আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী সরকারি কলেজের সামনের অবৈধ স্থাপনা অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনের সড়কে অন্তত দুই শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেন।
২০১৭ সালে আমতলী সরকারি কলেজের সামনে জেলা পরিষদের পানি নিষ্কাশনের খাল লিজ নেয় একটি প্রভাবশালী মহল। ওই মহল শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করে তা ব্যবসায়ীদের কাছে ভাড়া দেয়।
ব্যবসায়ীরা ওই খালে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছেন। এতে আমতলী সরকারি কলেজের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে। ক্লাস চলাকালীন দুর্গন্ধে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। এমনকি ব্যবসায়ীরা ওই কলেজের অনেক ছাত্রীদের উত্ত্যক্ত করেছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।
কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রনি গাজীর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রাফসান বিন ইমরান, সাদিয়া মীম ও ইসরাত জাহান প্রমুখ।
মানববন্ধনে দ্রুত কলেজের সামনে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা অপসারণের দাবি জানিয়েছেন তাঁরা।
আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন, অবৈধ স্থাপনা নির্মাণের ফলে কলেজের পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। ক্লাস চলাকালীন দুর্গন্ধে পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত এ অবৈধ স্থাপনা অপসারণ করা প্রয়োজন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। কিন্তু জেলা পরিষদ লিজ বাতিল না করায় অপসারণ করতে পারছি না।’
বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, কলেজের সৌন্দর্য ও পরিবেশ দূষণ থেকে রক্ষায় সব পদক্ষেপ নেওয়া হবে।

আমতলী সরকারি কলেজের সামনের অবৈধ স্থাপনা অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনের সড়কে অন্তত দুই শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেন।
২০১৭ সালে আমতলী সরকারি কলেজের সামনে জেলা পরিষদের পানি নিষ্কাশনের খাল লিজ নেয় একটি প্রভাবশালী মহল। ওই মহল শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করে তা ব্যবসায়ীদের কাছে ভাড়া দেয়।
ব্যবসায়ীরা ওই খালে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছেন। এতে আমতলী সরকারি কলেজের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে। ক্লাস চলাকালীন দুর্গন্ধে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। এমনকি ব্যবসায়ীরা ওই কলেজের অনেক ছাত্রীদের উত্ত্যক্ত করেছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।
কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রনি গাজীর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রাফসান বিন ইমরান, সাদিয়া মীম ও ইসরাত জাহান প্রমুখ।
মানববন্ধনে দ্রুত কলেজের সামনে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা অপসারণের দাবি জানিয়েছেন তাঁরা।
আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন, অবৈধ স্থাপনা নির্মাণের ফলে কলেজের পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। ক্লাস চলাকালীন দুর্গন্ধে পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত এ অবৈধ স্থাপনা অপসারণ করা প্রয়োজন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। কিন্তু জেলা পরিষদ লিজ বাতিল না করায় অপসারণ করতে পারছি না।’
বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, কলেজের সৌন্দর্য ও পরিবেশ দূষণ থেকে রক্ষায় সব পদক্ষেপ নেওয়া হবে।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে