Ajker Patrika

আমতলীতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৪: ৩১
আমতলীতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

বোরো ধানখেতে পানি দিতে গিয়ে সেচ মেশিনে বিদ্যুতায়িত হয়ে কৃষক মো. খালেক মৃধা মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকালে উপজেলার গুলিশাখালী গ্রামের কৃষক খালেক মৃধা নিজের বোরো ধানখেতে বৈদ্যুতিক সেচ মেশিন দিয়ে পানি দিচ্ছিলেন। এ সময় বিদ্যুতায়িত হন তিনি। খবর পেয়ে স্বজনেরা তাঁকে দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তন্ময় রহমান তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মৃতের ছোট ভাই মালেক মৃধা বলেন, ‘আমার বড় ভাই বৈদ্যুতিক সেচ মেশিনে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।’ 

এ বিষয়ে ডা. তন্ময় রহমান বলেন, খালেক মৃধাকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত