বরগুনা প্রতিনিধি

বরগুনা-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তিনি পেয়েছেন ৬১ হাজার ৭৪২ ভোট। আর বরগুনা-২ আসনে ১ লাখ ৪৮ হাজার ৩২ ভোট পেয়ে নৌকা প্রতীকের সুলতানা নাদিরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। বরগুনার দুটি আসনেই তারা নতুন মুখ।
রোববার রাত সাড়ে ৯টার দিকে বরগুনার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু পেয়েছেন ৬১ হাজার ৭৪২ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান কাঁচি প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮৭৪ ভোট। নৌকা প্রতীকে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পেয়েছে ৫৪ হাজার ১৬৮ ভোট।
বরগুনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯১১ জন। এর মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৮২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৮৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন চলে ভোট গ্রহণ। কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন জয়।
বরগুনা-২ আসনে নৌকা প্রতীক নিয়ে সুলতানা নাদিরা পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএম এর প্রার্থী আবদুর রহমান খোকন পেয়েছেন ১ হাজার ৯১৯ ভোট। মোট ১১৪টি ভোট কেন্দ্রে ১ লাখ ৫৫ হাজার ৩৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বরগুনা-২ আসনেও কোনো প্রকার সহিংসতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।

বরগুনা-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তিনি পেয়েছেন ৬১ হাজার ৭৪২ ভোট। আর বরগুনা-২ আসনে ১ লাখ ৪৮ হাজার ৩২ ভোট পেয়ে নৌকা প্রতীকের সুলতানা নাদিরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। বরগুনার দুটি আসনেই তারা নতুন মুখ।
রোববার রাত সাড়ে ৯টার দিকে বরগুনার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু পেয়েছেন ৬১ হাজার ৭৪২ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান কাঁচি প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮৭৪ ভোট। নৌকা প্রতীকে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পেয়েছে ৫৪ হাজার ১৬৮ ভোট।
বরগুনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯১১ জন। এর মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৮২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৮৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন চলে ভোট গ্রহণ। কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন জয়।
বরগুনা-২ আসনে নৌকা প্রতীক নিয়ে সুলতানা নাদিরা পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএম এর প্রার্থী আবদুর রহমান খোকন পেয়েছেন ১ হাজার ৯১৯ ভোট। মোট ১১৪টি ভোট কেন্দ্রে ১ লাখ ৫৫ হাজার ৩৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বরগুনা-২ আসনেও কোনো প্রকার সহিংসতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
২২ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
১ ঘণ্টা আগে