নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমম্বয়কেরা বলেছেন, ২৪–এর গণঅভুত্থানে ৫ আগস্টের আগে আমাদের মধ্যে কোনো বিভাজন ছিল না। সফল অভ্যুত্থান শেষে যখন রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের প্রশ্ন এসেছে তখনই বিভাজন তৈরি হয়েছে। বিভাজিত হলে নতুন স্বাধীনতা ব্যর্থ হবে।
আজ সোমবার কেন্দ্রীয় সমন্বয়কদের একটি দল বরিশালের বিভিন্ন সভায় এসব কথা বলেন। দিনব্যাপী সফরে সকালে তাঁরা বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমম্বয়কদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া গণআন্দোলনে নিহত–আহত পরিবারের বাসায় গিয়ে খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
সমন্বয়কেরা বলেন, এর আগে একাত্তর ও নব্বইয়ের গণঅভ্যুত্থানেও একই ঘটনা ঘটেছে। অভ্যুত্থানের পর আমরা বিভাজিত হয়ে যাই। এবার আন্দোলনের সঙ্গে সবাইকে একযোগে জনসাধারণের কল্যাণে রাষ্ট্র সংস্কারের কাজ করতে হবে। যদি বিভাজিত হই, আমাদের নতুন স্বাধীনতা ব্যর্থ হবে।
তাঁরা আরও বলেন, ফ্যাসিস্ট শুধু শেখ হাসিনাই ছিলেন না; বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও জায়গায় ফ্যাসিস্ট বিরাজমান ছিল। এগুলো উপড়ে ফেলতে হবে। আমরা শুধু স্বৈরাচারের পতন ঘটিয়েছি। আমাদের দায়িত্ব এখনই শেষ হয়ে যায়নি। রাষ্ট্র একক ব্যক্তির হবে না, সবার হবে, সেভাবেই সংস্কার করতে হবে।
সভায় বক্তব্য দেন–কেন্দ্রীয় সমন্বয়ক ঢাবির আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এমএ সৈয়দ রাইয়ান ফেরদৌস, বদরুন্নেছা কলেজের সিনথিয়া জাহিন আয়েশা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হাসিবুল হোসাইন শান্ত, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মোবাশ্বেরা করিম মিমি, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৌহিদ আহমেদ আশিক, ঢাকা কলেজের জিহাদ হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শহিদুল ইসলাম প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমম্বয়কেরা বলেছেন, ২৪–এর গণঅভুত্থানে ৫ আগস্টের আগে আমাদের মধ্যে কোনো বিভাজন ছিল না। সফল অভ্যুত্থান শেষে যখন রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের প্রশ্ন এসেছে তখনই বিভাজন তৈরি হয়েছে। বিভাজিত হলে নতুন স্বাধীনতা ব্যর্থ হবে।
আজ সোমবার কেন্দ্রীয় সমন্বয়কদের একটি দল বরিশালের বিভিন্ন সভায় এসব কথা বলেন। দিনব্যাপী সফরে সকালে তাঁরা বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমম্বয়কদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া গণআন্দোলনে নিহত–আহত পরিবারের বাসায় গিয়ে খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
সমন্বয়কেরা বলেন, এর আগে একাত্তর ও নব্বইয়ের গণঅভ্যুত্থানেও একই ঘটনা ঘটেছে। অভ্যুত্থানের পর আমরা বিভাজিত হয়ে যাই। এবার আন্দোলনের সঙ্গে সবাইকে একযোগে জনসাধারণের কল্যাণে রাষ্ট্র সংস্কারের কাজ করতে হবে। যদি বিভাজিত হই, আমাদের নতুন স্বাধীনতা ব্যর্থ হবে।
তাঁরা আরও বলেন, ফ্যাসিস্ট শুধু শেখ হাসিনাই ছিলেন না; বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও জায়গায় ফ্যাসিস্ট বিরাজমান ছিল। এগুলো উপড়ে ফেলতে হবে। আমরা শুধু স্বৈরাচারের পতন ঘটিয়েছি। আমাদের দায়িত্ব এখনই শেষ হয়ে যায়নি। রাষ্ট্র একক ব্যক্তির হবে না, সবার হবে, সেভাবেই সংস্কার করতে হবে।
সভায় বক্তব্য দেন–কেন্দ্রীয় সমন্বয়ক ঢাবির আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এমএ সৈয়দ রাইয়ান ফেরদৌস, বদরুন্নেছা কলেজের সিনথিয়া জাহিন আয়েশা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হাসিবুল হোসাইন শান্ত, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মোবাশ্বেরা করিম মিমি, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৌহিদ আহমেদ আশিক, ঢাকা কলেজের জিহাদ হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শহিদুল ইসলাম প্রমুখ।

নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
৭ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১১ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
২৫ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে