তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ইউপির ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ ইউপিতে গত ১৫ জুন ভোট হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচনী পরিবেশ ক্ষুণ্ন হওয়ায় সে সময় নির্বাচন স্থগিত করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরে গত সোমবার নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে আজ ২৯ জুন নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়।
সোনাকাটা ইউপিতে মোট ভোটার ৯ হাজার ২৩৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬২০ জন পুরুষ এবং ৪ হাজার ৬১৬ জন নারী। মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কয়েকটি কেন্দ্রে দেখা গেছে, পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। ইভিএমে ভোট দিতে পেরে খুশি বলে জানিয়েছেন ভোটাররা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মস্তফা কামাল বলেন, ‘আশা করছি কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।’ তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যের পাশাপাশি আছে র্যাবের টহল দল। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নির্বাচনের দায়িত্ব পালন করছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর বলেন, নির্বাচন ঘিরে সোনাকাটা ইউপিতে দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এতে এলাকায় নির্বাচনী পরিবেশ নষ্ট হয়। তাই নির্বাচন কমিশন এ ইউপির নির্বাচন স্থগিত করেছিল। পরবর্তী ঘোষণা অনুযায়ী আজ এ ইউপির নির্বাচন হচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কয়েক স্তরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ইউপির ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ ইউপিতে গত ১৫ জুন ভোট হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচনী পরিবেশ ক্ষুণ্ন হওয়ায় সে সময় নির্বাচন স্থগিত করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরে গত সোমবার নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে আজ ২৯ জুন নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়।
সোনাকাটা ইউপিতে মোট ভোটার ৯ হাজার ২৩৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬২০ জন পুরুষ এবং ৪ হাজার ৬১৬ জন নারী। মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কয়েকটি কেন্দ্রে দেখা গেছে, পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। ইভিএমে ভোট দিতে পেরে খুশি বলে জানিয়েছেন ভোটাররা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মস্তফা কামাল বলেন, ‘আশা করছি কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।’ তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যের পাশাপাশি আছে র্যাবের টহল দল। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নির্বাচনের দায়িত্ব পালন করছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর বলেন, নির্বাচন ঘিরে সোনাকাটা ইউপিতে দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এতে এলাকায় নির্বাচনী পরিবেশ নষ্ট হয়। তাই নির্বাচন কমিশন এ ইউপির নির্বাচন স্থগিত করেছিল। পরবর্তী ঘোষণা অনুযায়ী আজ এ ইউপির নির্বাচন হচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কয়েক স্তরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১৪ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে