বরগুনা প্রতিনিধি

বরগুনা সদরে এম বালিয়াতলী ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন গাজী (৪৮) মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে।
দেলোয়ার গাজীর অভিযোগ, রোববার রাত আটটার দিকে স্থানীয় বাপ্পি (২৪) ও হাসিব (২২) নামের দুই তরুণের নেতৃত্বে চালিতাতলী বাজার থেকে দেলোয়ার গাজীকে ডেকে নিয়ে একটি মাঠে তাঁকে মারধর করা হয়। মারধরের একপর্যায়ে বাপ্পিকে ‘আব্বা’ ডাকিয়ে ভিডিও ধারণ করা হয়েছে।
আজকের পত্রিকার এ প্রতিবেদকের হাতে আসা ওই ভিডিওতে দেখা যায়, দেলোয়ার গাজীকে ঘিরে কয়েকজন যুবক দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের মধ্যে একজন একটি পাইপ দিয়ে তাঁর শরীরে আঘাত করছেন। এ সময় ‘বাপ্পি আমারে আর মারিস না’ বলে আকুতি করছেন দেলোয়ার গাজী। এ সময় বাপ্পি নামের ওই যুবক তাঁকে আব্বা ডাকতে বলছেন। মারধর থেকে রেহাই পেতে দেলোয়ার গাজী তখন আব্বা ডাকছেন।
ভুক্তভোগী শ্রমিক লীগ ও যুবলীগ নেতা দেলোয়ার গাজী বলেন, ‘ইউনিয়নের উড়বুনিয়া এলাকার বিন্দু চৌকিদারের ছেলে বাপ্পি এবং একই এলাকার বাদল চৌকিদারের ছেলে হাসিবের নেতৃত্বে চালিতাতলীতে একটি গ্যাং বেপরোয়া হয়ে উঠেছে। মাদক সেবন ও ব্যবসার পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি, ইভ টিজিংসহ নানা অপরাধ কর্মকাণ্ড করে এই বাপ্পি-হাসিব গ্রুপ। এরা মাদক পকেটে ঢুকিয়ে দিয়ে মোবাইল ও টাকাপয়সা ছিনতাই করে। আমি এসবের প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে গতকাল (রোববার) রাত আটটার দিকে কথা বলার জন্য বাজার থেকে আমাকে পাশের একটি মাঠে ডেকে নেয়। পরে বাপ্পি, হাসিবসহ ৭–৮ জন মিলে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে ও আমাকে এলাকা ছাড়তে বলে। ওই সময় আমার জীবন বাঁচাতে আমাকে যা বলেছে, তখন তাই করেছি।’
দেলোয়ার গাজী আরও বলেন, ‘আমি চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। সুস্থ হয়ে ফিরে এসে আইনের আশ্রয় নিতে চাই।’
এদিকে গত বছরের অক্টোবর মাসে সুমন নামের এক যুবককে একই প্রক্রিয়ায় ধরে নিয়ে চালিতাতলী নদীর পাড়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন অভিযুক্তেরা। এ সময় সুমনকেও কান ধরে ওঠবস করিয়ে ভিডিও ধারণ করে বাপ্পি ও হাসিব গ্রুপের সদস্যরা। সেই ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে।
ওই ঘটনার ভুক্তভোগী চালিতাতলী এলাকার মো. সুমন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে বলেন, ‘বাপ্পি ও হাসিব এলাকায় মাদক কারবার থেকে শুরু করে নানা অপরাধের সঙ্গে জড়িত। তাদের অপরাধ কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আমাকে মারধর করে কান ধরে ওঠবস করিয়েছিল বাপ্পি ও হাসিব গ্যাং। এ ঘটনায় আমি বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলা করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত বাপ্পি ও হাসিব গ্রেপ্তার হয়নি।’
এসব বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের এলাকায় খুঁজে পাওয়া যায়নি এবং তাঁদের ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দেলোয়ার গাজীকে মারধরের একটি ঘটনা শুনেছি। এখন পর্যন্ত থানায় অভিযোগ বা মামলার জন্য কেউ আসেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে ভুক্তভোগী সুমনের মামলা প্রসঙ্গে ওসি বলেন, ‘ওই ঘটনার তদন্ত চলছে। আসামিদের ধরতে একাধিকবার অভিযান চালিয়েছে পুলিশ। তবে এখনো আটক সম্ভব হয়নি।’

বরগুনা সদরে এম বালিয়াতলী ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন গাজী (৪৮) মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে।
দেলোয়ার গাজীর অভিযোগ, রোববার রাত আটটার দিকে স্থানীয় বাপ্পি (২৪) ও হাসিব (২২) নামের দুই তরুণের নেতৃত্বে চালিতাতলী বাজার থেকে দেলোয়ার গাজীকে ডেকে নিয়ে একটি মাঠে তাঁকে মারধর করা হয়। মারধরের একপর্যায়ে বাপ্পিকে ‘আব্বা’ ডাকিয়ে ভিডিও ধারণ করা হয়েছে।
আজকের পত্রিকার এ প্রতিবেদকের হাতে আসা ওই ভিডিওতে দেখা যায়, দেলোয়ার গাজীকে ঘিরে কয়েকজন যুবক দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের মধ্যে একজন একটি পাইপ দিয়ে তাঁর শরীরে আঘাত করছেন। এ সময় ‘বাপ্পি আমারে আর মারিস না’ বলে আকুতি করছেন দেলোয়ার গাজী। এ সময় বাপ্পি নামের ওই যুবক তাঁকে আব্বা ডাকতে বলছেন। মারধর থেকে রেহাই পেতে দেলোয়ার গাজী তখন আব্বা ডাকছেন।
ভুক্তভোগী শ্রমিক লীগ ও যুবলীগ নেতা দেলোয়ার গাজী বলেন, ‘ইউনিয়নের উড়বুনিয়া এলাকার বিন্দু চৌকিদারের ছেলে বাপ্পি এবং একই এলাকার বাদল চৌকিদারের ছেলে হাসিবের নেতৃত্বে চালিতাতলীতে একটি গ্যাং বেপরোয়া হয়ে উঠেছে। মাদক সেবন ও ব্যবসার পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি, ইভ টিজিংসহ নানা অপরাধ কর্মকাণ্ড করে এই বাপ্পি-হাসিব গ্রুপ। এরা মাদক পকেটে ঢুকিয়ে দিয়ে মোবাইল ও টাকাপয়সা ছিনতাই করে। আমি এসবের প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে গতকাল (রোববার) রাত আটটার দিকে কথা বলার জন্য বাজার থেকে আমাকে পাশের একটি মাঠে ডেকে নেয়। পরে বাপ্পি, হাসিবসহ ৭–৮ জন মিলে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে ও আমাকে এলাকা ছাড়তে বলে। ওই সময় আমার জীবন বাঁচাতে আমাকে যা বলেছে, তখন তাই করেছি।’
দেলোয়ার গাজী আরও বলেন, ‘আমি চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। সুস্থ হয়ে ফিরে এসে আইনের আশ্রয় নিতে চাই।’
এদিকে গত বছরের অক্টোবর মাসে সুমন নামের এক যুবককে একই প্রক্রিয়ায় ধরে নিয়ে চালিতাতলী নদীর পাড়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন অভিযুক্তেরা। এ সময় সুমনকেও কান ধরে ওঠবস করিয়ে ভিডিও ধারণ করে বাপ্পি ও হাসিব গ্রুপের সদস্যরা। সেই ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে।
ওই ঘটনার ভুক্তভোগী চালিতাতলী এলাকার মো. সুমন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে বলেন, ‘বাপ্পি ও হাসিব এলাকায় মাদক কারবার থেকে শুরু করে নানা অপরাধের সঙ্গে জড়িত। তাদের অপরাধ কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আমাকে মারধর করে কান ধরে ওঠবস করিয়েছিল বাপ্পি ও হাসিব গ্যাং। এ ঘটনায় আমি বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলা করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত বাপ্পি ও হাসিব গ্রেপ্তার হয়নি।’
এসব বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের এলাকায় খুঁজে পাওয়া যায়নি এবং তাঁদের ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দেলোয়ার গাজীকে মারধরের একটি ঘটনা শুনেছি। এখন পর্যন্ত থানায় অভিযোগ বা মামলার জন্য কেউ আসেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে ভুক্তভোগী সুমনের মামলা প্রসঙ্গে ওসি বলেন, ‘ওই ঘটনার তদন্ত চলছে। আসামিদের ধরতে একাধিকবার অভিযান চালিয়েছে পুলিশ। তবে এখনো আটক সম্ভব হয়নি।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৩৯ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে