বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে পুরোনো একটি সেতুর মালামাল চুরির ঘটনায় মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল শুক্রবার রাতে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল গাজী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
আজ শনিবার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাওন মৃধাকে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে পুরোনো ওই মালামাল চুরির পরদিন বৃহস্পতিবার রাতে মোকামিয়া এলাকার বাসা থেকে শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় বেতাগী থানা-পুলিশ।
মামলার আসামিরা হলেন—মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাওন মৃধা, সাধারণ সম্পাদক মো. আল আমিন খান, মো. সাইদুল মৃধা (২৫), মো. শাকিল (১৯), মো. মাহাবুব (৩০), মো. মাসুম (৩০) এবং মো. রাইহান (২৪)।
মামলার এজাহার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে মোকামিয়া ইউনিয়নের মাছুয়াখালি বাজারের পুরোনো একটি সেতুর লোহার ১২টি বিম চুরি হয়। পরদিন বৃহস্পতিবার সকালে মোকামিয়া ইউপি চেয়ারম্যান ঘটনাটি বেতাগী থানা-পুলিশকে জানালে তারা মালামাল উদ্ধারে অভিযান শুরু করে। একপর্যায়ে চুরির ঘটনায় জড়িত থাকা সন্দেহে মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাওন মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। অভিযুক্ত শাওন চুরির বিষয়টি স্বীকার করলে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া ৯টি লোহার বিম বরিশালের কাশিপুর এলাকার এক ভাঙ্গারি দোকান উদ্ধার করে।
মোকামিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকালে মোকামিয়া বাজারের নৈশপ্রহরী আমাকে জানায় বাজারের পুরোনো একটি সেতুর ১২ বিম চুরি হয়ে গেছে। আমি তাৎক্ষণিক চুরির ঘটনাটি থানায় জানাই। পুলিশ সন্দেহভাজন হিসেবে মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তাঁর দেওয়া তথ্য অনুসারে পুলিশ বরিশাল থেকে সেই মালামাল উদ্ধার করে।’
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুরোনো সেতুর মালামাল চুরির ঘটনায় ইউপি চেয়ারম্যান জালাল গাজী বাদী হয়ে শুক্রবার রাতে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় শাওনকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

বরগুনার বেতাগীতে পুরোনো একটি সেতুর মালামাল চুরির ঘটনায় মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল শুক্রবার রাতে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল গাজী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
আজ শনিবার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাওন মৃধাকে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে পুরোনো ওই মালামাল চুরির পরদিন বৃহস্পতিবার রাতে মোকামিয়া এলাকার বাসা থেকে শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় বেতাগী থানা-পুলিশ।
মামলার আসামিরা হলেন—মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাওন মৃধা, সাধারণ সম্পাদক মো. আল আমিন খান, মো. সাইদুল মৃধা (২৫), মো. শাকিল (১৯), মো. মাহাবুব (৩০), মো. মাসুম (৩০) এবং মো. রাইহান (২৪)।
মামলার এজাহার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে মোকামিয়া ইউনিয়নের মাছুয়াখালি বাজারের পুরোনো একটি সেতুর লোহার ১২টি বিম চুরি হয়। পরদিন বৃহস্পতিবার সকালে মোকামিয়া ইউপি চেয়ারম্যান ঘটনাটি বেতাগী থানা-পুলিশকে জানালে তারা মালামাল উদ্ধারে অভিযান শুরু করে। একপর্যায়ে চুরির ঘটনায় জড়িত থাকা সন্দেহে মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাওন মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। অভিযুক্ত শাওন চুরির বিষয়টি স্বীকার করলে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া ৯টি লোহার বিম বরিশালের কাশিপুর এলাকার এক ভাঙ্গারি দোকান উদ্ধার করে।
মোকামিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকালে মোকামিয়া বাজারের নৈশপ্রহরী আমাকে জানায় বাজারের পুরোনো একটি সেতুর ১২ বিম চুরি হয়ে গেছে। আমি তাৎক্ষণিক চুরির ঘটনাটি থানায় জানাই। পুলিশ সন্দেহভাজন হিসেবে মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তাঁর দেওয়া তথ্য অনুসারে পুলিশ বরিশাল থেকে সেই মালামাল উদ্ধার করে।’
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পুরোনো সেতুর মালামাল চুরির ঘটনায় ইউপি চেয়ারম্যান জালাল গাজী বাদী হয়ে শুক্রবার রাতে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় শাওনকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
৪২ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে