নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরে আজ শনিবার পাল্টাপাল্টি সমাবেশ করেছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ১০ দফা দাবিতে দুপুর ২টার দিকে বরিশাল জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। অন্যদিকে, সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও আজ বেলা ৩টার দিকে নগর ভবনের সামনে ফজলুল হক অ্যাভিনিউ সড়কে সমাবেশ করার তোড়জোড় চালাচ্ছে।
দুই দলেরই ভেন্যুতে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। কর্মীরাও আসতে শুরু করেছেন। তবে, দুই দলে পাল্টাপাল্টি সমাবেশের কারণে নগরে থমথমে অবস্থা বিরাজ করছে।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে নগর ভবনের সামনে গিয়ে দেখা গেছে, মঞ্চ তৈরির কাজ শেষ, চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। সমাবেশের কারণে ফজলুল হক অ্যাভিনিউ অনেকটা আটকে দেওয়া হয়েছে। কিছু কিছু নেতা-কর্মীও আসতে শুরু করেছেন। বিএনপির সমাবেশের প্রায় আধা কিলোমিটার দূরে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সমাবেশ। সমাবেশে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর উপস্থিত থাকার কথা রয়েছে।
এ বিষয়ে নগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর বলেন, ফজলুল হক অ্যাভিনিউ সড়কের নগর ভবনের সামনে আজ বিকেলে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস রোধে জেলা ও মহানগর আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করেছে।
একই দিন বিএনপির সমাবেশ প্রসঙ্গে এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘তাদের সমাবেশ তারা করবে। আমরা আমাদেরটা করব। এতে কোনো সমস্যা নেই।’
অন্যদিকে দুপুর ১২টা থেকেই বিএনপির সমাবেশস্থলে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। খণ্ড খণ্ড মিছিল করেও নেতা-কর্মীরা আসছেন। এরই মধ্যে সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বরিশালে এসে পৌঁছেছেন।
এ ব্যাপারে নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘সরকারি দল সমাবেশ ডেকেছে, দেশটাই তো তাদের। আমরা ফজলুল হক অ্যাভিনিউতে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু প্রশাসন আমাদের রাস্তায় সমাবেশ করতে দিল না। এখন কীভাবে ফজলুল হক অ্যাভিনিউতে প্রশাসন অনুমতি দেয়?’
মনিরুজ্জামান ফারুক আরও বলেন, ‘আমাদের বিভাগীয় সমাবেশ দুপুর ২টা থেকে শুরু হবে। এরই মধ্যে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন।’
দুই দলের সমাবেশের বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুই দলের সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেই লক্ষ্যে পুলিশ সতর্ক রয়েছে।
এদিকে দুই দলের সমাবেশকে কেন্দ্র করে নগরের রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল সীমিত দেখা গেছে। বিভিন্ন পয়েন্টে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরের বটতলা, সাগরিদ, নুরিয়া স্কুল ও আমতলা মোড়ে অবস্থান করছে পুলিশ।

বরিশাল নগরে আজ শনিবার পাল্টাপাল্টি সমাবেশ করেছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ১০ দফা দাবিতে দুপুর ২টার দিকে বরিশাল জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। অন্যদিকে, সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও আজ বেলা ৩টার দিকে নগর ভবনের সামনে ফজলুল হক অ্যাভিনিউ সড়কে সমাবেশ করার তোড়জোড় চালাচ্ছে।
দুই দলেরই ভেন্যুতে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। কর্মীরাও আসতে শুরু করেছেন। তবে, দুই দলে পাল্টাপাল্টি সমাবেশের কারণে নগরে থমথমে অবস্থা বিরাজ করছে।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে নগর ভবনের সামনে গিয়ে দেখা গেছে, মঞ্চ তৈরির কাজ শেষ, চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। সমাবেশের কারণে ফজলুল হক অ্যাভিনিউ অনেকটা আটকে দেওয়া হয়েছে। কিছু কিছু নেতা-কর্মীও আসতে শুরু করেছেন। বিএনপির সমাবেশের প্রায় আধা কিলোমিটার দূরে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সমাবেশ। সমাবেশে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর উপস্থিত থাকার কথা রয়েছে।
এ বিষয়ে নগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর বলেন, ফজলুল হক অ্যাভিনিউ সড়কের নগর ভবনের সামনে আজ বিকেলে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস রোধে জেলা ও মহানগর আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করেছে।
একই দিন বিএনপির সমাবেশ প্রসঙ্গে এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘তাদের সমাবেশ তারা করবে। আমরা আমাদেরটা করব। এতে কোনো সমস্যা নেই।’
অন্যদিকে দুপুর ১২টা থেকেই বিএনপির সমাবেশস্থলে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। খণ্ড খণ্ড মিছিল করেও নেতা-কর্মীরা আসছেন। এরই মধ্যে সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বরিশালে এসে পৌঁছেছেন।
এ ব্যাপারে নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘সরকারি দল সমাবেশ ডেকেছে, দেশটাই তো তাদের। আমরা ফজলুল হক অ্যাভিনিউতে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু প্রশাসন আমাদের রাস্তায় সমাবেশ করতে দিল না। এখন কীভাবে ফজলুল হক অ্যাভিনিউতে প্রশাসন অনুমতি দেয়?’
মনিরুজ্জামান ফারুক আরও বলেন, ‘আমাদের বিভাগীয় সমাবেশ দুপুর ২টা থেকে শুরু হবে। এরই মধ্যে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন।’
দুই দলের সমাবেশের বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুই দলের সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেই লক্ষ্যে পুলিশ সতর্ক রয়েছে।
এদিকে দুই দলের সমাবেশকে কেন্দ্র করে নগরের রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল সীমিত দেখা গেছে। বিভিন্ন পয়েন্টে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরের বটতলা, সাগরিদ, নুরিয়া স্কুল ও আমতলা মোড়ে অবস্থান করছে পুলিশ।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে