পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে অটোরিকশাচালক সুজন হাওলাদার (৩০) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা কনকদিয়া ইউনিয়নের বারেক সিপাহির ছেলে এনামুল হক (৩০) ও একই ইউনিয়নের সত্তার মুন্সির ছেলে জিহাস মুন্সি (২৪)। এর মধ্যে এনামুল ওই ইউনিয়ন জিয়া মঞ্চের আহ্বায়ক ও জিহাদ ছাত্রদলের কর্মী।
পুলিশ জানায়, গতকাল সোমবার উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে নিজ অটোরিকশায় বসে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন সুজন হাওলাদার। এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বয়ক মূনঈমুল ইসলাম মিরাজ ও তাঁর ছোট ভাই মোরসালিন ইসলামের নেতৃত্বে দুর্বৃত্তরা হঠাৎ এসে সুজনকে বিদেশি চাকু দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় নিহতের বাবা নবী আলী হাওলাদার বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার আসামি এনামুল ও জিহাদ কারখানা নদী পারি দিয়ে পালানোর চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে আসামিদের অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
পূর্ব বিরোধকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। সব আসামিকে গ্রেপ্তারের পর ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা যাবে বলেও জানায় বাউফল থানার পুলিশ।
তবে হত্যার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন,‘আমাকে মিথ্যা একটি বিষয় ফাঁসানো হয়েছে। আমি ওই ঘটনার কাছাকাছি ছিলাম না। আমার ছোট ভাইকে মারা হয়েছে পরে ছোট ভাইর সঙ্গে ঝামেলা হইছে। তাতে একটি অপ্রত্যাশিত খুনের ঘটনা ঘটে গেছে। আমি এ ঘটনার হুকুমদাতাও না। আমি নিরপরাধ হিসেবে সহযোগিতা চাই।’
এ প্রসঙ্গে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহম্মেদ বলেন, ছাত্রদল কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না। কোনো চাঁদাবাজ সন্ত্রাসের স্থান ছাত্রদলে নেই। অভিযুক্ত বাউফলের যুগ্ম আহ্বায়কের বিষয় কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা চলছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামি মিরাজসহ অন্য সব আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ছাত্রদল নেতা মিরাজ এ ঘটনায় ওতপ্রোতভাবে জড়িত বলে জানান তিনি।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনাটি স্থানীয় বিরোধ-সংক্রান্ত হলেও কিছু গণমাধ্যম নিহত সুজনকে যুবলীগ নেতা প্রচার করে ঘটনাটিকে ভিন্ন দিকে প্রবাহিত করার অপচেষ্টা করেছে বলে অভিযোগ পুলিশ ও নিহতের পরিবারের।

পটুয়াখালীর বাউফলে অটোরিকশাচালক সুজন হাওলাদার (৩০) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা কনকদিয়া ইউনিয়নের বারেক সিপাহির ছেলে এনামুল হক (৩০) ও একই ইউনিয়নের সত্তার মুন্সির ছেলে জিহাস মুন্সি (২৪)। এর মধ্যে এনামুল ওই ইউনিয়ন জিয়া মঞ্চের আহ্বায়ক ও জিহাদ ছাত্রদলের কর্মী।
পুলিশ জানায়, গতকাল সোমবার উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে নিজ অটোরিকশায় বসে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন সুজন হাওলাদার। এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বয়ক মূনঈমুল ইসলাম মিরাজ ও তাঁর ছোট ভাই মোরসালিন ইসলামের নেতৃত্বে দুর্বৃত্তরা হঠাৎ এসে সুজনকে বিদেশি চাকু দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় নিহতের বাবা নবী আলী হাওলাদার বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার আসামি এনামুল ও জিহাদ কারখানা নদী পারি দিয়ে পালানোর চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে আসামিদের অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
পূর্ব বিরোধকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। সব আসামিকে গ্রেপ্তারের পর ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা যাবে বলেও জানায় বাউফল থানার পুলিশ।
তবে হত্যার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন,‘আমাকে মিথ্যা একটি বিষয় ফাঁসানো হয়েছে। আমি ওই ঘটনার কাছাকাছি ছিলাম না। আমার ছোট ভাইকে মারা হয়েছে পরে ছোট ভাইর সঙ্গে ঝামেলা হইছে। তাতে একটি অপ্রত্যাশিত খুনের ঘটনা ঘটে গেছে। আমি এ ঘটনার হুকুমদাতাও না। আমি নিরপরাধ হিসেবে সহযোগিতা চাই।’
এ প্রসঙ্গে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহম্মেদ বলেন, ছাত্রদল কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না। কোনো চাঁদাবাজ সন্ত্রাসের স্থান ছাত্রদলে নেই। অভিযুক্ত বাউফলের যুগ্ম আহ্বায়কের বিষয় কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা চলছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামি মিরাজসহ অন্য সব আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ছাত্রদল নেতা মিরাজ এ ঘটনায় ওতপ্রোতভাবে জড়িত বলে জানান তিনি।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনাটি স্থানীয় বিরোধ-সংক্রান্ত হলেও কিছু গণমাধ্যম নিহত সুজনকে যুবলীগ নেতা প্রচার করে ঘটনাটিকে ভিন্ন দিকে প্রবাহিত করার অপচেষ্টা করেছে বলে অভিযোগ পুলিশ ও নিহতের পরিবারের।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে