বরগুনা ও পাথরঘাটা প্রতিনিধি

সাগরে চলছে ইলিশের ভরা মৌসুম। এ ভরা মৌসুমেও জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। এ সময় অন্য সকল জেলেরা খালি হাতে ফিরে আসলেও বঙ্গোপসাগর থেকে ৭৫ মণ ইলিশ শিকার করে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে ফিরেছে একটি ট্রলার। সে ইলিশগুলো ১৮ লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সকালে ট্রলারে এফবি সাফওয়ান নামের ট্রলারটি ঘাটে ফিরেছে। ট্রলারটির মালিক পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।
ট্রলার মালিক মোস্তফা গোলাম কবির বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে বাজার সওদা করে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে বঙ্গোপসাগরে পাঠিয়েছি। সোমবার গভীর রাতে ইলিশ নিয়ে ঘাটে ফিরেছে। মাছগুলো বিক্রি করার জন্য মঙ্গলবার সকালে ট্রাকে করে বাগেরহাট পাঠিয়েছিলাম। সেখানে ১৮ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।’
গোলাম কবির বলেন, ‘বর্তমান সময়ে ইলিশের ভরা মৌসুমেও যখন জেলেদের জালে মিলছে না, তখন আমার ট্রলারে এত ইলিশ কীভাবে পেয়েছি, অনেকেই এমন প্রশ্ন করেছেন—আসলে আমার ট্রলার অন্য ট্রলারের চেয়ে আধুনিক উন্নত মানের। আমার ট্রলারগুলো এমনভাবে তৈরি যে গভীর সমুদ্রে জেলেরা বিচরণ করতে পারে এবং আধুনিক ইঞ্জিনের সংযোজন করা আছে। সে কারণে জেলেরা সমুদ্রের যে কোনো জায়গায় বিচরণ করে জাল ফেলতে পারে। এ কারণেই আমি অন্যদের চেয়ে বেশি ইলিশ শিকার করতে পারি।’
এফবি সাফওয়ান ট্রলারের মাঝি দুলাল মিয়া বলেন, ‘আমরা এবার যে মাছ পেয়েছি, আমাদের ট্রলার মালিক ও জেলে সবাই মহা খুশি। আসলে আমরা গভীর সমুদ্রে গিয়ে জাল ফেলেছিলাম। জাল টানতেই দেখি ঝাঁকে ঝাঁকে ইলিশ জালে ধরা পড়েছে। মাত্র দুইবার জাল পেতেই যে মাছ পেয়েছি ট্রলারের আর মাছ নেওয়ার জায়গা ছিল না। ট্রলার ভরে নিয়ে এসেছি।’
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘জেলেরা মাছ না পাওয়ায় হতাশ হয়েই ফিরে আসছে ঘাটে। খুব সমস্যার মধ্যেই তাদের দিন কাটছে, এরই মধ্যে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যানের ট্রলারের জেলেরা ৭৫ মণ ইলিশ পেয়েছে, এটাতো আমাদের জন্য খুশির খবর। মনে হয় ধীরে ধীরে মাছ ধরা পরতে শুরু করবে জেলেদের জালে। সব জেলেরা এ পরিমাণ মাছ পেলে ট্রলার মালিকেরা পেছনের ধার দেনা কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছি।’
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘গভীর সমুদ্রে এখন প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ছে এবং ওই ইলিশের সাইজেও এখন বড়। তবে উপকূলের কাছাকাছি এখনো অনেক কম মাছ পাওয়া যাচ্ছে। ধারণা করছি সামনের সময় জেলেদের জলে আরও ইলিশ ধরা পরবে।’

সাগরে চলছে ইলিশের ভরা মৌসুম। এ ভরা মৌসুমেও জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। এ সময় অন্য সকল জেলেরা খালি হাতে ফিরে আসলেও বঙ্গোপসাগর থেকে ৭৫ মণ ইলিশ শিকার করে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে ফিরেছে একটি ট্রলার। সে ইলিশগুলো ১৮ লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সকালে ট্রলারে এফবি সাফওয়ান নামের ট্রলারটি ঘাটে ফিরেছে। ট্রলারটির মালিক পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।
ট্রলার মালিক মোস্তফা গোলাম কবির বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে বাজার সওদা করে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে বঙ্গোপসাগরে পাঠিয়েছি। সোমবার গভীর রাতে ইলিশ নিয়ে ঘাটে ফিরেছে। মাছগুলো বিক্রি করার জন্য মঙ্গলবার সকালে ট্রাকে করে বাগেরহাট পাঠিয়েছিলাম। সেখানে ১৮ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।’
গোলাম কবির বলেন, ‘বর্তমান সময়ে ইলিশের ভরা মৌসুমেও যখন জেলেদের জালে মিলছে না, তখন আমার ট্রলারে এত ইলিশ কীভাবে পেয়েছি, অনেকেই এমন প্রশ্ন করেছেন—আসলে আমার ট্রলার অন্য ট্রলারের চেয়ে আধুনিক উন্নত মানের। আমার ট্রলারগুলো এমনভাবে তৈরি যে গভীর সমুদ্রে জেলেরা বিচরণ করতে পারে এবং আধুনিক ইঞ্জিনের সংযোজন করা আছে। সে কারণে জেলেরা সমুদ্রের যে কোনো জায়গায় বিচরণ করে জাল ফেলতে পারে। এ কারণেই আমি অন্যদের চেয়ে বেশি ইলিশ শিকার করতে পারি।’
এফবি সাফওয়ান ট্রলারের মাঝি দুলাল মিয়া বলেন, ‘আমরা এবার যে মাছ পেয়েছি, আমাদের ট্রলার মালিক ও জেলে সবাই মহা খুশি। আসলে আমরা গভীর সমুদ্রে গিয়ে জাল ফেলেছিলাম। জাল টানতেই দেখি ঝাঁকে ঝাঁকে ইলিশ জালে ধরা পড়েছে। মাত্র দুইবার জাল পেতেই যে মাছ পেয়েছি ট্রলারের আর মাছ নেওয়ার জায়গা ছিল না। ট্রলার ভরে নিয়ে এসেছি।’
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘জেলেরা মাছ না পাওয়ায় হতাশ হয়েই ফিরে আসছে ঘাটে। খুব সমস্যার মধ্যেই তাদের দিন কাটছে, এরই মধ্যে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যানের ট্রলারের জেলেরা ৭৫ মণ ইলিশ পেয়েছে, এটাতো আমাদের জন্য খুশির খবর। মনে হয় ধীরে ধীরে মাছ ধরা পরতে শুরু করবে জেলেদের জালে। সব জেলেরা এ পরিমাণ মাছ পেলে ট্রলার মালিকেরা পেছনের ধার দেনা কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছি।’
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘গভীর সমুদ্রে এখন প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ছে এবং ওই ইলিশের সাইজেও এখন বড়। তবে উপকূলের কাছাকাছি এখনো অনেক কম মাছ পাওয়া যাচ্ছে। ধারণা করছি সামনের সময় জেলেদের জলে আরও ইলিশ ধরা পরবে।’

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে