তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে রুমা আক্তার (১৬) নামে এক কলেজছাত্রী। পরে পুলিশ ঝুলন্ত অবস্থায় রুমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে প্রেমিক কাইউম (২৭) পলাতক।
আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার শিকারীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। রুমা তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। শিকারীপাড়া এলাকার আলাউদ্দিন মোল্লার মেয়ে। আর কাইউম বরিশালের একটি কলেজে পড়াশোনা করেন। তিনি একই এলাকার হাফিজুর হাওলাদারের ছেলে।
সুইসাইড নোটে ওই ছাত্রী উল্লেখ করেছে, ‘আমার মুত্যুর জন্য কেউ দায়ী নয়। বাবা ও মা তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি কাইউমকে ভালোবাসি, আমাদের প্রেম খাঁটি ছিল। শুধু একদিন বাজার থেকে গাড়িতে করে বাড়িতে যাওয়ার সময় আমি কাইউমের হাত ধরেছি। এ ছাড়া আমাদের ভিতরে আর কোনো সম্পর্ক হয়নি। ভালো থেকো বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি।’
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তালতলী থেকে কোচিং করে সকাল ১০টায় বাড়িতে ফেরে রুমা। এরপর বাবা আলাউদ্দিন মোল্লার সঙ্গে সকালের খাবার খায়। পরে বাবা ও মা মাঠে ধান শুকাতে যান। কিছুক্ষণ পর বাবা-মা বাসায় ফিরে দেখেন বাড়ির দরজা ভেতর থেকে লাগানো। মেয়েকে ডাকাডাকি করেন কিন্তু কোনো আওয়াজ পান না। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন মেয়ে ঝুলন্ত অবস্থায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।
প্রতিবেশীরা বলেন, রুমা ও কাইউম উভয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। রুমাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজা হচ্ছিল। আজ পাত্রপক্ষ রুমাদের বাড়িতে আসার কথা ছিল। এ জন্যই রুমা আত্মহত্যা করেছে বলে তাঁদের ধারণা।
রুমার বাবা আলাউদ্দিন মোল্লা বলেন, ‘আমার মেয়ে সকাল সাড়ে ১০টা থেকে ১২টার ভেতরে যেকোনো সময় প্রথমে বিষ পান করে, পরে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।’
তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বরগুনা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটি সুইসাইড নোট উদ্ধার করেছি।’

বরগুনার তালতলীতে পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে রুমা আক্তার (১৬) নামে এক কলেজছাত্রী। পরে পুলিশ ঝুলন্ত অবস্থায় রুমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে প্রেমিক কাইউম (২৭) পলাতক।
আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার শিকারীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। রুমা তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। শিকারীপাড়া এলাকার আলাউদ্দিন মোল্লার মেয়ে। আর কাইউম বরিশালের একটি কলেজে পড়াশোনা করেন। তিনি একই এলাকার হাফিজুর হাওলাদারের ছেলে।
সুইসাইড নোটে ওই ছাত্রী উল্লেখ করেছে, ‘আমার মুত্যুর জন্য কেউ দায়ী নয়। বাবা ও মা তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি কাইউমকে ভালোবাসি, আমাদের প্রেম খাঁটি ছিল। শুধু একদিন বাজার থেকে গাড়িতে করে বাড়িতে যাওয়ার সময় আমি কাইউমের হাত ধরেছি। এ ছাড়া আমাদের ভিতরে আর কোনো সম্পর্ক হয়নি। ভালো থেকো বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি।’
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তালতলী থেকে কোচিং করে সকাল ১০টায় বাড়িতে ফেরে রুমা। এরপর বাবা আলাউদ্দিন মোল্লার সঙ্গে সকালের খাবার খায়। পরে বাবা ও মা মাঠে ধান শুকাতে যান। কিছুক্ষণ পর বাবা-মা বাসায় ফিরে দেখেন বাড়ির দরজা ভেতর থেকে লাগানো। মেয়েকে ডাকাডাকি করেন কিন্তু কোনো আওয়াজ পান না। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন মেয়ে ঝুলন্ত অবস্থায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।
প্রতিবেশীরা বলেন, রুমা ও কাইউম উভয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। রুমাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজা হচ্ছিল। আজ পাত্রপক্ষ রুমাদের বাড়িতে আসার কথা ছিল। এ জন্যই রুমা আত্মহত্যা করেছে বলে তাঁদের ধারণা।
রুমার বাবা আলাউদ্দিন মোল্লা বলেন, ‘আমার মেয়ে সকাল সাড়ে ১০টা থেকে ১২টার ভেতরে যেকোনো সময় প্রথমে বিষ পান করে, পরে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।’
তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বরগুনা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটি সুইসাইড নোট উদ্ধার করেছি।’

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৩১ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে