বরগুনা প্রতিনিধি

বরগুনায় পারভীন বেগম (৩০) নামে এক নারীর মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কামাল (৩৬) নামে এক মোটরসাইকেল চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
অ্যাসিডদগ্ধ পারভীন বেগম একই ইউনিয়নের শাহজাহান মিয়ার মেয়ে। ওই ইউনিয়নের বৈকালীন বাজারে তাঁর একটি চায়ের দোকান রয়েছে।
আটককৃত কামাল একই ইউনিয়নের গাবতলী এলাকার বাসিন্দা। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক।
এ বিষয়ে পারভীনের বাবা শাহজাহান মিয়া অভিযোগ করে জানান, আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া এলাকার নাসির, বশির ও নজরুলসহ বেশ কয়েকজনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে তাঁদের। গতকাল রাত সাড়ে ১১টার দিকে বরগুনা বাজার থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাজারের নিজ দোকানে আসেন পারভীন। এ সময় দুটি মোটরসাইকেলে করে ৪-৫ জন এসে তাঁর মুখমণ্ডলে অ্যাসিড মেরে পালিয়ে যান। এতে তাঁর মুখমণ্ডল ঝলসে গেছে। প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পারভীনের পরিবার।
স্থানীয় ইউপি সদস্য লাইলী বেগম বলেন, ওই নারীর চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে মোটরসাইকেলসহ কামাল নামে একজনকে ধরেন। পরে বিষয়টি ৯৯৯-এ কল করে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে।
বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা বলেন, ওই নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরগুনায় পারভীন বেগম (৩০) নামে এক নারীর মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কামাল (৩৬) নামে এক মোটরসাইকেল চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
অ্যাসিডদগ্ধ পারভীন বেগম একই ইউনিয়নের শাহজাহান মিয়ার মেয়ে। ওই ইউনিয়নের বৈকালীন বাজারে তাঁর একটি চায়ের দোকান রয়েছে।
আটককৃত কামাল একই ইউনিয়নের গাবতলী এলাকার বাসিন্দা। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক।
এ বিষয়ে পারভীনের বাবা শাহজাহান মিয়া অভিযোগ করে জানান, আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া এলাকার নাসির, বশির ও নজরুলসহ বেশ কয়েকজনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে তাঁদের। গতকাল রাত সাড়ে ১১টার দিকে বরগুনা বাজার থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাজারের নিজ দোকানে আসেন পারভীন। এ সময় দুটি মোটরসাইকেলে করে ৪-৫ জন এসে তাঁর মুখমণ্ডলে অ্যাসিড মেরে পালিয়ে যান। এতে তাঁর মুখমণ্ডল ঝলসে গেছে। প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পারভীনের পরিবার।
স্থানীয় ইউপি সদস্য লাইলী বেগম বলেন, ওই নারীর চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে মোটরসাইকেলসহ কামাল নামে একজনকে ধরেন। পরে বিষয়টি ৯৯৯-এ কল করে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে।
বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা বলেন, ওই নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৪ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
১৭ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে