নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কমপ্লিট শাটডাউনের মধ্যে পরীক্ষার রুটিন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। পরে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি বাতিল, একাডেমিক স্বতন্ত্রতা, স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বারাই প্রশ্নপত্র তৈরিসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৪ মে থেকে একাডেমিক শাটডাউনের ঘোষণা করা হয়েছিল। ফলে সেই সময় থেকে ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ২৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষের একটি সভা হয়েছিল, কিন্তু সেই সভা থেকে ফলপ্রসূ তথ্য পাননি, তাঁরা শিক্ষার্থীদের দাবিগুলো উপেক্ষা করেছেন। যার কারণে শিক্ষার্থীরাও কমপ্লিট শাটডাউন কর্মসূচি অক্ষত রাখেন।
আন্দোলনরত শিক্ষার্থী মো. শাওন বলেন, ‘কলেজ প্রশাসন চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার আয়োজন করে, যা আমরা গতকাল শনিবার জানতে পারি। কিন্তু আমরা শিক্ষকদের আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির অনুকূলে দৃঢ় অবস্থানের কথা জানিয়ে দিই। তাই ক্যাম্পাসের বাইরে শারীরিক শিক্ষা কলেজে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা নিচ্ছে।’
এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবিগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত আমরা এমন কোনো কর্মসূচি দিইনি যাতে জনদুর্ভোগ হয়।’ তবে অচিরেই দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. লিটন রাব্বানী জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কার্যত অচল হয়ে পড়েছে বরিশালের ইঞ্জিনিয়ারিং কলেজ। তারপরও তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার চিন্তা করছেন।

কমপ্লিট শাটডাউনের মধ্যে পরীক্ষার রুটিন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। পরে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি বাতিল, একাডেমিক স্বতন্ত্রতা, স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বারাই প্রশ্নপত্র তৈরিসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৪ মে থেকে একাডেমিক শাটডাউনের ঘোষণা করা হয়েছিল। ফলে সেই সময় থেকে ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ২৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষের একটি সভা হয়েছিল, কিন্তু সেই সভা থেকে ফলপ্রসূ তথ্য পাননি, তাঁরা শিক্ষার্থীদের দাবিগুলো উপেক্ষা করেছেন। যার কারণে শিক্ষার্থীরাও কমপ্লিট শাটডাউন কর্মসূচি অক্ষত রাখেন।
আন্দোলনরত শিক্ষার্থী মো. শাওন বলেন, ‘কলেজ প্রশাসন চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার আয়োজন করে, যা আমরা গতকাল শনিবার জানতে পারি। কিন্তু আমরা শিক্ষকদের আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির অনুকূলে দৃঢ় অবস্থানের কথা জানিয়ে দিই। তাই ক্যাম্পাসের বাইরে শারীরিক শিক্ষা কলেজে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা নিচ্ছে।’
এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবিগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত আমরা এমন কোনো কর্মসূচি দিইনি যাতে জনদুর্ভোগ হয়।’ তবে অচিরেই দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. লিটন রাব্বানী জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কার্যত অচল হয়ে পড়েছে বরিশালের ইঞ্জিনিয়ারিং কলেজ। তারপরও তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার চিন্তা করছেন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে চারটি ইটভাটাকে ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় চারটি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
১৪ মিনিট আগে
মাদ্রাসার শ্রেণিকক্ষে প্রজেক্টরের মাধ্যমে ২০-২৫ জন নারীকে নিয়ে একটি রাজনৈতিক দলের ‘উঠান বৈঠক’ ও ‘ড্রয়িংরুম বৈঠক’-এর আয়োজন করা হয়। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।
২২ মিনিট আগে
কক্সবাজারের কুতুবদিয়ায় ভাইয়ের লাঠির আঘাতে বোন তপসী দাস (৪৩) নিহত হয়েছেন। নিহত তপসী দাস আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরাছড়া জেলেপাড়ার প্রবাদ দাসের স্ত্রী।
১ ঘণ্টা আগে
দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর নিচ থেকে উদ্ধার করা টাইম ফিউজ এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ) সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। আজ বৃহস্পতিবার অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিও) বোম ডিসপোজাল টিমের সদস্যরা নিরাপদভাবে এটিকে নিষ্ক্রিয় করেন।
১ ঘণ্টা আগে