পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

হঠাৎ গভীর বঙ্গোপসাগরে জেলি ফিশ বেড়ে যাওয়ায় মাছ শিকার বন্ধ করে খালি হাতে ঘাটে ফিরছেন জেলেরা। ফলে জেলে পরিবারগুলোর এবারের ঈদের আনন্দ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।
গতকাল রোববার জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সাগর থেকে ফিরে আসা এফবি জাহানারা এবং এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝিদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কয়েক দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে এফবি জাহানারা ও এফবি মায়ের দোয়া ট্রলারটি ১৫ দিনের রসদ সামগ্রী নিয়ে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যায়। কিন্তু জালের প্রচুর জেলি ফিশ উঠতে থাকে। একপর্যায় জেলেদের মাছ ধরা বন্ধ করে জাল ফেলে রেখে খালি হাতে ঘাটে ফিরে আসতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অসংখ্য জেলি ফিশ সাগরে ভেসে বেড়াচ্ছে। জাল ফেললেই লাখ লাখ জেলি ফিশ জালে বেঁধে যায়। যার জন্য জাল ট্রলারে ওঠানো যায় না। জেলেরা এর আগে এত জেলি ফিশ সাগরে দেখেনি।’ এই জেলি ফিশগুলো জেলেদের শরীরে লাগলে চুলকায় এবং ক্ষত হয়ে যায় বলেও জানান তিনি।
জেলি ফিশ এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। এদের পৃথিবীর সব মহাসাগরেই দেখা যায়। নামে ‘ফিশ’ হলেও এটি মাছ নয়। এর মেরুদণ্ড নেই। ঘণ্টাকৃতি জেলি সদৃশ প্রাণীটি প্রাণীজগতের নিডারিয়া পর্বের সিফোজোয়া শ্রেণির অন্তর্গত। ছাতার মতো অংশ এবং ঝুলে পড়া কর্ষিকা—এ দুই অংশে প্রাণীটির দেহ গঠিত।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার আপু আজকের পত্রিকাকে বলেন, ‘জেলি ফিশের ঘটনাটি আমি এরই মধ্যে জেনেছি। এই জেলি ফিশের জন্য বর্তমানে জেলেরা সাগরে যাচ্ছে না।’
দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে জেলি ফিশের আধিক্য বেড়েছে বলে তার ধারণা। বৃষ্টি হলে এগুলো কমে যাবে বলেও জানান তিনি।

হঠাৎ গভীর বঙ্গোপসাগরে জেলি ফিশ বেড়ে যাওয়ায় মাছ শিকার বন্ধ করে খালি হাতে ঘাটে ফিরছেন জেলেরা। ফলে জেলে পরিবারগুলোর এবারের ঈদের আনন্দ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।
গতকাল রোববার জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সাগর থেকে ফিরে আসা এফবি জাহানারা এবং এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝিদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কয়েক দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে এফবি জাহানারা ও এফবি মায়ের দোয়া ট্রলারটি ১৫ দিনের রসদ সামগ্রী নিয়ে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যায়। কিন্তু জালের প্রচুর জেলি ফিশ উঠতে থাকে। একপর্যায় জেলেদের মাছ ধরা বন্ধ করে জাল ফেলে রেখে খালি হাতে ঘাটে ফিরে আসতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অসংখ্য জেলি ফিশ সাগরে ভেসে বেড়াচ্ছে। জাল ফেললেই লাখ লাখ জেলি ফিশ জালে বেঁধে যায়। যার জন্য জাল ট্রলারে ওঠানো যায় না। জেলেরা এর আগে এত জেলি ফিশ সাগরে দেখেনি।’ এই জেলি ফিশগুলো জেলেদের শরীরে লাগলে চুলকায় এবং ক্ষত হয়ে যায় বলেও জানান তিনি।
জেলি ফিশ এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। এদের পৃথিবীর সব মহাসাগরেই দেখা যায়। নামে ‘ফিশ’ হলেও এটি মাছ নয়। এর মেরুদণ্ড নেই। ঘণ্টাকৃতি জেলি সদৃশ প্রাণীটি প্রাণীজগতের নিডারিয়া পর্বের সিফোজোয়া শ্রেণির অন্তর্গত। ছাতার মতো অংশ এবং ঝুলে পড়া কর্ষিকা—এ দুই অংশে প্রাণীটির দেহ গঠিত।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার আপু আজকের পত্রিকাকে বলেন, ‘জেলি ফিশের ঘটনাটি আমি এরই মধ্যে জেনেছি। এই জেলি ফিশের জন্য বর্তমানে জেলেরা সাগরে যাচ্ছে না।’
দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে জেলি ফিশের আধিক্য বেড়েছে বলে তার ধারণা। বৃষ্টি হলে এগুলো কমে যাবে বলেও জানান তিনি।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৭ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
২০ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
৪৩ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে