Ajker Patrika

কুয়াকাটায় বাসার সামনে সাংবাদিককে কুপিয়ে জখম

পটুয়াখালী প্রতিনিধি
আহত সাংবাদিক জহিরুল ইসলাম মিরন। ছবি: সংগৃহীত
আহত সাংবাদিক জহিরুল ইসলাম মিরন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় এক সাংবাদিককে এলোপাতাড়ি কুপিয়ে আশঙ্কাজনক অবস্থায় বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটার তুলাতলী ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই সাংবাদিককে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক বরিশালে পাঠান।

আহত ওই সাংবাদিকের নাম জহিরুল ইসলাম মিরন। তিনি বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।

এদিকে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে রাত আনুমানিক সাড়ে ১২টার সময় গাড়ি থেকে বাসার সামনে নামেন। এ সময় তাঁকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তবে রাত গভীর থাকায় স্থানীয় কিংবা বাসার মানুষ টের পায়নি।

ওসি আরও বলেন, ‘ইতিমধ্যে ফিলিং স্টেশন ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আমাদের তদন্ত চলমান। আশা করি দ্রুত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারব।’

এদিকে সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে আশঙ্কা জনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান দায়িত্বরত চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম।

ইউএনও বলেন, ‘মিরন ভাইকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে। দুই হাত, মাথায় এবং দাড়ির নিচে জখম করেছে। এ ছাড়া বুকেও ছুরিকাঘাত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত