
পটুয়াখালীর বাউফলে অটোরিকশাচালক সুজন হাওলাদার (৩০) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা কনকদিয়া ইউনিয়নের বারেক সিপাহির ছেলে এনামুল হক (৩০) ও একই ইউনিয়নের সত্তার মুন্সির ছেলে জিহাস মুন্সি (২৪)। এর মধ্যে এনামুল ওই ইউনিয়ন জিয়া মঞ্চের আহ্বায়ক ও জিহাদ ছাত্রদলের কর্মী।
পুলিশ জানায়, গতকাল সোমবার উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে নিজ অটোরিকশায় বসে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন সুজন হাওলাদার। এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বয়ক মূনঈমুল ইসলাম মিরাজ ও তাঁর ছোট ভাই মোরসালিন ইসলামের নেতৃত্বে দুর্বৃত্তরা হঠাৎ এসে সুজনকে বিদেশি চাকু দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় নিহতের বাবা নবী আলী হাওলাদার বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার আসামি এনামুল ও জিহাদ কারখানা নদী পারি দিয়ে পালানোর চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে আসামিদের অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
পূর্ব বিরোধকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। সব আসামিকে গ্রেপ্তারের পর ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা যাবে বলেও জানায় বাউফল থানার পুলিশ।
তবে হত্যার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন,‘আমাকে মিথ্যা একটি বিষয় ফাঁসানো হয়েছে। আমি ওই ঘটনার কাছাকাছি ছিলাম না। আমার ছোট ভাইকে মারা হয়েছে পরে ছোট ভাইর সঙ্গে ঝামেলা হইছে। তাতে একটি অপ্রত্যাশিত খুনের ঘটনা ঘটে গেছে। আমি এ ঘটনার হুকুমদাতাও না। আমি নিরপরাধ হিসেবে সহযোগিতা চাই।’
এ প্রসঙ্গে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহম্মেদ বলেন, ছাত্রদল কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না। কোনো চাঁদাবাজ সন্ত্রাসের স্থান ছাত্রদলে নেই। অভিযুক্ত বাউফলের যুগ্ম আহ্বায়কের বিষয় কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা চলছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামি মিরাজসহ অন্য সব আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ছাত্রদল নেতা মিরাজ এ ঘটনায় ওতপ্রোতভাবে জড়িত বলে জানান তিনি।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনাটি স্থানীয় বিরোধ-সংক্রান্ত হলেও কিছু গণমাধ্যম নিহত সুজনকে যুবলীগ নেতা প্রচার করে ঘটনাটিকে ভিন্ন দিকে প্রবাহিত করার অপচেষ্টা করেছে বলে অভিযোগ পুলিশ ও নিহতের পরিবারের।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৭ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
১০ মিনিট আগে