Ajker Patrika

এই অর্জন বরিশাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করিয়ে দিয়েছে: উপাচার্য

প্রতিনিধি, বরিশাল
আপডেট : ০৩ জুলাই ২০২১, ২০: ০১
এই অর্জন বরিশাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করিয়ে দিয়েছে: উপাচার্য

আন্তর্জাতিক পর্যায় থেকে আমাদের শিক্ষার্থীদের এই অর্জন বরিশাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করিয়ে দিয়েছে। এভাবে ধীরে ধীরে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে। পরিবার, দেশের মানুষ, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার রাতে এক ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মো. ছাদেকুল আরেফিন এ বক্তব্য দেন। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর পেট্রোলিয়াম জিওলজিস্ট কর্তৃক এল অস্টিন আন্ডারগ্র্যাজুয়েট গ্র্যান্ড পাওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৫ শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।

ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানরিসার্চ গ্র্যান্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন ২০১৬-১৭ সেশনের ফয়সাল আহমেদ, হামিদা আক্তার, মোসাঃ লাবনী, মো. সাইফুল ইসলাম ও আফরোজা মিম।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান এবং সহকারী অধ্যাপক সুখেন গোস্বামী। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ডঃ ধীমান কুমার রায়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগের সদ্য সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মুহাম্মদ আব্দুল্লাহ সালমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত