মো. হোসাইন আলী কাজী, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এখানে কেনাবেচা শেষে ব্যবসায়ীদের ফেলা যাওয়া ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এই বাজার দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে ৭ শতাধিক শিক্ষার্থী রয়েছে। এখানে ২০১০ সালে তিনতলা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। এই আশ্রয়কেন্দ্র কাম বিদ্যালয় ভবনের নিচতলায় এখন প্রতি শুক্রবার পানের ব্যবসা চলে। বিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধ করলেও তা সরিয়ে নিচ্ছেন না ইজারাদার শাহ আলম।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় ভবনের নিচতলায় শতাধিক ব্যবসায়ী পান বিক্রি করছেন। এতে বিদ্যালয় এলাকা ময়লা-আবর্জনা ও ধুলাবালুতে একাকার হয়ে রয়েছে। বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েক শিক্ষার্থী জানায়, ইজারাদার প্রতি শুক্রবার বাজার বসান। ব্যবসায়ীরা ময়লা-আবর্জনা বিদ্যালয়েই ফেলে রেখে যান। এগুলো পচে দুর্গন্ধ ছড়ায়। এতে করে শিক্ষার্থীদের চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হচ্ছে। তাদের নানা রোগ হচ্ছে। তারা ইজারাদার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন স্বপন বলেন, ‘বাজারের ইজারাদার শাহ আলম শিকদার প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের নিচতলায় পানের বাজার বসিয়েছেন। তাঁকে বাজার বসাতে নিষেধ করেছিলাম; কিন্তু তিনি শোনেননি। পান ব্যবসায়ীদের রেখে যাওয়া ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়ায়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তারাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
এ নিয়ে কথা হলে পান ব্যবসায়ী সোবাহান মিয়া বলেন, ‘আমরা ইচ্ছা করে বিদ্যালয়ের নিচতলায় পান বিক্রি করতে বসিনি। ইজারাদার আমাদের বসিয়েছেন। বিদ্যালয় ভবনের মধ্যে বাজার বসানো মোটেই ঠিক হয়নি।’
স্থানীয় বাসিন্দা এইচ এম দেলোয়ার মুন্সি বলেন, ‘ইজারাদারের এমন কাজের প্রতিবাদ করেছি; কিন্তু ইজারাদার তা মানছেন না। তিনি প্রভাব খাটিয়ে বাজার বসিয়েছেন। বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখতে ইজারাদারকে অবশ্যই পানের বাজার বসানো থেকে বিরত রাখতে হবে।’
জানতে চাইলে ইজারাদার শাহ আলম বলেন, ‘বাজারে সরকারি জায়গা না থাকায় এখানে বাজার বসানো হয়েছে। বিগত দিনে এ বিদ্যালয়ের নিচতলায় পানের বাজার বসত, তাই আমিও বসিয়েছি।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিদ্যালয় ভবনের নিচতলায় কোনোমতেই বাজার বসানো যাবে না। যাঁরা বাজার বসিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এখানে কেনাবেচা শেষে ব্যবসায়ীদের ফেলা যাওয়া ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এই বাজার দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে ৭ শতাধিক শিক্ষার্থী রয়েছে। এখানে ২০১০ সালে তিনতলা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। এই আশ্রয়কেন্দ্র কাম বিদ্যালয় ভবনের নিচতলায় এখন প্রতি শুক্রবার পানের ব্যবসা চলে। বিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধ করলেও তা সরিয়ে নিচ্ছেন না ইজারাদার শাহ আলম।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় ভবনের নিচতলায় শতাধিক ব্যবসায়ী পান বিক্রি করছেন। এতে বিদ্যালয় এলাকা ময়লা-আবর্জনা ও ধুলাবালুতে একাকার হয়ে রয়েছে। বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েক শিক্ষার্থী জানায়, ইজারাদার প্রতি শুক্রবার বাজার বসান। ব্যবসায়ীরা ময়লা-আবর্জনা বিদ্যালয়েই ফেলে রেখে যান। এগুলো পচে দুর্গন্ধ ছড়ায়। এতে করে শিক্ষার্থীদের চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হচ্ছে। তাদের নানা রোগ হচ্ছে। তারা ইজারাদার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন স্বপন বলেন, ‘বাজারের ইজারাদার শাহ আলম শিকদার প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের নিচতলায় পানের বাজার বসিয়েছেন। তাঁকে বাজার বসাতে নিষেধ করেছিলাম; কিন্তু তিনি শোনেননি। পান ব্যবসায়ীদের রেখে যাওয়া ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়ায়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তারাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
এ নিয়ে কথা হলে পান ব্যবসায়ী সোবাহান মিয়া বলেন, ‘আমরা ইচ্ছা করে বিদ্যালয়ের নিচতলায় পান বিক্রি করতে বসিনি। ইজারাদার আমাদের বসিয়েছেন। বিদ্যালয় ভবনের মধ্যে বাজার বসানো মোটেই ঠিক হয়নি।’
স্থানীয় বাসিন্দা এইচ এম দেলোয়ার মুন্সি বলেন, ‘ইজারাদারের এমন কাজের প্রতিবাদ করেছি; কিন্তু ইজারাদার তা মানছেন না। তিনি প্রভাব খাটিয়ে বাজার বসিয়েছেন। বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখতে ইজারাদারকে অবশ্যই পানের বাজার বসানো থেকে বিরত রাখতে হবে।’
জানতে চাইলে ইজারাদার শাহ আলম বলেন, ‘বাজারে সরকারি জায়গা না থাকায় এখানে বাজার বসানো হয়েছে। বিগত দিনে এ বিদ্যালয়ের নিচতলায় পানের বাজার বসত, তাই আমিও বসিয়েছি।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিদ্যালয় ভবনের নিচতলায় কোনোমতেই বাজার বসানো যাবে না। যাঁরা বাজার বসিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
২১ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে