নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একই সময়ে নতুন করে ১০৫ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন আব্দুল করিম (৫০) ও ইউসুফ খন্দকার (৭০)।
আব্দুল করিম বরগুনার বেতাগীর কালিকাবাড়ির বাসিন্দা ছিলেন। তিনি গত মঙ্গলবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ইউসুফ খন্দকারের পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালীর বাসিন্দা ছিলেন। তিনি গতকাল কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা গেছে, বরিশালের ছয় জেলার মধ্যে ডেঙ্গুর হটস্পট বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি। চলতি বছর বিভাগজুড়ে মোট আক্রান্ত ৪ হাজার ৩০৫ জনের মধ্যে বরগুনার বাসিন্দাই ২ হাজার ৬৩২ জন। মারা গেছেন ১১ জন। তাদের মধ্যে বরগুনার ৬ জন। এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।
বরিশাল স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন ভর্তি হয়। এ ছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় চারজন। পটুয়াখালীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তিন, ভোলা সদর হাসপাতালে এক, বরগুনায় ৭০ জন ভর্তি হয়েছে। ঝালকাঠি ও পিরোজপুরে ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। একই সময়ে ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যত রোগী ভর্তি হয়েছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি। কারণ, অনেকে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছে। সেই সংখ্যা আমাদের কাছে থাকলে সবাই বুঝত, ডেঙ্গু কত ভয়াবহ আকার ধারণ করেছে।’

বরিশালে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একই সময়ে নতুন করে ১০৫ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন আব্দুল করিম (৫০) ও ইউসুফ খন্দকার (৭০)।
আব্দুল করিম বরগুনার বেতাগীর কালিকাবাড়ির বাসিন্দা ছিলেন। তিনি গত মঙ্গলবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ইউসুফ খন্দকারের পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালীর বাসিন্দা ছিলেন। তিনি গতকাল কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা গেছে, বরিশালের ছয় জেলার মধ্যে ডেঙ্গুর হটস্পট বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি। চলতি বছর বিভাগজুড়ে মোট আক্রান্ত ৪ হাজার ৩০৫ জনের মধ্যে বরগুনার বাসিন্দাই ২ হাজার ৬৩২ জন। মারা গেছেন ১১ জন। তাদের মধ্যে বরগুনার ৬ জন। এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।
বরিশাল স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন ভর্তি হয়। এ ছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় চারজন। পটুয়াখালীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তিন, ভোলা সদর হাসপাতালে এক, বরগুনায় ৭০ জন ভর্তি হয়েছে। ঝালকাঠি ও পিরোজপুরে ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। একই সময়ে ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যত রোগী ভর্তি হয়েছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি। কারণ, অনেকে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছে। সেই সংখ্যা আমাদের কাছে থাকলে সবাই বুঝত, ডেঙ্গু কত ভয়াবহ আকার ধারণ করেছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে