বরগুনা প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে ভারতীয় জলসীমায় চলে যাওয়া ৩২ জেলেকে হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড। আজ মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার হওয়া জেলেরা মোংলা পৌঁছেছেন। এর আগে সকালে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ থেকে উদ্ধার করা জেলেদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলায়। রাতেই জেলেদের স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
মোস্তফা চৌধুরী বলেন, বৈরী আবহাওয়া এবং ইঞ্জিনের ত্রুটির কারণে ফিশিং ট্রলার ‘এফভি জান্নাতুল ফেরদৌস, এফভি আব্দুল্লাহ-১ ও এফভি মায়ের দোয়া’ ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়। সমুদ্রে টহলরত অবস্থায় ভারতীয় কোস্টগার্ড জাহাজ গত শনিবার সকাল সাড়ে ৭টার সময় ভারতীয় জলসীমায় ১০ জন জেলেকে উদ্ধার করে এবং তাদের মাধ্যমে জানা যায় আরও মাঝি নিখোঁজ রয়েছে। পরবর্তীতে ভারতীয় কোস্টগার্ড তাদের জাহাজের মাধ্যমে নিখোঁজ জেলেদের উদ্ধারে টহল জোরদার করে এবং আরও ২২ জন জেলেসহ সর্বমোট ৩২ জনকে উদ্ধার করে। এরপর ভারতীয় কোস্টগার্ড আজ (মঙ্গলবার) দুই দেশের কোস্টগার্ডের সমঝোতার মাধ্যমে ৩২ জেলেকে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিনের কাছে হস্তান্তর করে। এরপর বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ অপরাজেয় বাংলায় মাধ্যমে জেলেদের মোংলা সদর দপ্তরে আনা হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘ভারতে উদ্ধার হওয়া জেলেদের খবর শুনে আমরা ভারতের কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করি। তারা ফিরিয়ে দিতে রাজি হওয়ার পর সমঝোতার মাধ্যমে ৩২ জেলেকে বুঝে পেয়েছি। বর্তমানে তারা মোংলা সদর দপ্তরে আছে। জেলেদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা চলছে।’

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে ভারতীয় জলসীমায় চলে যাওয়া ৩২ জেলেকে হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড। আজ মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার হওয়া জেলেরা মোংলা পৌঁছেছেন। এর আগে সকালে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ থেকে উদ্ধার করা জেলেদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলায়। রাতেই জেলেদের স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
মোস্তফা চৌধুরী বলেন, বৈরী আবহাওয়া এবং ইঞ্জিনের ত্রুটির কারণে ফিশিং ট্রলার ‘এফভি জান্নাতুল ফেরদৌস, এফভি আব্দুল্লাহ-১ ও এফভি মায়ের দোয়া’ ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়। সমুদ্রে টহলরত অবস্থায় ভারতীয় কোস্টগার্ড জাহাজ গত শনিবার সকাল সাড়ে ৭টার সময় ভারতীয় জলসীমায় ১০ জন জেলেকে উদ্ধার করে এবং তাদের মাধ্যমে জানা যায় আরও মাঝি নিখোঁজ রয়েছে। পরবর্তীতে ভারতীয় কোস্টগার্ড তাদের জাহাজের মাধ্যমে নিখোঁজ জেলেদের উদ্ধারে টহল জোরদার করে এবং আরও ২২ জন জেলেসহ সর্বমোট ৩২ জনকে উদ্ধার করে। এরপর ভারতীয় কোস্টগার্ড আজ (মঙ্গলবার) দুই দেশের কোস্টগার্ডের সমঝোতার মাধ্যমে ৩২ জেলেকে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিনের কাছে হস্তান্তর করে। এরপর বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ অপরাজেয় বাংলায় মাধ্যমে জেলেদের মোংলা সদর দপ্তরে আনা হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘ভারতে উদ্ধার হওয়া জেলেদের খবর শুনে আমরা ভারতের কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করি। তারা ফিরিয়ে দিতে রাজি হওয়ার পর সমঝোতার মাধ্যমে ৩২ জেলেকে বুঝে পেয়েছি। বর্তমানে তারা মোংলা সদর দপ্তরে আছে। জেলেদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা চলছে।’

ঢাকার কলোনি-আশুলিয়া মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল থেকে বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১১ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উপশাখা থেকে অবৈধভাবে বালু তোলায় একজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা এই ভ্রাম্যমাণ আদালত
২২ মিনিট আগে
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতাকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
২৫ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকছেদুল মোমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক তাঁকে এই জরিমানা করেন।
২৯ মিনিট আগে