আমতলী (বরগুনা) প্রতিনিধি

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলার খলিয়ান বাসস্ট্যান্ডে মাহেন্দ্রের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক মো. আল আমিন (৩৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় ফিল্ড অফিসার আবু তাহের শুভ আহত হয়েছেন।
নিহত আল আমিন শরীয়তপুরের সুবেদারকান্দি গ্রামের সিকিন আলী সিকদারের ছেলে। তিনি এনএসআইয়ের বরগুনা অফিসের সহকারী পরিচালক ছিলেন।
জানা গেছে, গতকাল বিকেলে এনএসআইয়ের সহকারী পরিচালক আল আমিন ও ফিল্ড অফিসার আবু তাহের তদন্তকাজের জন্য মোটরসাইকেলে করে কলাপাড়ায় যান। কাজ শেষে বরগুনায় ফেরার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর খলিয়ান বাসস্ট্যান্ডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মাহেন্দ্রের পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তাঁরা। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোছা জান্নাতুল আক্তার আল আমিনকে মৃত ঘোষণা করেন।
আবু তাহেরের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই মাহেন্দ্রটি জব্দ করে থানায় আনা হয়। গতকাল রাতেই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী জানান, খলিয়ান বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি মাহেন্দ্রের পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজন নিহত ও একজন আহত হন। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে মেডিকেল অফিসার জান্নাতুল আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই এনএসআইয়ের সহকারী পরিচালক মারা গেছেন। আহত আবু তাহেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, রাতেই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলার খলিয়ান বাসস্ট্যান্ডে মাহেন্দ্রের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক মো. আল আমিন (৩৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় ফিল্ড অফিসার আবু তাহের শুভ আহত হয়েছেন।
নিহত আল আমিন শরীয়তপুরের সুবেদারকান্দি গ্রামের সিকিন আলী সিকদারের ছেলে। তিনি এনএসআইয়ের বরগুনা অফিসের সহকারী পরিচালক ছিলেন।
জানা গেছে, গতকাল বিকেলে এনএসআইয়ের সহকারী পরিচালক আল আমিন ও ফিল্ড অফিসার আবু তাহের তদন্তকাজের জন্য মোটরসাইকেলে করে কলাপাড়ায় যান। কাজ শেষে বরগুনায় ফেরার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর খলিয়ান বাসস্ট্যান্ডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মাহেন্দ্রের পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তাঁরা। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোছা জান্নাতুল আক্তার আল আমিনকে মৃত ঘোষণা করেন।
আবু তাহেরের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই মাহেন্দ্রটি জব্দ করে থানায় আনা হয়। গতকাল রাতেই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী জানান, খলিয়ান বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি মাহেন্দ্রের পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজন নিহত ও একজন আহত হন। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে মেডিকেল অফিসার জান্নাতুল আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই এনএসআইয়ের সহকারী পরিচালক মারা গেছেন। আহত আবু তাহেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, রাতেই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
১১ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
২৩ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়া র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
২৭ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
৩৪ মিনিট আগে