ওপর দিয়ে বেশি তাপমাত্রা বয়ে যাচ্ছে। এ অবস্থায় সরাসরি সূর্যের তাপ এড়িয়ে চলা ভালো। অন্যথায় হিটস্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে।
আজ বুধবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল ও জেনারেল হাসপাতাল ঘুরে রোগীর চাপ বেশি দেখা গেছে। বিশেষ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে রোগীর স্থান হয়েছে ফ্লোরে এবং বারান্দায়।
চরকাউয়া থেকে আসা রোগীর এক স্বজন ইকবাল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘তার নানি হঠাৎ বমি করে অসুস্থ হয়ে পরেন। বেড না পাওয়ায় ফ্লোরে রাখা হয়েছে।’
হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গরমে রোগীর চিকিৎসা সেবায় সতর্ক রয়েছেন তারা।’
বরিশাল জেনারেল হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান বলেন, ডায়রিয়া রোগীর সংখ্যা আগের চেয়ে বাড়ছে।
সর্বশেষ তথ্যমতে, বরিশাল বিভাগে ডায়রিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩১৪ জন। এর মধ্যে বরিশাল জেলায় ৬৫ জন। যা গত কয়েক দিনের মধ্যে সবচেয়ে বেশি। এ মৌসুমে বিভাগে মোট ১৮ হাজার ২৫৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

গরমে হাঁসফাঁস করছেন বরিশাল নগরের মানুষ। সূর্যের তেজ যেন বাড়ছেই। আজ বুধবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গরম বাড়ায় হাসপাতালগুলোয় রোগীর চাপ বাড়ছে। এর মধ্যে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।
বরিশাল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী টানা ৭ দিন মাঝারি তাপপ্রবাহ (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে। বরিশাল নগরে গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, বরিশালে আগামী ১৮ এপ্রিলের আগে বৃষ্টির সম্ভাবনা নেই। এ বছর বরিশালের ওপর দিয়ে বেশি তাপমাত্রা বয়ে যাচ্ছে। এ অবস্থায় সরাসরি সূর্যের তাপ এড়িয়ে চলা ভালো। অন্যথায় হিটস্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে।
আজ বুধবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল ও জেনারেল হাসপাতাল ঘুরে রোগীর চাপ বেশি দেখা গেছে। বিশেষ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে রোগীর স্থান হয়েছে ফ্লোরে এবং বারান্দায়।
চরকাউয়া থেকে আসা রোগীর এক স্বজন ইকবাল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘তার নানি হঠাৎ বমি করে অসুস্থ হয়ে পরেন। বেড না পাওয়ায় ফ্লোরে রাখা হয়েছে।’
হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গরমে রোগীর চিকিৎসা সেবায় সতর্ক রয়েছেন তারা।’
বরিশাল জেনারেল হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান বলেন, ডায়রিয়া রোগীর সংখ্যা আগের চেয়ে বাড়ছে।
সর্বশেষ তথ্যমতে, বরিশাল বিভাগে ডায়রিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩১৪ জন। এর মধ্যে বরিশাল জেলায় ৬৫ জন। যা গত কয়েক দিনের মধ্যে সবচেয়ে বেশি। এ মৌসুমে বিভাগে মোট ১৮ হাজার ২৫৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৬ ঘণ্টা আগে