নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কমপ্লিট শাটডাউনের মধ্যে পরীক্ষার রুটিন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। পরে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি বাতিল, একাডেমিক স্বতন্ত্রতা, স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বারাই প্রশ্নপত্র তৈরিসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৪ মে থেকে একাডেমিক শাটডাউনের ঘোষণা করা হয়েছিল। ফলে সেই সময় থেকে ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ২৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষের একটি সভা হয়েছিল, কিন্তু সেই সভা থেকে ফলপ্রসূ তথ্য পাননি, তাঁরা শিক্ষার্থীদের দাবিগুলো উপেক্ষা করেছেন। যার কারণে শিক্ষার্থীরাও কমপ্লিট শাটডাউন কর্মসূচি অক্ষত রাখেন।
আন্দোলনরত শিক্ষার্থী মো. শাওন বলেন, ‘কলেজ প্রশাসন চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার আয়োজন করে, যা আমরা গতকাল শনিবার জানতে পারি। কিন্তু আমরা শিক্ষকদের আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির অনুকূলে দৃঢ় অবস্থানের কথা জানিয়ে দিই। তাই ক্যাম্পাসের বাইরে শারীরিক শিক্ষা কলেজে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা নিচ্ছে।’
এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবিগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত আমরা এমন কোনো কর্মসূচি দিইনি যাতে জনদুর্ভোগ হয়।’ তবে অচিরেই দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. লিটন রাব্বানী জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কার্যত অচল হয়ে পড়েছে বরিশালের ইঞ্জিনিয়ারিং কলেজ। তারপরও তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার চিন্তা করছেন।

কমপ্লিট শাটডাউনের মধ্যে পরীক্ষার রুটিন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। পরে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি বাতিল, একাডেমিক স্বতন্ত্রতা, স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বারাই প্রশ্নপত্র তৈরিসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৪ মে থেকে একাডেমিক শাটডাউনের ঘোষণা করা হয়েছিল। ফলে সেই সময় থেকে ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ২৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষের একটি সভা হয়েছিল, কিন্তু সেই সভা থেকে ফলপ্রসূ তথ্য পাননি, তাঁরা শিক্ষার্থীদের দাবিগুলো উপেক্ষা করেছেন। যার কারণে শিক্ষার্থীরাও কমপ্লিট শাটডাউন কর্মসূচি অক্ষত রাখেন।
আন্দোলনরত শিক্ষার্থী মো. শাওন বলেন, ‘কলেজ প্রশাসন চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার আয়োজন করে, যা আমরা গতকাল শনিবার জানতে পারি। কিন্তু আমরা শিক্ষকদের আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির অনুকূলে দৃঢ় অবস্থানের কথা জানিয়ে দিই। তাই ক্যাম্পাসের বাইরে শারীরিক শিক্ষা কলেজে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা নিচ্ছে।’
এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবিগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত আমরা এমন কোনো কর্মসূচি দিইনি যাতে জনদুর্ভোগ হয়।’ তবে অচিরেই দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. লিটন রাব্বানী জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কার্যত অচল হয়ে পড়েছে বরিশালের ইঞ্জিনিয়ারিং কলেজ। তারপরও তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার চিন্তা করছেন।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৫ ঘণ্টা আগে