বরগুনা প্রতিনিধি

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এমন পরিস্থিতিতে বরগুনা জেনারেল হাসপাতালে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সেখানে জরুরি ভিত্তিতে দুজন চিকিৎসক ও ১০ জন নার্সকে পদায়ন করা হয়েছে।
এদিকে জেলায় ডেঙ্গু আক্রান্ত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে যাত্রাবাড়ী এলাকায় তিনি মারা যান। মারা যাওয়া পাপড়ি বেগম (৬৫) শহরের কলেজ ব্রাঞ্চ এলাকার মো. মোফাজ্জেল হোসেনের স্ত্রী। তিনি ছয় দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় নতুন আক্রান্ত ৬৭ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্য বরগুনা জেনারেল হাসপাতালে ৫৮ ও বাকিরা বিভিন্ন উপজেলা হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে জেলায় ডেঙ্গু রোগী ভর্তি আছে ২৬১ জন। চলতি বছর এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০৮ জন।
জেলার সিভিল সার্জন আবুল ফাত্তাহ বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে। তাদের মধ্যে দুজন বরগুনা জেনারেল হাসপাতালে এবং একজন ঢাকায় নেওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় মারা যায়। নানামুখী সংকটের মধ্যেও জেলা স্বাস্থ্য প্রশাসন ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চিকিৎসাব্যবস্থা নিয়ে কথা হলে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. রেজোয়ানুর আলম বলেন, ‘একের পর এক ডেঙ্গু রোগী আসছে। চিকিৎসকের সংকট থাকায় আমরা হিমশিম খাচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক গতকাল দুজন চিকিৎসক এখানে পদায়ন দিয়েছেন। আজ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে জরুরি ভিত্তিতে ১০ জন সিনিয়র স্টাফ নার্সকে পদায়ন করা হয়েছে। তাঁদের ১৪ জুন বরগুনায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।’

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এমন পরিস্থিতিতে বরগুনা জেনারেল হাসপাতালে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সেখানে জরুরি ভিত্তিতে দুজন চিকিৎসক ও ১০ জন নার্সকে পদায়ন করা হয়েছে।
এদিকে জেলায় ডেঙ্গু আক্রান্ত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে যাত্রাবাড়ী এলাকায় তিনি মারা যান। মারা যাওয়া পাপড়ি বেগম (৬৫) শহরের কলেজ ব্রাঞ্চ এলাকার মো. মোফাজ্জেল হোসেনের স্ত্রী। তিনি ছয় দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় নতুন আক্রান্ত ৬৭ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্য বরগুনা জেনারেল হাসপাতালে ৫৮ ও বাকিরা বিভিন্ন উপজেলা হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে জেলায় ডেঙ্গু রোগী ভর্তি আছে ২৬১ জন। চলতি বছর এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০৮ জন।
জেলার সিভিল সার্জন আবুল ফাত্তাহ বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে। তাদের মধ্যে দুজন বরগুনা জেনারেল হাসপাতালে এবং একজন ঢাকায় নেওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় মারা যায়। নানামুখী সংকটের মধ্যেও জেলা স্বাস্থ্য প্রশাসন ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চিকিৎসাব্যবস্থা নিয়ে কথা হলে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. রেজোয়ানুর আলম বলেন, ‘একের পর এক ডেঙ্গু রোগী আসছে। চিকিৎসকের সংকট থাকায় আমরা হিমশিম খাচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক গতকাল দুজন চিকিৎসক এখানে পদায়ন দিয়েছেন। আজ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে জরুরি ভিত্তিতে ১০ জন সিনিয়র স্টাফ নার্সকে পদায়ন করা হয়েছে। তাঁদের ১৪ জুন বরগুনায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।’

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
৬ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১৬ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
২৪ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে