গৌরনদী (বরিশালে) প্রতিনিধি

বরিশালের সরকারি গৌরনদী কলেজে আজ বুধবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেনি বলে জানিয়েছে থানা-পুলিশ।
স্থানীয়রা, আহত ও পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৌরনদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়ার সঙ্গে গৌরনদী পৌর ছাত্রলীগের প্রভাবশালী সদস্য মো. আতিক মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে মাঝেমধ্যেই উভয়ের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার দুপুরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ৮ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন-গৌরনদী পৌর ছাত্রলীগ নেতা আতিক মিয়ার ছোট ভাই জিহাদ মিয়া তাঁর সমর্থক সাব্বির হোসেন, প্রতিপক্ষ উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান মিয়ার সমর্থক ও ছাত্রলীগ কর্মী সাকিব হোসেন, মো. রিফাত, মোস্তফা হোসেন, আজিজুল, সাহাদুল ও হিমেল। গুরুতর আহত জিহাদ মিয়া ও সাব্বির হোসেনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গৌরনদী পৌর ছাত্রলীগ নেতা আতিক মিয়ার ছোট ভাই ও কলেজ ছাত্রলীগ কর্মী জিহাদ মিয়া অভিযোগ করে বলেন, ‘কলেজ ক্যাম্পাসে বহিরাগতরা এসে প্রায়ই ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বখাটেপনা করে। যে কারণে কলেজ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ইমরান মিয়ার সমর্থক বহিরাগত আজিজুল ও সাহাদুল কলেজে প্রবেশ করে বখাটেপনা দেখায়। এ নিয়ে আমি তাঁদের শাসিয়ে দেই। পরবর্তীতে ইমরান মিয়ার সমর্থক ছাত্রলীগ কর্মী মোস্তফা, আজিজুল, সাহাদুল ও হিমেলসহ ২০-২৫ জন লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। এ সময় পিটিয়ে ও কুপিয়ে আমাকে এবং আমার সহযোগী সাব্বির হোসেনকে আহত করেছে।’
অপরদিকে এ অভিযোগ অস্বীকার করে গৌরনদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়ার সমর্থক ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সদস্য মো. মোস্তফা হোসেন বলেন, ‘বুধবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে আমার সমর্থক ছাত্রলীগ কর্মী সাকিব হোসেন, মো. রিফাতসহ ৪-৫ জন কর্মী আড্ডা দিচ্ছিল। এ সময় গৌরনদী পৌর ছাত্রলীগ নেতা মো. আতিক মিয়ার ছোট ভাই জিহাদ মিয়া তাঁদের গালাগাল করলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জিহাদ মিয়া সাকিব, রিফাতকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালের সরকারি গৌরনদী কলেজে আজ বুধবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেনি বলে জানিয়েছে থানা-পুলিশ।
স্থানীয়রা, আহত ও পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৌরনদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়ার সঙ্গে গৌরনদী পৌর ছাত্রলীগের প্রভাবশালী সদস্য মো. আতিক মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে মাঝেমধ্যেই উভয়ের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার দুপুরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ৮ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন-গৌরনদী পৌর ছাত্রলীগ নেতা আতিক মিয়ার ছোট ভাই জিহাদ মিয়া তাঁর সমর্থক সাব্বির হোসেন, প্রতিপক্ষ উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান মিয়ার সমর্থক ও ছাত্রলীগ কর্মী সাকিব হোসেন, মো. রিফাত, মোস্তফা হোসেন, আজিজুল, সাহাদুল ও হিমেল। গুরুতর আহত জিহাদ মিয়া ও সাব্বির হোসেনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গৌরনদী পৌর ছাত্রলীগ নেতা আতিক মিয়ার ছোট ভাই ও কলেজ ছাত্রলীগ কর্মী জিহাদ মিয়া অভিযোগ করে বলেন, ‘কলেজ ক্যাম্পাসে বহিরাগতরা এসে প্রায়ই ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বখাটেপনা করে। যে কারণে কলেজ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ইমরান মিয়ার সমর্থক বহিরাগত আজিজুল ও সাহাদুল কলেজে প্রবেশ করে বখাটেপনা দেখায়। এ নিয়ে আমি তাঁদের শাসিয়ে দেই। পরবর্তীতে ইমরান মিয়ার সমর্থক ছাত্রলীগ কর্মী মোস্তফা, আজিজুল, সাহাদুল ও হিমেলসহ ২০-২৫ জন লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। এ সময় পিটিয়ে ও কুপিয়ে আমাকে এবং আমার সহযোগী সাব্বির হোসেনকে আহত করেছে।’
অপরদিকে এ অভিযোগ অস্বীকার করে গৌরনদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়ার সমর্থক ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সদস্য মো. মোস্তফা হোসেন বলেন, ‘বুধবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে আমার সমর্থক ছাত্রলীগ কর্মী সাকিব হোসেন, মো. রিফাতসহ ৪-৫ জন কর্মী আড্ডা দিচ্ছিল। এ সময় গৌরনদী পৌর ছাত্রলীগ নেতা মো. আতিক মিয়ার ছোট ভাই জিহাদ মিয়া তাঁদের গালাগাল করলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জিহাদ মিয়া সাকিব, রিফাতকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৬ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
১৯ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে